ভালোবাসার মাস আর ভেজা মনের মধ্যে একটা গোপন সম্পর্ক আছে৷ অন্তত তাদের ক্ষেত্রে যাদের প্রেম অব্যক্ত থেকে গেছে৷ সেই মূক প্রেমের আর্তি এই প্রেমের মাসে এক আষ্চর্য বেদনা মিশ্রিত নস্টালজিয়ার আবেশ ছড়ায়৷ ভ্যালেনটাইনস ডে-র আগেই এই বার্তা নিয়ে হাজির শিল্পী মেখলা দাশগুপ্তর কন্ঠে, শ্রীরাজ মিত্রের লেখা ও সুরারোপ করা ‘না বলা প্রেমের গান’ ৷ আশা অডিয়ো থেকে আত্মপ্রকাশ করল এই গান, দক্ষিণ কলকাতার ইয়েলো টার্টল রেস্তোরাঁতে৷ আনুষ্ঠানিক প্রকাশে উপস্থিত ছিলেন 'টনিক', 'প্রজাপতি' ও 'প্রধান' চলচ্চিত্র খ্যাত নির্দেশক অভিজিত সেন, আশা অডিয়োর বর্তমান কর্ণধার অপেক্ষা লাহিড়ি, শিল্পী মেখলা নিজে এবং মিউজিক ভিডিয়োটির পরিচালক ও কুশীলবরা৷
গত ছয়বছর ধরে মেখলা সঙ্গীত জগতে তাঁর একটি আসন ধীরে ধীরে কায়েম করতে সফল হয়েছেন৷ মেলোডি তাঁর কণ্ঠে খুব সাবলীল ভাবে খেলে৷আর এই বিষয়টিকেই কাজে লাগিয়েছেন শ্রীরাজ তাঁর প্রথমবারের কমেপোজিশনে৷ ইতিপূর্বে ২০১২ থেকে গান লেখার মধ্যে দিয়ে নিজের পরিচিতি তৈরি করেছেন শ্রীরাজ৷ অমিত কুমারও তাঁর লেখা গানে একাধিক বার কণ্ঠ দিয়েছেন৷ কিন্তু সুর তৈরি করার কাজটি এই প্রথম৷ প্রেমের সজ্ঞা সময়ের সঙ্গে বদলে গেলেও, মেলোডির প্রতি মানুষের আকর্ষণ বুঝি ফুরোবার নয়- একথা মনে রেখেই এই গানের নির্মাণ৷ মিউজিক অ্যারে়্ঞ্জ করেছেন রকেট মণ্ডল৷
মিউজিক ভিডিয়োর টুকরো টুকরো স্মৃতি রোমন্থনের দৃশ্যগুলিতে, ফেলে আসা দশকের নস্টালজিয়ার জাল বোনা হয়েছে ৷ ছোট্টো একটি কোরিয়োগ্রাফি রয়েছে এই গানে৷ যেটি তৈরি করেছেন সুকন্যা চট্টোপাধ্যায়৷ ‘ভেজা ভেজা স্বপ্নগুলো— না বলা প্রেমের গান’, আশা অডিয়োর পেজ এবং ইউটিউবে ইতিমধ্যেই দেখা যাচ্ছে৷একচেটিয়া ফিল্মি গানের বাইরে গিয়ে যারা অন্য রকম রোমান্টিক গান শুনতে ও দেখতে আগ্রহী, তাদের মনের রসদ জোগাবে এই গানটি৷