তিন মাস হতে চলল আরুশির বিয়ের। বিয়ে নিয়ে অনেক স্বপ্ন ছিল ওর মনে। আরুশি আর সিদ্ধার্থর বিয়েটা সম্বন্ধ করেই। আরুশি বরাবরই বিয়েটা নিয়ে খুব ফ্যানটাসাইজ করত। কিন্তু বিয়ের পর কার্যক্ষেত্রে স্বামীর সঙ্গে শারীরিক সম্পর্ক গঠনের সময় একটা বড়োসড়ো ধাক্কা খেল সে। কল্পনায় সিদ্ধার্থকে যতটা রোমান্টিক ভেবেছিল সে বাস্তবে ততটা আদৌ নয়। এটা যখন বুঝল আরুশি, মানসিক ভাবে বড়ো ধাক্কা খেল সে। বিবাহিত সম্পর্কের ভিতটাই টলমল হয়ে উঠল। সুতরাং এটাই মনে রাখতে হবে যে, একটা সম্পর্ক টিকিয়ে রাখতে হলে সেক্স ফ্যান্টাসির সঙ্গে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে সম্পর্কটির মূল্যায়ন করা দরকার।
একঘেয়েমি যখন যৌন প্রক্রিয়াতেও আসে, তখন একজন সঙ্গী সেখান থেকেও বেরিয়ে আসার বিকল্প রাস্তা খোঁজে। এই কারণে স্বামী-স্ত্রীর মধ্যেও দূরত্ব বাড়তে শুরু করে কিছুদিন পর থেকেই। দূরত্বের কারণ যাই হোক না কেন, এর মৌলিক ভিত্তি সম্ভবত সেই একঘেয়েমি। এই দূরত্ব বৃদ্ধি পায় এবং শেষ পর্যন্ত পরিণতি বিবাহবিচ্ছেদে গিয়ে দাঁড়ায়। এটা সত্য যে বিবাহবিচ্ছেদের সংখ্যা দিন দিন অবিশ্বাস্য ভাবে বাড়ছে। কেন বেডরুমে এই একঘেয়েমি আসে এবং এই একঘেয়েমি এড়ানোর বিকল্প কী ?
একঘেয়েমি এড়ানোর উপায়
লুইস এ ওয়ার্ডসওয়ার্থের জনপ্রিয় বই ‘এ টেস্ট বুক অন সেক্সোলজি'তে বলা হয়েছে, ‘বেডরুমের একঘেয়েমি এড়ানোর জন্য দম্পতিদের ক্রমাগত নতুন ভাবে যৌন প্রক্রিয়া গ্রহণ করা উচিত। নতুন নতুন পোজের পরীক্ষানিরীক্ষার মানসিকতা থাকা উচিত। কখনও কখনও জায়গা পরিবর্তন করে কিছুদিন হিল স্টেশনে কাটিয়ে আসাটাও একটি ভালো বিকল্প।'
লুইস আরও লিখেছেন, ‘কিছুদিন পর তাদের মধ্যেও পৌনঃপুনিকতা বা একঘেয়েমি দেখা দেয়। ফলত দম্পতি আবার যৌন প্রক্রিয়ার থেকে বেরিয়ে আসার একটি বিকল্প উপায় খুঁজে বার করার চেষ্টা করে। বর্তমানে নতুন একটি নাম বেশ জনপ্রিয় হয়ে উঠছে এবং তা হল সেক্স ফ্যান্টাসি, যা পশ্চিমি দেশগুলোর তরুণদের মধ্যে খুবই জনপ্রিয় হয়ে উঠছে। অনেকেই আছে যারা বিশ্বাস করে যে এটি সঠিক। তবে এমন লোকও রয়েছে যারা এটি ভুল প্রমাণ করতেই উদ্যত।’