বিয়ের সমস্ত প্রস্তুতি শেষ, কিন্তু হঠাৎই দেখা গেল বিয়ের মণ্ডপটি ঝড়বৃষ্টির দাপটে ভেঙে পড়ে আছে। মনে হল, বিয়ের অনুষ্ঠান সেদিনের জন্য বোধহয় বন্ধ হতে চলেছে! কিন্তু আসরটিকে আবার সাজিয়ে তোলা যায়, কোনওভাবে অতিরিক্ত খরচ না করে। আর তা সম্ভব কেবলমাত্র যদি এই বিয়ের আসরের ইনশিয়োরেন্স থাকে।

আর সেইজন্যই ওয়েডিং ইনশিয়োরেন্স হল অর্থনৈতিক ভরসার থেকেও আরও বেশি কিছু, যা জীবনের একটা উৎসবের বিশিষ্ট দিনে দুর্যোগের সময়ও মুখে হাসি ফোটাবে।

একটা ওয়েডিং ইনশিয়োরেন্স বিভিন্ন দিকগুলো কভার করে, যার অন্তর্ভূক্ত বিয়ের অনুষ্ঠান স্থগিত হওয়া, চুরি, মূল্যবান জিনিসপত্রের ক্ষয়ক্ষতি (যার মধ্যে পড়ে যানবাহন, জুয়েলারি এবং সম্পত্তি), দুর্ঘটনা কিংবা মৃত্যু। এছাড়াও, কোনও তৃতীয় ব্যক্তির শারীরিকভাবে আঘাত পেলে বা অসুস্থতার ক্ষেত্রে কিংবা তাঁর সম্পত্তির কোনও ক্ষতি হলে আইনি ব্যবস্থায় সুরক্ষা প্রদান করে।

তবে অপরাধ, সিদ্ধান্তের পরিবর্তন, জরিমানা, বাজে হুমকিজনিত ক্ষতির থেকে সুরক্ষা প্রদান করে না। সেইসঙ্গে অবহেলার কারণে সম্পত্তির অস্থায়ী ক্ষয়ক্ষতি, জনগণের দায়দায়িত্ব, অনুষ্ঠানের অতিথিদের দ্বারা সম্পত্তির অস্থায়ী দখল এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে ব্যক্তিগত দুর্ঘটনা প্রভৃতি এই ইনশিয়োরেন্স-এর আওতায় পড়ে না।

বেশির ভাগ ওয়েডিং ইনশিয়োরেন্স সম্পর্কিত উৎপাদনগুলি কভার প্রদান করে সমগ্র বিবাহের স্থান থেকে শুরু করে গয়নাগাঁটি এবং উপহার (যেমন মূল্যবান পাথর বা পণ্যদ্রব্য যা আত্মীয়দের দেওয়া কিংবা শ্বশুরবাড়ির দেওয়া) সবকিছুই রয়েছে। আপনাকে শুধু প্রমাণ স্বরূপ দেখাতে হবে বিল বা ভ্যালুয়েশন সার্টিফিকেটগুলি, যে-সমস্ত জিনিসের জন্যে আপনি দাবি করবেন। পলিসিটি সুনিশ্চিত করে যে-কোনও কিছুর অর্থনৈতিক মূল্য, তা সে বরবধূ হোক এবং তাদের পরিবারের সদস্য।

তবে কোনও স্বনামধন্য ইনশিয়োরার-এর কাছে ওয়েডিং ইনশিয়োরেন্স করুন। যাদের রয়েছে বেটার সার্ভিসিং এবং দাবির মিমাংসা করার ভালো রেকর্ড। একটা সস্তার পলিসি কখনও সেরা পলিসি হতে নাও পারে। বিনিয়োগ করার সময় বিনিয়োগকারী যেন সঠিক পলিসিটিতে বিনিয়োগ করেন, যা দেয় সঠিক নিরাপত্তা এবং যার জন্যে প্রয়োজন পর্যাপ্ত কভারের সুবিধা বিবাহের খরচপত্তরে।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...