আয়নায় যে-প্রতিবিম্বটি প্রতিফলিত হয়, সেটাকে কোনও ভাবেই অসুন্দর দেখতে আমরা প্রস্তুত নই। তাই মুখের সামান্য দাগ ছোপও অসহনীয় হয়ে ওঠে। নিজেকে ফ্ল-লেস বিউটি হিসাবে প্রেজেন্ট করতে তাই আমাদের চেষ্টার ত্রুটি থাকে না। সাজগোজের শুরুতেই সবচেয়ে বড়ো ভূমিকাটি পালন করে মেক-আপ বেস। সেই জন্য এটিকে স্কিনের ব্যাকড্রপও বলা হয়ে থাকে। সঠিক মেক-আপ বেস বাছতে পারলে সুন্দর মেক-আপ করা যায় এই প্যাচপ্যাচে গ্রীষ্মেও।

সাধারণ ভাবে স্কিনটোন অনুযায়ী মেক-আপ বেস বাছাই করতে হয়। কিন্তু অনেকেই জানেন না সঠিক বাছাইয়ের পদ্ধতি।

বেস ফর ড্রাই স্কিন

আপনার স্কিন যদি শুষ্ক ধরনের হয়, তাহলে আপনার টিন্টেড ময়েশ্চারাইজার, ক্রিম বেসড্ ফাউন্ডেশন-ই বেছে নেওয়া উচিত।

টিন্টেড ময়েশ্চারাইজার

যদি আপনার মুখের ত্বকে দাগ ছোপ কম থাকে, তাহলে আপনি অনায়াসে টিন্টেড ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন। এটা লাগানোও খুব সহজ। হাতের তালুতে খানিকটা ময়েশ্চারাইজার নিয়ে আঙুল দিয়ে সমস্ত মুখে কয়েকটা বিন্দু বসিয়ে দিন এই মেক-আপ বেস-এর। তারপর মুখে সমানভাবে মেখে নিন। এই ময়েশ্চারাইজার সান প্রোটেকশন ফ্যাক্টর-যুক্তও হয়ে থাকে যা গরম কালের জন্য আদর্শ। এটা মুখের ত্বককে গরম হাওয়া অর্থাৎ লু-এর ক্ষতিকর প্রভাব থেকেও সুরক্ষা দেয়। ত্বকের আর্দ্রতা বাইরে বেরোতে দেয় না।

ক্রিম বেসড্ ফাউন্ডেশন

অতিরিক্ত শুষ্ক ত্বকের মধ্যে এমনিতেই লাবণ্যের অভাব থাকে। গ্রীষ্মে এই ত্বক আরও প্রাণহীন হয়ে ওঠে। তাই এই ধরনের ত্বক যাদের, তারা ক্রিম বেস্ড ফাউন্ডেশন-ই বেছে নিন। এটা লাগানোর ফলে ত্বক প্রয়োজনীয় ময়েশ্চারও পেয়ে যায়। এটি ব্যবহার করার সঠিক পদ্ধতিটা শুধু জানা দরকার। এই মেক-আপ বেস লাগাতে হয় স্প্যাচুলার সাহায্যে। সামান্য মেক-আপ স্প্যাচুলা করে গালে লাগিয়ে, স্পঞ্জ বা ব্রাশের সাহায্যে মুখে সমানভাবে চারিয়ে নিন। এটা সেট করার জন্য মুখে কম্প্যাক্ট বুলিয়ে নিন। এর ফলে মেক-আপ দীর্ঘক্ষণ সতেজ থাকবে।

সুফলে

এটা খুব লাইট মেক-আপ বেস। মুখের ত্বক উজ্জ্বল দেখানোর জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। স্প্যাচুলার সাহায্যে অল্প সুফলে হাতের তালুতে নিন। এবার ব্রাশ বা স্পঞ্জের সাহায্যে মুখে সমান ভাবে বুলিয়ে নিন।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...