দোরগোড়ায় দাঁড়িয়ে বৈশাখ দিন গুনছে গ্রীষ্মের আগমনের। পয়লা বৈশাখের জন্য অধীর আগ্রহে অপেক্ষা সকলের। নতুন বছরকে মনে-প্রাণে অভ্যর্থনা জানাতে যেমন মন তৎপর হয়ে রয়েছে, তেমনি মনের মধ্যে তোলপাড় চলছে নতুন বছরের শুরুতে কী করে নিজেকে সাজিয়ে তুলে সকলকে তাক লাগানো যাবে?

পয়লা বৈশাখ বলতে শাড়ির কথাই মনে পড়ে। শাড়িতে নারী সবসময়ই অপরূপা। এটা বিয়ের মরশুমও। তাই বোশেখী সকালে কিম্বা সন্ধেয় নিজেকে সাজিয়ে তুলতে, সাজসজ্জার অপরিহার্য অঙ্গ হিসেবে শাড়িই বাছুন।

বাজারে বহু ধরনের শাড়ি রয়েছে। ভারতবর্ষ এক বিশাল দেশ। এই দেশের প্রতিটি রাজ্যের আলাদা আলাদা শিল্পসম্ভার রয়েছে। সেইমতো শাড়ির সম্ভারও কিছু কম নয়। তবে আসন্ন গরমকালের কথা মাথায় রেখেই এরই মধ্যে থেকে বেছে নেওয়া জরুরি গরমের উপযুক্ত শাড়ি। তবে পয়লা তারিখটার কথা শুধু মাথায় রাখলে চলবে না, কারণ কাটাতে হবে সারা গরমকাল। আর গরমের জন্য সুতির শাড়ির থেকে ভালো আর কী হতে পারে। সুতির শাড়ি বলতে প্রথমেই বলতে হয় ভয়েল, লিনেন এবং বাংলার তাঁতের সম্ভারের কথা। গোটা মহারাষ্ট্র, গুজরাত এবং তামিলনাড়ু থেকে সমস্ত রাজ্যে ভয়েল সাপ্লাই হয়। ভয়েলের উপর ব্লক প্রিন্ট-এর চাহিদা গরমে তুঙ্গে থাকে। এই শাড়ি যেমন নরম, তেমনি গরমে আরামদায়ক। নানা ধরনের প্রিন্টেড ভয়েল অনায়াসেই বাজারে পাওয়া যায়। এগুলির দামও সাধারণ মানুষের আয়ত্তের মধ্যে।

লিনেন শাড়ি এখন ফ্যাশনে খুব ইন। এই হালকা শাড়িগুলি পরে যেমন আরাম, তেমনই গরমের সাজ হিসেবে বেশ স্মার্টও। বিভিন্ন রঙে এগুলো পাওয়া যায়, তবে হালকা রঙের লিনেন শাড়ি খরিদ্দারদের পছন্দের হট্ লিস্টে। এছাড়াও জরির কাজের সঙ্গে পাটোলা ডিজাইনের লিনেন এই বছর সকলের পছন্দের তালিকায় রয়েছে।

পশ্চিমবাংলার তাঁতের শাড়ি (টাঙ্গাইল, ধনেখালি, শান্তিপুরি) সবসময়ই পছন্দের লিস্টে থাকছেই। আজও এই তাঁতের শাড়ির গ্ল্যামার অনস্বীকার্য। তাঁতিরাও সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন ধরনের ডিজাইনের বুননে সমৃদ্ধ করছেন নিজেদের সৃষ্টিকে। এছাড়াও তাঁতের শাড়ির উপর হ্যান্ডপেন্টিং এবং ব্লকপ্রিন্টিংও পছন্দ করছেন অনেকেই। গরমের দুপুরে হালকা রঙের হালকা কাজের তাঁত থেকে শুরু করে গ্রীষ্মরাতে সুতির শাড়ির উপরেই জরির ফুল তোলা ভারী কাজের টাঙ্গাইল অনায়াসেই সকলের মন জয় করতে পারবে। ঢাকাই জামদানি কাজের ঠাস বুননের শাড়িও রাখা যেতে পারে যে-কোনও অফিশিয়াল অথবা ঘরোয়া অনুষ্ঠানে পরার জন্য। মেখলা স্টাইলের হাফ অ্যান্ড হাফ শাড়ি এখন ফ্যাশনে ইন। এছাড়াও কুঁচি এবং সারা বডিতে আলাদা ডিজাইনের (পটলিপাল্লু) কাজ করা শাড়ির ফ্যাশন এখন শাড়ির বাজার মাতিয়ে রেখেছে।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...