ভারতের পশ্চিম মুলুকে মহারাষ্ট্র। সনাতনী ঐতিহ্য, পুরাতত্ত্ব, রাজকাহিনি, সহ্যাদ্রি পর্বত, আরবসাগর, প্রস্রবন, হ্রদ, সৈকত, দুর্গ, জঙ্গল, মন্দির, গুহাকন্দর– বিপুলা মহারাষ্ট্রে রয়েছে সবই।

বিগত বছর দশেক মুম্বইয়ে থাকার সুবাদে প্রায়শই মুম্বই মহানগরতলির কাছেপিঠে অজস্র অবসরের তথা পর্যটকপ্রিয় স্থানগুলিতে চলে যেতাম সপ্তাহান্তিক ছুটিছাটায়। আবার মাঝে মাঝেই চলে আসতাম আরবসাগরের একেবারে কাছের সৈকতগুলিতে ভালোবাসা বিনিময় করতে। লক্ষ্মণের গণ্ডি মুছে কেবল বেরিয়ে পড়তে হবে। এবারের গন্তব্য হোক মুম্বইয়ের প্রায় নাগালেই আলিবাগ সৈকত ও আলিবাগের নিকটবর্তী আরও কিছু অসাধারণ সৈকত।

আলিবাগ সৈকত

আলিবাগ সৈকতে এসে ঢেউয়ের সঙ্গে ভাব জমিয়ে গল্প করি।  লবণাক্ত জল ধীর লয়ে এগিয়ে এসে পায়ের পাতা ভিজিয়ে ফিরে যায়। দূরত্ব তো আর তেমন বেশি কিছু নয়। মুম্বই থেকে গাড়ি ভাড়া করেই চলে আসা যায় দক্ষিণ মুম্বই থেকে মাত্র শ-খানেক কিলোমিটার দূরে অলিবাগ সৈকতে। রায়গড় জেলার ছোট্ট সৈকতশহর আলিবাগ। ঐতিহাসিক শহরও। মায়াময় সাগরবেলার ঈষৎ শক্ত বালির জমিতে পরতে পরতে আরবসাগরের অন্তরঙ্গতা কখনও আবার জোয়ার-ভাটার খেলা।

অর্ধচন্দ্রাকারে বাঁক খেলে গেছে সৈকতরেখায়।  বালিয়াড়ির বুকে ঝুঁকে আসা পাম ও নারকেলবীথির সারি ও তার নিরন্তর ছায়া। সৈকতভূমির অদূরেই ঢেউয়ের ছলাৎছলের ছিটে নিয়ে সাগরজলে ঠায় দাঁড়িয়ে আছে ইতিহাস নিংড়ানো কোলাবা দুর্গ। মুম্বইকর ও পুণেকরদের উইক এন্ড গেটঅ্যাওয়ে আলিবাগ সৈকতের অন্যতম আকর্ষণও হল, মারাঠা বীর শিবাজিরাজ ভোঁসলে নির্মিত এই কোলাবা দুর্গটি। বহু ইতিহাসের সাক্ষর নিয়ে কোলাবা দুর্গটি অটুট আছে আজও।

আলিবাগ বেলাভূমি থেকে প্রায় কিলোমিটার খানেক দূরে সমুদ্রের মাঝে এই কোলাবা দুর্গ। ১৬৫২ সালে ব্রিটিশ ও পর্তুগিজ নৗসেনাদের উপর নজরদারি জারি রাখতে ও জলদস্যুদের আক্রমণ প্রতিহত করার জন্য, ছত্রপতি শিবাজি দুর্গটি নির্মাণ করেন। শিবাজি মহারাজের নৗসেনা-প্রধান সরখেল কানহোজি আংরে ছিলেন স্থানীয় রামনাথ গ্রামের বাসিন্দা। অতি বিশ্বস্ত ও দুর্গের দায়িত্বভারপ্রাপ্ত কানহোজি আংরে, যথেষ্ট সাহসিকতার সঙ্গে প্রভূত দায়িত্ব পালন করেছিলেন। প্রসঙ্গত, কানহোজি নিজের নামে সেইসময় কিছু রৗপ্যমুদ্রার প্রচলন করেন। লোকমুখে উচ্চারিত ‘আলিবাগ রুপাইয়া’ তখন সেই অঞ্চলে কিছুকাল পর্যন্ত হিসেবনিকেশে ব্যবহূত হতো।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...