অ্যামাজন অরিজিনাল সিরিজ এর নতুন ক্রাইম থ্রিলার ‘দহদ’- এর আকর্ষণীয় একটি টিজার প্রাইম ভিডিওতে প্রকাশিত হয়েছে। রিমা কাগতি এবং জোয়া আখতার এই শো-টির পরিকল্পনা করেছেন এবং রুচিকা ওবেরয়ের সাথে এটি সহ-পরিচালনা করেছেন। এক্সেল মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট এবং টাইগার বেবি চলচ্চিত্র ‘দহদ’-এর নির্বাহী প্রযোজনা দলে রয়েছেন রিতেশ সিধওয়ানি, ফারহান আখতার, রিমা কাগতি এবং জোয়া আখতার। সোনাক্ষী সিনহা, বিজয় ভার্মা, গুলশান দেবাইয়া এবং সোহম শাহ-র অভিনয়ে সমৃদ্ধ এই সিরিজটি, আগামী ১২ মে থেকে অ্যামাজন -এর প্রাইম মেম্বাররা ওয়েবে এটি স্ট্রিম করতে পারবেন।
সোনাক্ষী সিনহা এই প্রথমবার ডিজিটাল জগতে পা দিয়ে দর্শকদের নিজের চরিত্রটির সঙ্গে পরিচয় করিয়েছেন, যেখানে তিনি একজন কঠোর মহিলা পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন।সোনাক্ষীকে এখানে দেখা যাবে একটি জঘন্য হত্যা মামলার সমাধান করতে। সাব-ইন্সপেক্টর অঞ্জলি ভাটি (সোনাক্ষী) এবং তাঁর সহকর্মীরা, এই আট পর্বের ক্রাইম ড্রামাটির মূল বিষয়বস্তু হিসেবে সিরিজ-টিকে এগিয়ে নিয়ে গেছেন। ছবির গল্প মূলত সেট করা হয়েছে একটি ছোট শহরের পুলিশ স্টেশনে। গল্পটি শুরু হতে দেখা যায় জনসাধারণের জন্য তৈরি একটি বিশ্রামাগারে যেখানে আকস্মিকভাবে আবিষ্কৃত হয় মহিলাদের পচাগলা মৃতদেহ। সাব-ইন্সপেক্টর অঞ্জলি ভাটিকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। খুনগুলি প্রথমে সুস্পষ্ট আত্মহত্যা বলে মনে হয়, তবে মামলাগুলি তদন্ত হওয়া সাথে সাথে অঞ্জলি উদ্বিগ্ন হতে শুরু করেন। তাঁর মনে হয় যে, কোনও সিরিয়াল কিলারের কাজ এটি এবং ধরা না পড়ায় সে জনসাধারণের সঙ্গে মিশে গিয়ে স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে। আরও একজন নিরপরাধ মহিলার যাতে জীবন অকালে না ঝরে পড়ে তার আগেই অঞ্জলি লেগে পড়েন প্রমাণ সংগ্রহের কাজে। সিরিজটি জুড়ে দেখা যায় একজন দক্ষ অপরাধী এবং একজন আন্ডারডগ পুলিশকে, বিড়াল এবং ইঁদুরের রোমহর্ষক খেলায় লিপ্ত হতে।
এক্সেল এন্টারটেইনমেন্টের সহ-প্রযোজক রিতেশ সিধওয়ানির মতে, এই ক্রাইম থ্রিলারের মূল আকর্ষণ হল দহদ-এর আকর্ষণীয় প্লট এবং অসাধারণ অভিনয়। গল্পের প্লট তৈরির জন্য রিমা এবং জোয়ার কাছ থেকে যে দৃষ্টিভঙ্গি, ধৈর্য এবং সংহতি আশা করা হয়েছিল তাঁরা উভয়ই সফল ভাবে তা দর্শকদের দিতে পেরেছেন। মেড ইন হেভেন, মির্জাপুর এবং ইনসাইড এজ-এর সাফল্যের পরে, তাঁরা নিশ্চিতরূপে প্রাইম ভিডিওর সাথে আরও একটি সফল অংশীদারিত্বের মাধ্যমে বিশ্বজুড়ে দর্শকদের আরও একটি আনন্দদায়ক যাত্রায় নিজেদের নিমজ্জিত করার সুযোগ করে দিয়েছে।