শান্তিতে বিশ্রাম যাপনের অন্যতম স্থান নিজের বাড়ি। তাই বাড়ির অন্দরমহলকে পরিচ্ছন্ন এবং সুন্দর রূপ দিতে চান সবাই। আর এই Interior Decoration -এর Beautification-এর অন্যতম মাধ্যম কার্পেট। আধুনিক জীবনযাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে এবং শৌখিন মানুষের রুচি এবং পছন্দের কথা ভেবে Carpet নির্মাতারাও তাই কার্পেটকে করে তুলেছেন আরও আকর্ষণীয়।

ডিজাইন, রং এবং বুননেও রকমফের রয়েছে কার্পেটের। কোন কার্পেট ঘরের সৌন্দর্য বাড়াবে এবং গুণমানেও ভালো হবে, তা জেনে নেওয়া জরুরি। কারণ, উপযুক্ত গুণমানের কার্পেট না চিনে কিনলে ঠকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আসলে অনেক কার্পেট দেখতে সুন্দর হলেও, কিছুদিনের মধ্যেঞ্জতার রং নষ্ট হয়ে যায় এবং ছিঁড়তে থাকে বিভিন্ন জায়গায়। অতএব, কার্পেট কিনুন দেখেশুনে।

কার্পেটের রোঁয়া

কার্পেটের ওপরের ছোটো ছোটো সুতো বা রোঁয়া খুবই গুরুত্বপূর্ণ। কারণ, এর উপর নির্ভর করে কার্পেটের আয়ু, সৌন্দর্য এবং আরাম। তাই দেখে নিতে হবে কি ধরনের মেটেরিয়াল দিয়ে তৈরি করা হয়েছে কার্পেটের রোঁয়া। নাইলন, পলিয়েস্টার, পলিপ্রোপিলিন, কটন প্রভৃতি দিয়ে তৈরি করা হয় এই রোঁয়া। তবে কটন এবং নাইলনের মিশ্রণে তৈরি রোঁয়া বা সুতোই বেশি টেকসই এবং আরামদায়ক হয়।

কার্পেটের ঘনত্ব

কার্পেটের রোঁয়ার বুনন কতটা ঘন তা দেখে নেওয়া জরুরি। কারণ, রোঁয়ার বুননে যতটা ঘনত্ব থাকবে, কার্পেটের সৌন্দর্য, আয়ু এবং আরাম ততই বাড়বে। ভালো ব্র্যান্ড-এর কার্পেটের বুননে ঘনত্ব বেশি থাকে, তাই মোলায়েম হয়। সারাদিনের ক্লান্তি দূর করার জন্য পা দুটো যখন আরাম খোঁজে, তখন বেশি ঘনত্বের রোঁয়াওয়ালা Carpet -ই চাই পায়ের নীচে।

কার্পেটের গদি

রোঁয়ার নীচের অংশে থাকে কার্পেটের গদি। এই গদি মোটা হওয়া জরুরি। বিশেষ করে শীতকালে ঘরের মেঝে থেকে ওঠা ঠান্ডা রোধ করার জন্য, পুরু গদিওয়ালা কার্পেট ব্যবহার করা উচিত। তাছাড়া, নীচ থেকে যাতে কার্পেট তাড়াতাড়ি ক্ষয় না হয়ে যায়, তারজন্যও ভালো গদিযুক্ত কার্পেট কেনা দরকার। অন্তত ড্রইংরুম-এর জন্য পুরু গদির কার্পেট নির্বাচন করুন।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...