প্রযোজক: রমেশ তৌরানি ও আকশায় পুরী

লেখক: নেহা শর্মা ও পবন কৃপালানি

পরিচালক: পবন কৃপালানি

অভিনয়ে: সারা আলি খান, বিক্রান্ত ম্যাসি, চিত্রাঙ্গদা সিং, অক্ষয় ওবেরয়, রাহুল দেব, শিশির শর্মা ও দীপক কালরা।

ওটিটি প্ল্যাটফর্ম: ডিজনি প্লাস হট স্টার

 ২০১১ সালের চলচ্চিত্র রাগিনী এমএমএস-এর লেখক পবন কৃপালানি এই চলচ্চিত্রের ব্যর্থতার পরে ইংরেজি বানানে নিজের নামের 'ডাব্লু' অক্ষর টি 'ভি'-তে পরিবর্তন করেছিলেন। এই পরিবর্তনের পরে, তিনি "ডর অ্যাট দ্য মল" ছবিটি নিয়ে এসেছিলেন। কিন্তু এই ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। এরপর আবার পুরনো নামের বানান দিয়েই লেখক ও পরিচালক হিসেবে 'ফোবিয়া' ছবিটি নিয়ে আসেন তিনি, যেখানে অভিনয় করেছিলেন রাধিকা আপ্তে ও সত্যদীপ মিশ্র। কিন্তু এই ছবিটিও সফল হয়নি। এরপর আবার নামের সঙ্গে 'ভি' যোগ করে ২০২১ সালে 'ভূত পুলিশ' ছবিটি নিয়ে আসেন তিনি। সাইফ আলি খান ও অর্জুন কপুর অভিনীত ৪০ কোটি টাকা দিয়ে তৈরি ছবিটি ডিজনি প্লাস হট স্টারে আসে, কিন্তু ছবিটি দর্শকদের পছন্দ হয়নি। এবার সহ-লেখক ও পরিচালক পবন কৃপালানি একটি মনস্তাত্ত্বিক রহস্য থ্রিলার 'Gaslight' নিয়ে এসেছেন।

ছবিটি ৩১ মার্চ থেকে ডিজনি প্লাস হট স্টারে স্ট্রিমিং হচ্ছে। ছবিতে অভিনয় করেছেন সারা আলি খান, চিত্রাঙ্গদা সিং এবং বিক্রান্ত ম্যাসি। অত্যন্ত দুর্বল গল্প ও চিত্রনাট্যের কারণে এই চলচ্চিত্রটিও একটি দুর্বল চলচ্চিত্রে পরিণত হয়েছে। সাইকোলজি, অ্যাডভেঞ্চার বা রহস্যের কিছুই ধরা পড়েনি সিনেমার কোনও অংশেই। সিনেমা শুরু হওয়ার মাত্র ১৫ মিনিট পরেই দর্শক বুঝতে পেরে যাবে, আসল খলনায়ক বা খুনি কে। বলা যেতে পারে পুরো ছবিটিতে মাত্র দুটি বা তিনটি দৃশ্য রয়েছে যা মানুষের উপর মনস্তাত্ত্বিক প্রভাব ফেলতে পারে, তবে সেগুলিও খুবই দুর্বল। চলচ্চিত্র নির্মাতার বোঝা উচিত ছিল যে, শুধুমাত্র মোরবির একটি প্রাসাদে গিয়ে চলচ্চিত্রের চিত্রগ্রহণ এবং একটি ভীতিকর পরিবেশ তৈরি করলেই, চলচ্চিত্রের রহস্য এবং রোমাঞ্চকে শক্তিশালী করে তোলা হয় না। পবন কৃপালানি সাইফ আলি খানকে নিয়ে 'ভূত পুলিশ' এবং সাইফের মেয়ে সারা আলি খানকে নিয়ে 'গ্যাসলাইট' ছবিটি তৈরি করেছেন। এই দুটি চলচ্চিত্রই রমেশ তৌরানি এবং আকশায় পুরী প্রযোজনা করেছেন এবং দুটি চলচ্চিত্রই ডিজনি প্লাস হট স্টারে স্ট্রিমিং হচ্ছে।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...