আপনার কি নিজের সোশ্যাল মিডিয়া বা ওয়েব প্ল্যাটফর্মের পাসওয়ার্ড মনে রাখতে অসুবিধা হয়? শপিং সাইট কিংবা নানা ইন্টারনেট পরিষেবার আলাদা আলাদা পাসওয়ার্ড মনে রাখতে হিমশিম খান? সমাধান এখন আপনার হাতের মুঠোয়। নিরাপত্তার কারণেই আমরা আলাদা আলাদা পাসওয়ার্ড দিয়ে থাকি। কিন্তু ভুলে গেলেই হয় সমস্যা। এবার সেই সমস্যা মিটবে একটি অ্যাপ-এর সাহায্যে।

আপনার ফোনে ডাউনলোড করে নিন লাস্টপাস অ্যাপ। আপনার সমস্ত পাসওয়ার্ড মনে রাখার দায়িত্ব নেবে এই লাস্টপাস অ্যাপ। আপনাকে শুধু মনে রাখতে হবে লাস্টপাস মাস্টার পাসওয়ার্ড। বাকি সবকটা ভুলে গেলেও চলবে।

চিন্তার কারণ নেই

পুরোনো মোবাইল ফোন ফ্যাক্টরি রিসেট করার পরও তা থেকে তথ্য উদ্ধার করা সম্ভব।মোবাইল ফোন থেকে তথ্য মুছে ফেলার উপায় সম্পর্কে গবেষকেরা জানিয়েছেন, ফ্যাক্টরি রিসেট করেও মোবাইল ফোনের তথ্য পুরোপুরি মুছে ফেলা সম্ভব হয় না। এজন্য পুরোনো মোবাইল ধ্বংস করে ফেলা ছাড়া তথ্য সুরক্ষা করা সম্ভব নয়৷ তাহলে উপায়?

চিন্তার কারণ নেই, এই পাসওয়ার্ড ম্যানেজার ও পাসওয়ার্ড জেনারেটর অ্যাপটি, আপনার সমস্ত পাসওয়ার্ড ও গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখবে। লাস্টপাস ভল্ট-এ সংরক্ষিত থাকবে বিভিন্ন পাসওয়ার্ড ও ইউজার আইডি। পাসওয়ার্ড জেনারেটরের সাহায্যে প্রয়োজনমতো পাসওয়ার্ড তৈরিও করে দেবে এই অ্যাপ, যার সাহায্যে আপনার সমস্ত রেকর্ড সার্চ করতে পারবেন এর নোটস সেকশনে গিয়ে৷

ফোন, কম্পিউটার বা ল্যাপটপ যে-কোনও ডিভাইস-এই ব্যবহার করা যায় এই অ্যাপ। এই অ্যাপ ফোনে থাকলে আপনি যখনই কোনও সাইট-এ অ্যাকউন্ট তৈরি করবেন, তখন তার ইউজার আইডি এবং পাসওয়ার্ড, অটোমেটিক্যালি সেভড হয়ে যাবে এই অ্যাপ-এ। চাইলে নিজের ডেবিট ও ক্রেডিট কার্ডের নম্বরও নিশ্চিন্তে রাখতে পারেন লাস্টপাস-এর ভল্টে। নিরাপত্তার জন্য রয়েছে ফিংগার প্রিন্ট লকের সুবিধা। মোবাইল ব্যবহার করার সময় কয়েকটি বিশেষ সতর্কতা নিশ্চিতভাবে অবলম্বন করুন৷

স্ক্রিন লক ব্যবহার করুন
প্রতিটি অ্যান্ড্রয়েড ফোনে নিরাপত্তা হিসেবে স্ক্রিন লক করার সুবিধা রয়েছে। পিন, পাসওয়ার্ড কিংবা প্যাটার্ন লক পদ্ধতির মাধ্যমে আপনার ফোনটিকে লক করে রাখতে পারেন। অ্যান্ড্রয়েডের সিকিউরিটি সেটিংসে গিয়ে লক সক্রিয় করা যায়। স্বয়ংক্রিয় বা নির্দিষ্ট সময় অন্তর লক করা বিষয়টিও সেট করা যায়।

ডিভাইস এনক্রিপ্ট করুন
আপনার ফোনের সব ডেটা এনক্রিপ্ট করার সুবিধা দেয় অ্যান্ড্রয়েড। অ্যান্ড্রয়েডের সিকিউরিটি সেটিংস থেকে ডেটা এনক্রিপ্ট করা যায়। এতে মোবাইল বা ট্যাব প্রতিবার চালু করার সময় ডেটা বা তথ্যে ঢুকতে আলাদা করে পাসওয়ার্ড ও পিন দেওয়ার প্রয়োজন পড়ে। এনক্রিপশন করা থাকলে ফোন যদি দুর্বৃত্তের হাতে পড়ে এবং একবার বন্ধ করে তা আবার চালু করে তবে পিন বা পাসওয়ার্ড ছাড়া তথ্য চুরি করতে পারবে না।তবে ডেটা এনক্রিপশন করলে ফোনের গতি কিছুটা কমে যেতে পারে।

আরো গল্প পড়তে ক্লিক করুন...