বাড়ি-গাড়ির চিন্তা এখন অনেকটাই ব্যাকডেটেড। আগে হলে চোখে পড়ত দৈনিক খবরের কাগজে চোখ রেখে নতুন নতুন জমি, বাড়ির সন্ধানে অথবা গাড়ির বাজারে নতুন কী এল তার খবর রাখতেই মানুষ বেশি ব্যস্ত।

এখন ধারণাটা ধীরে ধীরে বদলাচ্ছে। বাজার ক্যাপচার করছে হালকা ওজনের ছেটোখাটো ইলেকট্রনিকস গুড্-স এর পপুলারিটি এবং চাহিদা। মানুষের পছন্দ বদলাচ্ছে, লাইফস্টাইলেরও আমূল পরিবর্তন ঘটছে। আগে এত কিছুর প্রয়োজন ছিল না। বাড়ি ভর্তি লোকজনের আনাগোনা, বড়ো পরিবার কোনও মানুষকে একাকিত্ববোধের আঁচটুকুও গায়ে লাগতে দিত না। আর এখন সবই প্রায় নিউক্লিয়ার ফ্যামিলি। সকলেই লাইফটাকে নিজের মতো করে এনজয় করতে চায়। বাড়ির বড়োরা নিজেদের কাজে ব্যস্ত। যে-কাজ আগে বাড়িতে বসেই করে নেওয়া যেত, আজকের যুগে সময়ের অভাবে গাড়িতে, বাসে বসেই অনেক দায়িত্বপূর্ণ কাজ করে ফেলতে হয়। সুতরাং ছোটোদের কোয়ালিটি সময় দেওয়া তাদের পক্ষে সম্ভব হয় না। তাদের সময় কাটাবার জন্য তাই হাতে তুলে দেওয়া হয় নতুন নতুন গ্যাজেট, যেগুলি ব্যাটারি অথবা ইলেকট্রিকে অপারেট করা যায় এবং এগুলি ব্যবহার করতে গেলে অপরের সাহায্যেরও কোনও প্রয়োজন পড়ে না। বাচ্চা থেকে বুড়ো, সকলেই অনায়াসে এগুলির ব্যবহার করতে পারেন।

গ্যাজেটে বাচ্চাদের হাতেখড়ি বলা যায় প্রথম ভিডিও গেমস্ দিয়ে। টিভি অথবা কম্পিউটার মনিটরের পর্দায় চোখ রেখে সারাদিন ধরে ভিডিও গেমস্ খেলতে বাচ্চাদের কখনওই ক্লান্ত হতে দেখা যায় না। বড়োদের লাইফস্টাইলেও এখন হালকা ওজনের গ্যাজেট ভীষণভাবে ইন কারণ তা ক্যারি করার সুবিধা রয়েছে।

বাজারে কাস্টমার নিড-এর উপর বেস করে পৃথিবীর বড়ো বড়ো কোম্পানিগুলো ঝাঁপিয়ে পড়ছে চাহিদার জোগান দিতে। কোম্পানিগুলির মধ্যে অ্যাপল, স্যামসাং, সোনি, মাইক্রো ম্যাক্স, এইচপি, লেনোভো, ডেল ইত্যাদি অবশ্যই উল্লেখযোগ্য।

মোবাইল এবং ল্যাপটপ, ট্যাব এখন সকলের হাতে হাতে।এগুলি ছাড়া আধুনিকতার দরজায় পৌঁছোনো যেন একপ্রকার অসম্ভব। কানে হয় গান বাজছে নয়তো সময়ে অসময়ে দরকারি কাজ টুক করে সেরে ফেলতে মোবাইল-ই এখন মাধ্যম। তাই এই সব গ্যাজেটস্-এ যত নতুন নতুন ফিচার দেওয়া হচ্ছে, ততই তার চাহিদা এবং দাম বাড়ছে।  এদেশের মধ্যবিত্তদের কথা মাথায় রেখেই বহু ফিচার দেওয়া সত্ত্বেও পকেট ফ্রেন্ডলি দাম রাখার চেষ্টা করে কোম্পানিগুলি বাজারে মোবাইলের রকমফের নিয়ে আসছে।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...