টিভি চ্যানেল ‘দঙ্গল’-এর সঙ্গে অনেকেই পরিচিত। আর এই হিন্দি চ্যানেল-এর সাফল্যের ভিত্তিতে বাংলাতেও নতুন একটি চ্যানেল লঞ্চ করলেন কর্তৃপক্ষ। ‘এন্টার১০বাংলা’ শীর্ষক এই চ্যানেলটি আনুষ্ঠানিক ভাবে লঞ্চ করা হল কলকাতার ললিত গ্রেট ইষ্টার্ন হোটেলে। অবশ্য শুধু চ্যানেল লঞ্চ-ই নয়,সেই সঙ্গে লঞ্চ করা হল নতুন একটি মেগা ধারাবাহিক। ‘সাগর-জ্যোতি’ শিরোনামের এই ধারাবাহিকটির অভিনেতা-অভিনেত্রীদের উপস্থিতিতে, চ্যানেল এবং ধারাবাহিকের প্রচার করা হল মহা-ধূমধামে।

Entertainment
Chandreyee Ghosh, Rahul Dev Bose and Nabanita Malakar

মেগা ধারাবাহিকটির পরিচালক পাভেল প্রসঙ্গত জানালেন,দুই পরিবারের সদস্য এবং আত্মীয়স্বজনদের পারস্পরিক বন্ধন, হাসি, মজা, জটিলতা প্রভৃতিতে সমৃদ্ধ হলেও, মূলত সাগর ও জ্যোতি-র মিষ্টি প্রেম প্রাধান্য পাবে এই ধারাবাহিকে। অভিজাত পরিবারের ছেলে সাগর সেন বিদেশ থেকে ফিরে আসার পর,গরীব পরিবারের মেয়ে জ্যোতির সঙ্গে তার সম্পর্ক কোন দিকে মোড় নেবে,তা-ই নাকি দর্শকদের কাছে আকর্ষনীয় হয়ে উঠবে,এমনটাই দাবী করলেন ধারাবাহিকটির পরিচালক। রাহুল দেব বোস এবং নবনীতা মালাকার এই ধারাবাহিকে রূপদান করছেন কেন্দ্রীয় দুই চরিত্রে। অন্যান্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে চান্দ্রেয়ী ঘোষ, নীলিমা সেন, অভিজিত সরকার, বিকাশ ভৌমিক, শিবনাথ সেন, শ্রীতমা, অনিন্দ্য সেনগুপ্ত, সনমিত্র ভৌমিক, অর্ণব ভদ্র, সায়ন্তনী মল্লিক, লিজা, সৌম্যদীপ, সৌমক বসু, রূপসা মণ্ডল, অনিতা সেনগুপ্ত, সুজয় সিনহা, রুম্পা চট্টোপাধ্যায়, আইভি বন্দ্যোপাধ্যায় প্রমুখ। প্রতি সোমবার থেকে শুক্রবার রাত ৮টায় সম্প্রচারিত হবে ‘সাগর-জ্যোতি’ শীর্ষক এই ধারাবাহিকটি।

Entertainment news

চ্যানেলের কর্ণধার শমিক মৌলিক প্রসঙ্গত জানিয়েছেন, প্রতি মাসে নতুন-নতুন মেগা ধারাবাহিকের সম্প্রচার শুরু করার প্রস্তুতি চলছে এখন। এছাড়া, আগামী দিনে আরও অভিনব কিছু অনুষ্ঠান দর্শকদের উপহার দেওয়ার ইচ্ছে রয়েছে তাঁদের।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...