মাসিক ধর্ম অতি স্বাভাবিক এবং প্রাকৃতিক একটি বিষয়। সব মহিলাকেই এই পর্যায়টি অতিক্রম করতে হয়। কিন্তু স্বাধীনতার ৭৫ বছর পেরিয়ে, মেয়েদের প্রজনন স্বাস্থ্য ও ঋতুকালীন সংক্রমণের কারণে মৃত্যুর ঘটনা ঘটে। সময় হয়েছে Hygiene বিষয়ে সচেতন হওয়ার।

পরিসংখ্যান অনুযাযী আমাদের দেশ ভারতবর্ষের সবকটি রাজ্যের মধ্যে শুধুমাত্র ২টি রাজ্য, গুজরাত এবং মেঘালয়ে ৬৫ শতাংশ মহিলা পিরিয়ড প্রোডাক্টস ব্যবহার করেন। বাকি আর সব রাজ্যে এই সংখ্যা বেশ কম। আধুনিকতা এবং প্রচারের সবরকম বিকল্প থাকা সত্ত্বেও দেশের তিন চতুর্থের বেশি, প্রায় ৮২ শতাংশ মহিলাই স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করেন না এবং পিরিয়ড চলাকালীন সেই পুরোনো পদ্ধতি মেনে চলেন। এর প্রধান কারণ হল আজও অধিকাংশ নারী, এই বিষয়ে কথা বলা লজ্জাজনক বলে মনে করেন। এর ফলে সংক্রমণ হওয়ার ভয় যেমন থাকে তেমনি বন্ধ্যাত্ব এবং ক্যান্সারেরও ভয় থাকে। সেজন্য প্রযোজন Hygiene সম্পর্কে সচেতনতা, যাতে পিরিয়ড চলাকালীন স্যানিটারি প্রোডাক্টস ব্যবহার করে মহিলারা নিজেদের হাইজিন-এর বিষয়ে সচেতন থাকতে পারেন।

পরিসংখ্যান কী বলছে?

রাষ্ট্রীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা-র তথ্য অনুযাযী বিহারের মহিলাদের মধ্যে হাইজিন নিয়ে সচেতনতা সবথেকে কম। ওখানে মাত্র ৫৯ শতাংশ নারী, পিরিয়ডস-এর সময় সুরক্ষিত নিরাপদ উপায় অবলম্বন করেন। আজও সারা দেশে ১৫ থেকে ২৪ বছর বয়সি ৫০ শতাংশ মহিলা, ঋতুস্রাবের সময় কাপড় ব্যবহার করে থাকেন। জানলে আশ্চর্য হবেন যে প্রতিবছর সারাবিশ্বে, পিরিয়ড সংক্রান্ত গুরুতর সংক্রমণের কারণে লক্ষাধিক মহিলার মৃত্যু হয়। এই পরিসংখ্যান সত্যিই দুশ্চিন্তার।

সার্ভাইকাল ক্যান্সার হওয়ার কারণ

পিরিয়ডস চলাকালীন যখন মহিলারা অপরিচ্ছন্ন কাপড় ব্যবহার করে থাকেন তখন যোনিতে সংক্রমণ হওয়ার সম্ভাবনা খুব বেশি মাত্রায় বৃদ্ধি পায়। এর সঙ্গে সোজাসুজি সম্পর্ক রয়েছে সার্ভাইকাল ক্যান্সারের। ভারতে প্রতিবছর ইউটেরাস এবং সার্ভাইকাল ক্যান্সারে হাজারের বেশি মহিলার মৃত্যু হয়। গ্রামীণ মহিলাদের ক্ষেত্রে সংখ্যাটা সব থেকে বেশি। গ্রামের মহিলারা পিরিয়ড চলাকালীন বিন্দুমাত্র Hygiene-এর তোয়াক্কা করেন না। এই ক্ষেত্রে প্রজনন অঙ্গের ক্যান্সার হওয়ার প্রবণতা গ্রামের মহিলাদের মধ্যে বেশি থাকে এবং সার্ভিক্স-এর কোশগ্রন্থি সর্বাপেক্ষা প্রভাবিত হয়ে থাকে। সুতরাং পিরিয়ডস-এর সময় হাইজিনের খেয়াল রাখাটা কতটা আবশ্যক, এ বিষয়ে মহিলাদের মধ্যে সচেতনতা বাড়ানো অত্যন্ত জরুরি।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...