সম্প্রতি আনুষ্ঠানিক ভাবে লঞ্চ করা হল ‘হস্তিনাপুর’ ওয়েব-সিরিজের অফিসিয়াল ট্রেলার। সৌম্যজিৎ গাঙ্গোপাধ্যায় পরিচালিত এই ওয়েব সিরিজটি এখন Apex Prime OTT প্ল্যাটফর্মে স্ট্রিমিংয়ের অপেক্ষায় আছে বলে জানানো হয়েছে। পরিচালক নিজেই লিখেছেন এই ওয়েব-সিরিজের কাহিনি এবং চিত্রনাট্য। প্রোজেক্ট-হেড সৌমিতা দাস। চিত্রগ্রহণের দায়িত্বে ছিলেন এস এস মণ্ডল।

‘হস্তিনাপুর’ ওয়েব-সিরিজটি ক্ষমতার লড়াই এবং সম্পর্কের জটিলতায় সমৃদ্ধ বলে জানানো হয়েছে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে। আরও জানানো হয়েছে, একদল বন্ধু ব্ল্যাকমেইলের এক বিপজ্জনক খেলায় জড়িয়ে পড়বে এই কাহিনিতে। Varchaswaa Media Private Limited এই ওয়েব-সিরিজটি প্রযোজনা করেছে।

এই সিরিজটিতে ঋতুরাজ কে সিং, পারস মাদান, শিব রিন্দানি, শ্বেতা খান্দুরি এবং সাইনি দীক্ষিত অভিনয় করেছেন বিভিন্ন চরিত্রে। সেইসঙ্গে, রবি ভাটিয়া, আখতার সিদ্দিক, তেজদীপ গিল এবং রোহিত কেপি-কেও অভিনয় করতে দেখা যাবে এই ওয়েব-সিরিজে।

মুখ্য চরিত্র মিসেস সঙ্গীতা মিশ্র-র মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন শ্বেতা খান্দুরি। জনপ্রিয় অভিনেতা শিব রিন্দানি এই সিরিজে এক শক্তিশালী প্রতিপক্ষের চরিত্রে রূপদান করেছেন বলে জানানো হয়েছে। একজন বিশিষ্ট বিধায়কের ভাই এবং মাফিয়া ডনের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে তাঁকে।  দক্ষ অভিনেতাদের সঙ্গে কাজ করতে পেরে নিজের খুশি ব্যক্ত করেছেন সাইনি দীক্ষিত। এক অপরাধমূলক চক্রান্তে জড়িয়ে পড়ার পরও কীভাবে নিজেকে প্রোটেক্ট করবেন এবং প্রেমকে বাঁচিয়ে রাখবেন, তা-ই প্রতিফলিত হবে তাঁর চরিত্রটির মাধ্যমে।

আদিত্য নারায়ণের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে ঋতুরাজ কে সিং-কে। এই সিরিজে কাজ করতে পেরে নিজের ভালোলাগার কথা জানিয়েছেন ঋতুরাজ।   চেইন-স্মোকার গাট্টুর ভূমিকায় অভিনয় করে ভীষণ খুশি বলে জানিয়েছেন পারস মাদান। এমন একটি সুন্দর কাহিনিকে দর্শকদের উপহার দিতে রাজি হওয়ার জন্য Apex Prime OTT প্ল্যাটফর্ম কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন পারস। এই ওয়েব সিরিজে ইন্সপেক্টর শরৎ চৌধুরীর ভূমিকায় দেখা যাবে তেজদীপ গিল-কে এবং সন্তোষের চরিত্রে দেখা যাবে রোহিত কেপি-কে।

‘হস্তিনাপুর’-এর পুরো টিম শ্রোতাদের অ্যাপেক্স প্রাইম অ্যাপ ডাউনলোড করতে অনুরোধ করেছেন এবং এই ওয়েব-সিরিজটি উপভোগ করতে বলেছেন।  প্রসঙ্গত উল্লেখ্য, Apex Prime OTT একটি সাবস্ক্রিপশন-মুক্ত অ্যাপ বলে জানানো হয়েছে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে। আরও জানানো হয়েছে, এই ওটিটি প্ল্যাটফর্ম বিভিন্ন ওয়েব সিরিজ, শর্ট ফিল্ম এবং রিয়েলিটি শো প্রদর্শনের ব্যবস্থা রেখেছে। সেইসঙ্গে Apex Prime OTT প্ল্যাটফর্ম কর্তৃপক্ষ অঙ্গীকার করেছেন যে, কোনও সাহসী বা আপত্তিকর দৃশ্য বর্জিত ওয়েব-সিরিজ, শর্ট ফিলম এবং রিয়ালিটি শো-ই শুধু প্রদর্শিত হবে এই প্ল্যাটফর্মে। তাই পরিবারের সবাই একসঙ্গে বসে বিনোদন উপভোগ করতে পারবেন বলেও জানানো হয়েছে। ক্রাইম, সাসপেন্স,  ড্রামা, কমেডি সহ বিভিন্ন জেনারে মানসম্পন্ন কন্টেন্ট সমৃদ্ধ প্রোজেক্টগুলি সব বয়সের দর্শকদের আকর্ষণ করবে বলে-ই দাবী করা হয়েছে ওটিটি প্ল্যাটফর্ম-টির পক্ষ থেকে।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...