সুশান্ত সিং রাজপুত। হিন্দি ছবির দুনিয়ায় এই একটা নাম যে বলিউডের গোটা নকশাই বদলে দেওয়ার ক্ষমতা রেখেছিল, তা প্রমাণ করে দেয় তাঁর অতর্কিত মৃত্যু।সেই অস্বাভাবিক মৃত্যুর পর প্রায় আট মাস কেটে গেলেও আজও মানুষের স্মৃতিতে উজ্জ্বল রয়েছেন সুশান্ত সিং রাজপুত। আত্মহত্যা না খুন সে প্রশ্নের উত্তর পেতে দিন রাত উদ্বিগ্ন থেকেছে মানুষ। উত্তর আজও মেলেনি কারণ তদন্ত অব্যহত রয়েছে।

এরই মাঝে অনুরাগীদের জন্য একটা ভালো খবর এসে পড়ল।সম্প্রতি সুশান্ত সিং রাজপুতের ৩৫ তম জন্মদিনে, দক্ষিণ দিল্লি পুরনিগমের পক্ষ থেকে ঘোষণা করা হল যে, অ্যানড্রুজ গঞ্জ অঞ্চলের একটি সড়ক প্রয়াত অভিনেতার স্মৃতিতে নামাঙ্কিত হবে। দক্ষিণ দিল্লির করপোরেশনের কংগ্রেস কাউন্সিলর অভিষেক দত্ত এ কথা জানানোর পর স্বভাবত অনুরাগীরা খুব খুশি। এই ঘটনার মধ্যে দিয়ে দিল্লি প্রশাসন সুশান্তকে অভিনব শ্রদ্ধার্ঘ্য জানাল, এমনটাই মনে করছেন তারা।

প্রসঙ্গত, ২০২০ সালের সেপ্টেম্বর মাসেই সুশান্তের নামে সড়কের নামকরণ করার প্রস্তাব রেখেছিলেন অভিষেক দত্ত। গতকাল, পুরনিগমের এক বৈঠকে সেই প্রস্তাব গৃহীত হয় এবং অ্যানড্রুজ গঞ্জ এলাকার সংশ্লিষ্ট সড়কের নাম দেওয়া হয়- ‘সুশান্ত সিং রাজপুত মার্গ’।

দক্ষিণ দিল্লির অ্যানড্রুজ গঞ্জের ৮ নং এলাকার বহু মানুষ, আদতে বিহারের বাসিন্দা। তাঁরাই সুশান্তের স্মৃতিতে এই রাস্তার নামকরণ করার দাবি তুলেছিলেন অভিনেতার মৃত্যুর পর থেকেই।। অ্যানড্রুজ গঞ্জ থেকে এই সড়ক সোজা চলে যায় ইন্দিরা ক্যাম্পাস অবধি। এখন ওই এলাকার ৮ নম্বর রাস্তার নাম বদলে দিয়ে সুশান্ত সিং রাজপুত মার্গ’ রাখা হয়েছে।

প্রসঙ্গত বলা দরকার, এর আগে বিহারেও প্রয়াত অভিনেতার নামে রাস্তার নামকরণ করা হয়েছে। ভূমিপুত্রের অকাল প্রয়াণ আসলে মেনে নিতে পারেননি কেউই। তাই তাঁকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে তাঁর স্মৃতিতেই বিহারের পুর্নিয়া জেলার একটি রাস্তা ও ক্রসিংয়ের নাম দেওয়া হয়। অন্যদিকে, বিহারের মধুবনী থেকে মাতা চৌক পর্যন্ত রাস্তার নামও দেওয়া হয়েছে ‘সুশান্ত সিং রাজপুত রোড’।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...