কখনও নগ্ন হয়ে সমুদ্র সৈকতে ছুটে উঠে আসছেন বিতর্কে, তো কখনও আবার করোনা মহামারীকে থোড়াই কেয়ার করে, পাহাড়ি পথে ম্যারাথন দৌড়ে  যোগ দিয়ে ,তাক লাগিয়ে দিচ্ছেন সুপার মডেল মিলিন্দ সোমন। ৫৫-তেও ঝকঝকে 'তরুণ' মিলিন্দ, ঈর্ষণীয় তাঁর দেহসৌষ্টব৷

তবে এবার একেবারে অন্য অবতারে ধরা দিলেন তিনি। যা দেখে বেশ অবাক বনে গিয়েছেন নেটিজেনরা। নাকে নাকছাবি, কপালে লাল টিপ, খোলা চুল, গলায় হার-- প্রথমবার এমন ছবি পোস্ট করায়,তা নিয়ে ভক্তদের মধ্যে জল্পনা  ছিল তুঙ্গে।বিষয়টি তখন খোলসা করে  জানাননি মিলিন্দ । শিগগিরই নতুন কিছু সবার সামনে আসবে বলে জানিয়েছিলেন।

মিলিন্দের ওই নতুন ছবি দেখে  অক্ষয় কুমারের '‌লক্ষ্মী’র সঙ্গে অনেকে মিল পেতে শুরু করেন। সম্প্রতি '‌লক্ষ্মী’‌–তে অক্ষয় কুমারকে দেখা গিয়েছে তৃতীয় লিঙ্গের একটি চরিত্রে অভিনয় করতে।  ওই ছবিতেই  কোনও ভূমিকায় মিলিন্দ সোমন অভিনয় করছেন, এমনও ভাবতে থাকেন অনেকেই। কিন্তু সব কৌতুহলের নিরসন ঘটিয়ে প্রকাশ পেয়েছে আসল কথাটা। এবারে একটি ফার্স্ট লুক প্রকাশ পেয়েছে অভিনেতার।

মিলিন্দ জানিয়েছেন, এটা হল তাঁর নতুন ওয়েব সিরিজের নয়া লুক। অল্ট বালাজি ও জি-ফাইভের যৌথ উদ্যোগে আসছে '‌পৌরষপুর’‌৷ পৌরানিক প্রেক্ষাপটে তৈরি কাল্পনিক এক সাম্রাজ্যের কাহিনিই এই সিরিজের বিষয়। আর এই ওয়েব সিরিজে মিলিন্দ ,তৃতীয় লিঙ্গের একটি চরিত্রে অভিনয় করেছেন। মিলিন্দের চরিত্রের নাম '‌বরিস’‌।এই নয়া অবতারের লুক শেয়ার করে মিলিন্দ লিখেছেন, '‌এমন কোনও চরিত্র আগে কখনও করিনি। পৌরুষপুরের  চিত্রনাট্যে তৃতীয় লিঙ্গের মানুষরা সবসময়ই অধিকারের লড়াই করে। বরিস চরিত্রটি আকর্ষণীয় হওয়ার সঙ্গে সঙ্গে,  তিনি একজন বুদ্ধিমান মানুষও বটে। তাঁর চরিত্রের নানা ডাইমেনশনের সাক্ষী থাকুন’‌।

একতা কপুরের প্রযোজনায় '‌পৌরুষপুর’‌–এ মিলিন্দ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন প্রাক্তন বিগ বস সদস্য শিল্পা শিণ্ডে, শাহির শেখ ও অন্নু কপুর। এছাড়াও টেলিভিশনের বেশ কিছু চেনা মুখও এখানে উঠে আসবে। ওটিটি প্ল্যাটফর্ম হোক বা  বলিউড ছবি, অভিনেতাদের কাছে এই তৃতীয় লিঙ্গের চরিত্রে অভিনয় করা এক প্রকার চ্যালেঞ্জের ব্যাপার। আশুতোষ রাণা, পরেশ রাওয়াল বা গুলশন গ্রোভার -- সকলেই কোনও না কোনও সময়ে এই চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন। এবার এই চরিত্রটি ওয়েব পর্দায় ফুটিয়ে তুলতে কতটা সফল হন মিলিন্দ, সেটাই এখন দেখার।  ডিসেম্বরের শেষে, সম্প্রচারিত হবে 'পৌরষপুর' সিরিজটি, এমনই জানিয়েছে প্রযোজনা সংস্থা।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...