দেশের বিভিন্ন প্রান্তে আবার একটি ওয়েব সিরিজকে ঘিরে জোর বিরোধিতা শুরু হয়েছে। বিজেপি নেতারা অভিযোগ করেছেন যে, তাণ্ডব ওয়েব সিরিজটিতে  হিন্দু দেবদেবীদের অবমাননা করা হয়েছে। ফলে এই সিরিজ বন্ধ করে দেওয়ার ডাক দেন তাঁরা।

সইফ আলি  খান অভিনীত এই ওয়েব সিরিজ-এর বেশ কিছু বিতর্কিত অংশ বাদ না দেওয়া পর্যন্ত, বিজেপি এই সিরিজ বয়কট করবে বলেও জানানো হয়েছে। ওই ঘটনার পরপরই, তাণ্ডবকে নিষিদ্ধ করা হোক বলে দাবি করেন কপিল মিশ্র। এমনকী, তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকরকে নিজের টুইটে ট্যাগও করেন বিজেপি নেতা কপিল মিশ্র। কপিল মিশ্র প্রকাশ্যেই বলেছেন যে, এই ওয়েব সিরিজের মাধ্যমে ধর্মীয় বিভাজনের চেষ্টা করা হয়েছে। ওয়েব সিরিজটির মাধ্যমে হিন্দু দেবদেবীদের অপমান করা হচ্ছে।

মূল শোরগোলটা বেধেছে খান মহম্মদ আয়ুব জিশান অভিনীত, শিবা শেখরের চরিত্রটি নিয়ে। মহম্মদ আয়ুব-কে দেখা গিয়েছে কলেজ নাটকের একটি দৃশ্যে শিবের চরিত্রে অভিনয় করতে যেখানে, নারদের চরিত্রকে বলতে শোনা যায় যে, রামের ফলোয়ার্স বেড়ে যাচ্ছে, তা নিয়ে শিবের কিছু করা উচিত। ব্যঙ্গাত্মক এই নাটকে শিবের চরিত্র করতে গিয়ে অশালীন ভাষার প্রয়োগও করতে শোনা যায় আয়ুবকে।এই ধরনের চরিত্র সৃষ্টি করে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার চেষ্টা হয়েছে, এই মর্মে সরব হয়েছে দলীয় সমর্থকরা।

সিরিজের মুখ্য অভিনেতা সইফ আলি খানকে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন দলের নেতা তথা মহারাষ্ট্রের ঘাটকোপারের বিধায়ক রাম কদম। ঘাটকোপার থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন রাম, যাতে অভিনেতা, প্রোডিউসার এবং ডিরেক্টরের বিরুদ্ধে কড়া ব্যাবস্থা নেওয়া হয়।

একের পর এক ওয়েব সিরিজ নিয়ে এই ধরনের বিরোধিতার মুখোমুখি হতে হচ্ছে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম-কে।মামলা মোকদ্দমাও হচ্ছে।অথচ করোনা আবহে হল বিমুখ দর্শকদের অন্যতম বিনোদনের মাধ্যম হয়েছে ওয়েব সিরিজ।ফলে বিতর্কিত ওয়েব সিরিজের টিআরপি বাড়ছে হু হু করে। স্টার প্যাকড তাণ্ডবে, সইফ আলি খান ছাড়াও অভিনয় করেছেন  ডিম্পল কপাডিয়া, গওহর খান প্রমুখ অসাধারণ অ্যাক্টররা।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...