৯৫তম অস্কার সত্যিই ব্যতিক্রমী বলে প্রমাণিত হল। বিশ্বের নানা প্রান্তের সিনেমা শিল্পীদের হাতে উঠল সেই বহু কাঙ্ক্ষিত সোনালি পুতুল। উদ্বাস্তু কাহিনির ভিত্তিতে গড়ে ওঠা ছবি ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’, সাতটি পুরস্কার জিতে নিয়েছে । এই সিনেমায় অভিনয়ের জন্যই সেরা অভিনেত্রী হয়েছেন মালয়েশিয়ান অভিনেত্রী মিশেল ইয়ো। আর ‘দ্য হোয়েল’ সিনেমার জন্য সেরা অভিনেতা হয়েছেন ব্রেন্ডন ফ্রেজার।
৯৫তম অ্যাকাডেমি পুরস্কারের মঞ্চে সেরা চমকটি ছিল ভারতের অস্কার জয়৷ অরিজিনাল সং বিভাগে অস্কার বিজয়ী হয়েছে RRR সিনেমার ‘নাটু নাটু’ গান। RRR-এর সঙ্গীত পরিচালনা করেছেন এমএম কিরাবাণী। এদিন অস্কারের মঞ্চে আনন্দে রাজমৌলীর জন্য দু-কলি গাইতেও দেখা গেছে তাঁকে। আর পশ্চিমী আঙিনাতেও যে ভারতীয় গান ‘নাটু নাটু’ এত ঝড় তুলে দিয়েছে, সেই গানের দুই গায়ক হলেন রাহুল সিপলগঞ্জ ও কলা ভৈরব।
প্রসঙ্গত, যাদেরকে টেক্কা দিয়ে সেরা মৌলিক গানের পুরস্কার ছিনিয়ে নিয়েছে ‘নাটু নাটু’, সেই তালিকাতে রয়েছে রিহানা, লেডি গাগাদের মতো তাবড় নামও। 'Natu Natu’ ছাড়াও সংশ্লিষ্ট বিভাগে মনোনীত হয়েছিল আরও ৪টি গান- ‘টেল ইট লাইক আ ওম্যান’-এর ‘অ্যাপ্লোয়েজ’ (ডায়েন ওয়ারেন), ‘টপ গান মাভেরিক’-এর ‘হোল্ড মাই হ্যান্ড’ (লেডি গাগা, ব্লাডপপ), ‘ব্ল্যাক প্যান্থার ওয়াকান্ডা ফরেভার’-এর ‘লিফ্ট মি আপ’ (টেমস, রিহানা) এবং ‘এভরিথিং এভরিহোয়্যার’ -এর ‘দিস ইজ আ লাইফ’। আর এদের সকলকে টেক্কা দিয়ে অস্কার মঞ্চে জয়জয়কার ভারতীয় সিনেমার গান ‘নাটু নাটু’র।
এর আগে সত্যজিৎ রায় থেকে শুরু করে এ আর রহমান, শেখর কাপুর, রাসুল পুকুট্টির মতো গণ্যমান্য ভারতীয়রা অস্কার পেয়েছেন। আমির খানের ছবি লগান সেরা ছবির মনোনয়ন পেয়েও অস্কার জিততে পারেনি। কিন্তু ভারতীয় তথ্যচিত্র The Elephant Whispers ছিনিয়ে এনেছে সেরা তথ্যচিত্রের জন্য অস্কার। প্রথম ভারতীয় ছবি হিসাবে অস্কার জিতে ইতিহাস সৃষ্টি করেছে কার্তিকীর এই তথ্যচিত্র। গোটা দেশের কাছে এ নিঃসন্দেহে এক গর্বের মুহূর্ত৷