রং আমাদের চিন্তা-ভাবনা, বোধ-বুদ্ধিকে বিকশিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আকর্ষণীয় এবং সহজে দৃষ্টি আকর্ষণ করার ক্ষমতা রাখে  রং-এর বাহার। শুধু তাই নয়, রং আমাদের এনার্জি লেভেলকেও বাড়িয়ে তুলতে সাহায্য করে। সঠিক অনুপাতে যদি রঙের ব্যবহার করা হয় তাহলে বিশেষ কিছু রং এবং তাদের মিশ্রণ মুহূর্তে ঝিমিয়ে পড়া পরিবেশে প্রাণের স্পর্শ এনে দিতে পারে।

আলাদা আলাদা সাজাবার জিনিস যেমন পেন্টিং, ল্যাম্প, ফুলদানি, ওয়ালপেপার, গাছ, ফুল, লাইট, শিল্পকলা, মূর্তি, ফার্নিচার ব্যবহার করে বিভিন্ন রং-এর সমাবেশ করা যায়। এগুলোর সঙ্গেই সাজাবার জিনিসপত্র যেমন, মোমবাতি থেকে শুরু করে সফ্ট ফার্নিশিং যেমন পরদা, ড্রেপ, কুশন, টিউব পিলো, বেড ও বাথরুম লিনেন, ডাইনিং টেবিল সেট, ম্যাট, রানার ইত্যাদির রং, ঘরের সৌন্দর্য বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।

রান্নাঘরে কিচেন ওয়্যার যেমন ক্রকারি, বেক অ্যান্ড সার্ভ ওয়্যার, ট্রে ইত্যাদি ব্যবহারের ক্ষেত্রেও বিভিন্ন রং মিলিয়ে মিশিয়ে ঘরের সৌন্দর্য বাড়িয়ে তোলাই যায়। ট্রেন্ডি শেড্‌স, প্যাটার্ন এবং প্রিন্ট-এর সমন্বয়ে তৈরি ফ্যাব্রিক ব্যবহার করে বাড়ির সৌন্দর্য-কে সম্পূর্ণ করে তুলতে পারেন।

অনেক সময় রং বাছতে গিয়ে কনফিউশন তৈরি হতে পারে। সেক্ষেত্রে রং বাছার দায়িত্বে প্রফেশনাল হায়ার করাও যেতে পারে।

এক্সপার্ট-ই বলে দিতে পারবেন গৃহকর্তার জন্য কোন কোন রং উপযুক্ত এবং বাড়ির সকলের ব্যক্তিত্ব ফুটিয়ে তুলতে সেই রং কতটা সাহায্য করতে পারে।

লাল রং

গতিশীলতা, উৎসাহ এবং দৃঢ় সংকল্পের রং হল লাল। আবার স্বেচ্ছাচারিতা, ক্রোধ সংবরণ করতে না পেরে মুহূর্তে ক্রোধিত হয়ে ওঠারও প্রতীক হল লাল রং। লাল রং এতটাই ডায়নামিক যে, এই রং যারা পছন্দ করে তারাও ততটাই উৎসাহী এবং বর্হিমুখী স্বভাবের এবং একই সঙ্গে আত্মবিশ্বাসে ভরপুর।

নীল রং

এই রং বিশ্বাস, নিষ্ঠা, সুব্যবস্থা, শান্তি এবং ধৈর্যের প্রতীক। যারা এই রং পছন্দ করে তারা সাধারণত দয়ালু, আশাবাদী এবং অনুমান করার ক্ষমতা রাখে। তাছাড়াও এরা কাউকে দোষী সাব্যস্ত করলে সহজে তাকে ক্ষমা করতে পারে না এবং ব্যক্তিগত ভাবে তারা খুব একাকী হয়।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...