গরমে ফ্যাশনের দিকে যেমন নজর দিয়ে থাকি আমরা তেমনি অসহ্য গরমে কীভাবে একটু হলেও আরাম পাওয়া যায়, সেই পরিত্রাণের উপায় কম বেশি সবাই খুঁজি।কারণ যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে ফ্যাশনের বিকল্প নেই। আর গরম মানেই মাথাতে যে নামটা প্রথমে আসে সেটা হল ক্যাজুয়াল। যুগের সাথে তাল মিলিয়ে তাই ছেলে মেয়ে উভয়েই পরতে ভালোবাসে ক্যাজুয়াল পোশাক।

এ কথা অস্বীকার করে লাভ নেই যে, আমাদের জীবনের একটা খুব বড়ো অংশ জুড়ে থাকে কাজের জায়গা, অর্থাৎ অফিস। আলমারিতে পার্টি বা অনুষ্ঠানে যাওয়ার উপযোগী পোশাক যেমন থাকা দরকার, তেমনই মাঝে মধ্যেই অফিসের পোশাকের জন্যও শপিং করা উচিত।

গরমের দিনে অফিসে সুতির পোশাক পরে যাওয়াই সবচেয়ে ভালো, কিন্তু শীতকালে সিল্ক পরতে পারেন। যাই পরুন না কেন, অফিসে যাওয়ার জামাকাপড় যেন পরিষ্কার করে ইস্তিরি করা হয়, সেটা দেখবেন। কুঁচকে, দুমড়ে থাকা পোশাক দেখতে খারাপ লাগে।

পছন্দের পোশাকের তালিকাতে এখন মেয়েরা কুর্তিকে প্রাধান্য দিয়ে থাকে।  এই কুর্তি একদিকে যেমন দেশীয় ঐতিহ্য প্রকাশ করে, তেমনি অনেক ফ্যাশনেবল দেখতে লাগে।কুর্তি ভয়েল, সুতি যেকোন কাপড়েরই হতে পারে। অফিসে বা যেকোন কাজের জায়গাতে মেয়েরা আজকাল কুর্তি পরেই আরাম অনুভব করে।কর্পোরেট অফিসে বা যে সব ক্ষেত্রে ড্রেস কোড আছে, সেখানে এমন কিছু পরবেন না যা শরীরের অনেকটা অনাবৃত রাখে।যে সব অফিসে ভারতীয় পোশাক পরাই দস্তুর, সেখানে সালোয়ার কামিজ় বা শাড়িই আপনার একমাত্র অপশন। খুব ডিপ স্লিভলেস বা কাটের ব্লাউজ় পরবেন না। শাড়ির আঁচল প্লিট করে গুছিয়ে কাঁধের উপর তুলে রাখুন।

গরমের জামাকাপড়ের বাছার আগে সবার আগে নজর রাখুন ফেব্রিকের উপর৷ সুতির পোশাকই হোক গরমের পোশাকের প্রথম পছন্দ৷ দিন হোক বা রাত, গরম থেকে বাঁচতে সুতি কাপড়ের তৈরি পোশাক কিন্তু একদিকে যেমন ফ্যাশনেবল, তেমনই আরামদায়কও৷পোশাকের রং হিসেবে গরমে বাছুন হালকা রং৷ সাদা এ ব্যাপারে একদম পারফেক্ট৷ চলতে পারে হালকা গোলাপি, হলুদ, কিংবা সবুজ রং৷ দিনের বেলা উজ্জ্বল রং না বাছাই ভাল৷ গরমকালে জমকালো রং একটু এড়িয়ে চলাই উচিত।

টাইট পোশাকের পরিবর্তে পরুন ঢিলেঢালা পোশাক৷ রোদে বেরনোর সময় ফুলহাতা পোশাক পরুন৷ ব্যবহার করতে পারেন টুপি কিংবা বান্ডানা৷ অফিসে যাওয়ার সময় ব্যাগে অতিরিক্ত জামা ক্যারি করুন৷ রোদে ঘামে ভিজে যাওয়া জামার পরিবর্তে অফিসে ঢুকে জামা পাল্টে নিন। সেই সঙ্গে প্রতিদিন ব্যবহার করুন হালকা কোনও সুগন্ধি। বিশেষ করে যাঁরা খুব ঘামেন, তাঁরা সব সময় সঙ্গে একটি সুগন্ধি রাখতে পারলে ভালো হয়।

আরো গল্প পড়তে ক্লিক করুন...