সুন্দর,মসৃণ, স্বাস্থ্যোজ্জ্বল ফর্সা ত্বক , সকলেই পেতে চাই। কোনও অনুষ্ঠানের আগে তো বিশেষ করে, রাতারাতি গ্ল্যামারাস হয়ে ওঠার ইচ্ছে পেয়ে বসে।কিন্তু এটা বুঝতে হবে রীতীরীতি এরকম মিরাকল সম্ভব নয়। ত্বক সুন্দর হয় নিয়মিত যত্নে। সেই কারণেই ত্বককে আরও সুন্দর, উজ্জ্বল মোহময়ী করে তোলার জন্য সারা বছর ধরে প্রাকৃতিক উপাদান ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ।
অতিরিক্ত সূর্যের আলোর সংস্পর্শে থাকলে ত্বকের মেলানিন কালচে হয়ে যায়। তাই ত্বককে বাইরের দূষণ ও সূর্যের রশ্মি থেকে বাঁচাতে দৈনন্দিন যত্ন নেওয়া উচিত। পার্লারে গিয়ে ট্রিটমেন্ট করালে তা সময় ও খরচা দুটিই বাড়ে এবং এখন তো যুক্ত হয়েছে সংক্রমণের ভয়। ঘরে থাকা কয়েকটি জিনিসের মাধ্যমেই নিজের ত্বককে বাড়ি বসে সহজেই সুন্দর করে তুলতে পারবেন।বস্তুত রান্নাঘরে কাজ করতে করতেও, সেখানকার কোনও উপাদান দিয়েই চট করে দিনের শুরু কিংবা দিনের শেষে ত্বকের যত্ন সেরে নিতে পারবেন।
মুস্কিল আসান করতে পাতিলেবু
উপকরণ– পাতিলেবু : একটি, মধু : দু চামচ
কীভাবে ব্যবহার করবেন?
একটি পাতিলেবু নিন।সেটিকে কেটে লেবু থেকে সমস্ত রস বের করে নিন।
সেখান থেকে দু চামচ লেবুর রস এক চামচ জলে মেশান।এবার এই মিশ্রণটি ত্বকের দাগ ছোপ যুক্ত জায়গায় লাগান।লেবুর রস মধুর সাথে সমপরিমাণে মিলিয়েও মুখে লাগাতে পারেন।
এটি ত্বক থেকে যাবতীয় নোংরা এবং রোদের পোড়া দাগ তুলতে সাহায্য করবে।মিশ্রণটি মুখে লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করে তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন।তবে এই মিশ্রণটি মুখে লাগানোর আগে অবশ্যই কানের পিছনে কিংবা গলায় লাগিয়ে দেখে নেবেন।
কীভাবে এটি ত্বকের যত্ন নিতে সাহায্য করে?
লেবুর মধ্যে থাকা ভিটামিন সি ত্বকের যে-কোনও দাগ ছোপ-কে পরিষ্কার করে ত্বককে স্বচ্ছ করে তোলে এবং ত্বকের শুষ্কতা কাটিয়ে তাকে আরও উজ্জ্বল করে তোলে। লেবুর মধ্যে থাকা ব্লিচিং উপাদান,যা ত্বককে ভেতর থেকে দাগ ছোপহীন করে তোলে। এছাড়াও রোদে পোড়া দাগও সহজেই হালকা করে। ত্বক যখনই উজ্জ্বল এবং স্বাস্থ্যোজ্জ্বল হয়ে উঠবে, তখনই আপনাকে ফর্সা দেখাবে।
উপকরণ– কাঁচা হলুদ বা হলুদ গুঁড়ো : এক চামচ , লেবুর রস : ২ চামচ
কীভাবে ব্যবহার করবেন?
কাঁচা হলুদ বেটে নিন কিংবা হলুদগুঁড়ো এক চামচ নিন।এবার তার সাথে দু চামচ লেবুর রস মিশিয়ে দিন।লেবুর রস এবং হলুদ গুঁড়ো ভালো করে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন।
এবার মিশ্রণটি মুখে ভালো করে লাগিয়ে নিন। মূলতঃ সেই সমস্ত জায়গায়, সূর্যের তাপে যা কালচে হয়ে গিয়েছে। সেই জায়গাগুলিতে ভালো করে লাগিয়ে নিন।এরপর ১৫ মিনিট মিশ্রণটি মুখে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে হালকা গরম জল দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নিন।এই প্যাকটি ব্যবহার করলে তফাতটা নিজেই বুঝতে পারবেন।
কীভাবে এটি ত্বকের যত্ন নিতে সাহায্য করে?
হলুদের মধ্যে থাকা উপাদান ত্বকে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং আন্টি ইনফ্ল্যামেটরি হিসেবে কাজ করে, যা ত্বককে সমস্ত রকম জীবাণু থেকে রক্ষা করে। এছাড়াও হলুদের মধ্যে থাকা উপাদান ত্বককে দ্রুত প্রক্রিয়ায় ফর্সা করে তোলে। এটি ত্বককে ভেতর থেকে পরিষ্কার করে। এছাড়া ত্বক থেকে বার্ধক্যের ছাপ সরিয়ে দিয়ে ত্বককে সবসময় টান টান এবং উজ্জ্বল রাখতে সহায়তা করে। হলুদ মুখে লাগানোর পাশাপাশি দৈনন্দিন খালি পেটে এক টুকরো করে খাওয়া গেলে তা শরীরকে ভিতর থেকে পরিশুদ্ধ করে।