ময়দানের সবাই তোমাকে চেনে। তোমার কত টপ টপ লেভেলে যোগাযোগ। কত রিপোর্টার বন্ধু।
পারবে না তুমি আমাকে চান্স করে দিতে? বলো সুকান্তদা বলো, পারবে না? তোমাকে পারতেই
হবে। আমার জন্য তোমাকে পারতেই হবে সুকান্তদা।”

অর্ক আরও কিছু বলতে যাচ্ছিল, সহসা চুপ করে যায়। অসহায় ভাবে ভাবলেশহীন ফ্যাল ফ্যাল
করে তাকিয়ে থাকে সুকান্তদার চোখের দিকে। সুকান্ত লক্ষ্য করল, অর্কর দু'চোখের কোণে দু' মুক্তদানা। দেখে জেদ চেপে গেল তার।

বলল, “কাঁদিস না রাসকেল। চোখের জল ফেলে চ্যালেঞ্জ জেতা যায় না। বুক চিতিয়ে উঠে
দাঁড়া। কাল থেকে তোর অন্যরূপ দেখতে চাই আমি। তোকে এ ডিভিশনে খেলাবই আমি।
বাকিটা তোর। ডবল সেঞ্চুরি তোকে করতেই হবে। কিন্তু তার আগে বল, তুই বেঁটে বলে তোর
নিজের কোনও কমপ্লেক্স নেই তো?”

‘একটুও না। অর্কর কণ্ঠস্বরে যেন আর্মিতে ট্রেনিংয়ে আসা যুবকের মতো দৃপ্ত দ্যোতনা লক্ষ্য
করল ওর সুকান্তদা।

সে বলল, “সাবাশ! বেঁটে, কালো, মোটা এসব নিয়ে কমপ্লেক্সে ভোগে কাপুরুষেরা। কাপুরুষ
কখনও যুদ্ধে জয়ী হতে পারে না। যুদ্ধ জয়ের জন্য তাই বীরপুরুষকে জন্ম নিতে হয়। জন্মেই তো কেউ বীরপুরুষ হয় না। তিল তিল করে নিজেকে বীরপুরুষ তৈরি করে নিতে হয়। তোর
ভেতরে আগুন আছে। আলো আছে। হীরকদ্যুতি আছে। ভাবিস না। নিজের ভিতরে যে-শক্তি
আছে সেই শক্তিকে চিনে নিতে শেখ। যে-সুচন্দ্রা তোকে প্রেমে শর্ত দিয়েছে, নো ডাউট, সে
মেয়ের ম্যাচুরিটি স্কুল লেভেলের। দেখবি, তোর ভিতরের আগুন যখন বাইরে আলো হয়ে ঠিকরে
বেরোবে— ওই মেয়েই পতঙ্গের মতো এসে ঝাঁপিয়ে পড়বে।

সুকান্ত অর্কর চেয়ে প্রায় দশ বছরের বড়ো হবে। বছর বত্রিশ তেত্রিশ হবে। খুব ভালো ক্লাব
সংগঠক। পদকজয়ী সাঁতারু। সেই সুবাদে একটা বড়ো কর্পোরেট হাউসের পিআরও। চৌকশ। কম বয়সিদের সঙ্গে মেশে। একটু গার্জেন গার্জেন ভাব আছে। ভালোবাসাও আছে। মানে অর্কর
সুকান্তদা ভালোবাসতে জানে। দরদি মন আছে। চেনা-অচেনা সব মানুষের বিপদে ধূমকেতুর
মতো উদয় হয় সুকান্ত। খুব বেপরোয়া। একরোখা মানুষ। অন্যায় একেবারেই বরদাস্ত করে না।
তাই সবাই ওর সুকান্তদাকে সমঝে চলে। তা বলে সুকান্ত মস্তানি করে না। ধীর গম্ভীর গলায়
এমন যুক্তি দিয়ে বলবে, তাতেই বাজিমাত হয়ে যায়।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...