গত ৩ বছর ধরে নানা বাধা অতিক্রম করার পর আবশেষে আসছে ‘তেজস’-- যেখানে কঙ্গনা রানাওয়াত-কে বায়ুসেনা বাহিনীর অফিসার তেজস গিলের চরিত্রে দেখা যাবে। তিনি আকাশে উড়বেন, দেশের হয়ে লড়াই করতে। ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল ২০২০ সালের ডিসেম্বর মাসে। প্রেসকে দেওয়া এক বিবৃতিতে কঙ্গনা নিজেই ঘোষণা করেছিলেন যে, তেজস মুক্তি পাবে ২০২০ সালের অগস্ট মাসে।কিন্তু কোভিড-এর বিপর্যয়ে কার্যত সবই স্তব্ধ হয়ে ছিল৷
খুশির খবর চলতি মাসেই অর্থাৎ অক্টোবরেই মুক্তি পেতে চলেছে কঙ্গনা রানাওয়াত অভিনীত তেজস। গতকাল প্রকাশ্যে এসেছে সিনেমার টিজার। পরিচালক সর্বেশ মেওয়ারা টিজারটি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে। নির্মাতারা আগেই নিশ্চিত করেছিলেন যে ছবিটি কোনও বায়োপিক নয়।
মুক্তির সঙ্গে সঙ্গেই ভাইরাল এর টিজার।আগাগোড়াই বেশ শিহরণ জাগিয়েছে টিজারটি। টিজারের শুরুতেই কঙ্গনার একটি সংলাপ শোনা যায়। তিনি বলেন, “সব কিছু আলোচনার মাধ্যমে ঘটতে হবে এমন নয়… যুদ্ধক্ষেত্রে এখন যুদ্ধই হওয়া উচিত… আমার দেশের সহ্যের সীমা পার হয়েছে, এবার আকাশ থেকে অগ্নি বর্ষণই হওয়া উচিত।” এই সংলাপের পরে, কঙ্গনা শক্তিশালী ভঙ্গিতে প্রবেশ করেন। টিজারটি শেয়ার করে কঙ্গনা লিখেছেন, “আমি দেশের প্রতি ভালোবাসায় উড়তেও প্রস্তুত।”
কঙ্গনা একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তেজস তৈরি হয়েছে দুর্দান্ত এক গল্প নিয়ে, যেখানে তাঁর সুযোগ হয়েছে বিমান বাহিনীর পাইলটের চরিত্রে অভিনয় করার। এমন একটি চলচ্চিত্রের অংশ হতে পেরে তিনি সম্মানিত। এই সিনেমা সমস্ত সাহসী পুরুষ ও মহিলাদের প্রতি উৎসর্গিত, যারা প্রতিদিন এই ইউনিফর্মে কর্তব্যের জন্য প্রচুর ত্যাগ স্বীকার করে চলেছেন। এই ছবি দেশের সশস্ত্র বাহিনী এবং সত্যিকারের নায়কদের সাহসিকতাকে উদযাপন করে৷কঙ্গনা আরও বলেছেন যে, প্রযোজক রনি স্ক্রুওয়ালা-র সঙ্গে এই জার্নিতে সামিল হতে পেরে তিনি যথেষ্ট উত্তেজিত।
টিজার প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে ঘোষণা করা হয়েছে ছবি মুক্তির তারিখও। টাইগার শ্রফের গণপথের সঙ্গে সংঘর্ষ এড়াতে তেজস-এর মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছে এক সপ্তাহের জন্য। বিকাশ বহেল পরিচালিত গণপত-এ প্রধান চরিত্রে অভিনয় করেছেন টাইগার শ্রফ, কৃতি শ্যানন এবং অমিতাভ বচ্চন।