ক্যান্সার নাকি উদ্বেগজনক হারে বাড়ছে ভারতে। ক্যান্সারের কারণে প্রতিদিন অনেক লোকও নাকি মারা যাচ্ছেন। আইসিএমআর আগামী পাঁচ বছরের মধ্যে ভারতের ক্যান্সারের ক্ষেত্রে ১২% বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে। যার অর্থ হল, এই বিষয়ে সঠিকভাবে পদক্ষেপ নেওয়া না হলে, আগামী দিনে আমাদের দেশের মানুষের উদ্বেগ আরও বাড়বে।

ভারতে কেন ক্যান্সারের প্রকোপ বাড়ছে?

পুরুষদের ক্ষেত্রে সর্বাধিক ৫-টি সাধারণ ক্যান্সার হল-ফুসফুস, মুখ, প্রোস্টেট, জিহ্বা, এবং পাকস্থলি।   এগুলি দেখা যায় ৩৬% ক্ষেত্রে। মহিলাদের ক্ষেত্রে বেশি দেখা যায় স্তন, জরায়ু, ডিম্বাশয়, কর্পাস জরায়ু এবং ফুসফুস-এর ক্যান্সার। এগুলি দেখা যায় ৫৩% ক্ষেত্রে।

ভারতে ক্যান্সারের প্রধান কারণ হল তামাক, সুপারি, পান, ভাইরাল সংক্রমণ, বায়ু দূষণ, ধুলোবালি এবং অ্যালকোহল সেবন। এর অর্থ হল যে, ভারতীয়দের অনিয়ন্ত্রিত জীবনধারাই মূলত  ক্যান্সারের ক্রমবর্ধমান প্রকোপ-এর জন্য দায়ী। প্রকৃতপক্ষে,  ভারতে সমস্ত ক্যান্সারের ক্ষেত্রে ৩০%-এর জন্য দায়ী তামাক (সমস্ত ধরণের অর্থাৎ চিবানো, ধূমপান এবং প্যাসিভ ধূমপান)।

ভারতে ক্যান্সারের জন্য মৃত্যুহার কেন বাড়ছে?

ক্যান্সার, যেমনটি আমরা জানি, তার ৪টি পর্যায় রয়েছে- সি-টু, প্রাথমিক পর্যায়, লোকোরিজিওনাল এবং ডিসট্যান্স মেটাস্টেসিস। ভারতে, ৭০% ক্যান্সারের ক্ষেত্রে শেষ দুটি পর্যায়ে সনাক্ত করা হয়। এর ২টি প্রভাব রয়েছে: মৃত্যুর উচ্চ হার (যেহেতু পরবর্তী পর্যায়ে চিকিৎসা কম কার্যকর হয়) এবং শেষ দুটি পর্যায়ে চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল হয় (প্রায় ৩ গুণের মত)।

প্রাথমিক সনাক্তকরণের কারণে সুস্থ হয়ে বেঁচে থাকার হার নাটকীয় ভাবে উন্নত হচ্ছে। চতুর্থ পর্যায় রোগ শনাক্তকরণের পরে বেঁচে থাকার হার অনেক কম, ১৪% এর মত কিন্তু প্রথম পর্যায়ে রোগ শনাক্তকরণের পর ৫ বছর পর্যন্ত বেঁচে থাকার হার অনেক বেশি, ৯০%-এর মত।

দেরিতে রোগ শনাক্তকরণের বিষয়ে বিভিন্ন কারণকে এর জন্য দায়ী করা যেতে পারে। ক্যান্সারের বিষয়ে চারদিকে কুসংস্কারের কারণে নিয়মিত স্ক্রিনিংয়ের অভাব (এর ফলে রোগটিকে লুকিয়ে রাখা হয়)। সবকিছু অসহনীয় হয়ে যাওয়ার পরেই রোগীদের চিকিৎসকের কাছে যাওয়ার সাধারণ এক ধরনের মানসিকতা কাজ করে এবং কাছাকাছি ক্যান্সার চিকিৎসার কেন্দ্রগুলিতে গুণমান সম্পন্ন চিকিৎসার সুযোগের অভাব।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...