মেয়েদের আয়ু ছেলেদের থেকে বেশি– কথাতেই বলে। বহু সমীক্ষাতেই পাওয়া গেছে স্বামীর থেকে স্ত্রী বেশিদিন বাঁচেন। অর্থাৎ জীবন কাটাতে পেনশনের উপর নির্ভর করা। অনেক সময় জীবনসঙ্গীর সঙ্গে কাটানো সময়কাল থেকে পেনশন নির্ভর জীবন দীর্ঘতর হয়। সুতরাং বিশেষ করে যারা চাকরি করেন না তাদের উচিত স্বামীর রিটায়ারমেন্ট প্ল্যান সম্পর্কে পুরোটা জেনে রাখা। যদি রিটায়ারমেন্ট প্ল্যান না-ও থেকে থাকে, তাহলেও উচিত সময় থাকতে প্রয়োজনীয় প্ল্যান করে নেওয়া।
যদি আপনার স্বামী বেতনভোগী কর্মচারী হন তাহলে সকলের মতোই ওনারও ইপিএফ অ্যাকাউন্ট (এমপ্লইজ প্রভিডেন্ট ফান্ড) থাকা উচিত। কিন্তু যদি উনি ভেবে থাকেন যে ইপিএফ, ওনার রিটায়ারমেন্টের পরের সমস্ত প্রয়োজন মেটাবার জন্য যথেষ্ট - তাহলে বলতে হবে নতুন করে আবার ওঁর ফিন্যান্স প্লান করা দরকার।
ইপিএফ, এমনকী পিপিএফ (পাবলিক প্রভিডেন্ট ফান্ড) যেটি শতকরা ১০০ শতাংশ ট্যাক্স ফ্রি, কিন্তু, ক্রমাগত বাড়তে থাকা জিনিসপত্রের দামের প্রভাব কম করতে এগুলি তেমন কোনও সহায়তা করে না। এগুলি থেকে যা রিটার্ন পাওয়া যায় সেটি ইনফ্লেশন রেটের অনুপাতে অনেকটাই কম। তবে এই খাতে জমা টাকা সুরক্ষিত, এই বিষয়ে কোনও দ্বিমত নেই।
এখন ইনফ্লেশন রেট প্রায় শতকরা ৫-৬-এর আশেপাশে। সেখানে ফিক্সড ইনকাম বিনিয়োগ থেকে পাওয়া রিটার্ন শতকরা ৭-এর কাছাকাছি। ডেট অ্যাসেট অর্থাৎ ঋণ আধারিত স্কিম আপনার সঞ্চয়কে সুরক্ষিত রাখার মাধ্যম। যদি আপনার লক্ষ্য থাকে অল্প অথবা মাঝারি সময়কাল পুরো করা, তাহলে এগুলিতে বিনিয়োগ করতে পারেন।
আরও ভালো বিকল্প
কারও লক্ষ্য যদি থাকে লং টার্মের জন্য বিনিয়োগ করা, তাদের জন্য সবথেকে ভালো হল ইকুয়িটিতে বিনিয়োগ করা। অনেকেরই ধারণা যে, বিনিয়োগ থেকে যে-রিটার্ন আসবে সেটা ইনফ্লেশন রেট-এর থেকে অন্তত ৩-৪ শতাংশ বেশি হওয়া উচিত। রিটার্ন থেকে পাওয়া ছোটো ডিফারেন্সও ম্যাচিওরিটি থেকে পাওয়া অর্থের উপর বড়োসড়ো প্রভাব ফেলে। লং টার্মের জন্য প্রপার্টির উপর বিনিয়োগ-ও যথেষ্ট বুদ্ধিমানের কাজ। সমীক্ষা বলছে লং টার্মের জন্য ইকুয়িটিতে বিনিয়োগ করা অন্যান্য মাধ্যমের চেয়ে ভালো৷ মানে সোনা, ডেট ফান্ড অথবা রিয়েল এস্টেট-এর তুলনায় অনেক বেশি লাভদায়ক। লক্ষ্য করলে দেখা যাবে গত ১০-১৫-২০ বছরে সেনসেক্স-এর সংযোজিত বার্ষিক রিটার্ন ক্রমশ ১৭, ১২ এবং ১১.২৩ শতকরা হয়েছে এবং রিটায়ারমেন্টের লক্ষ্যও সাধারণত এতটাই দীর্ঘ হয়। সুতরাং এই ক্ষেত্রে ইকুয়িটি, সুরক্ষিত এবং ভালো বিকল্প সন্দেহ নেই।