আমার বয়স ২৩ বছর। একটি ছেলের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে। আমি ছেলেটিকে খুব পছন্দ করি কিন্তু ছেলেটির একটা স্বভাব আমি কিছুতেই মন থেকে মানতে পারছি না। সারাদিনে আমি কী করছি না করছি ও সবকিছু আমার কাছ থেকে জানতে চায়। নয় আমাকে ফোন করে অথবা যখন-তখন টেক্সট করে। সেই সময় আমি কোথায় কার সঙ্গে রয়েছি এবং সেখানে কী করছি সব জোর করে জানতে চায়। এমনকী মাঝেমধ্যে বোনের সঙ্গে অথবা বন্ধুদের সঙ্গে শপিং-এ গেলেও খেয়াল করেছি আড়াল থেকে ও আমার উপর লক্ষ্য রাখছে। প্রথম প্রথম ভালোই লাগত কারণ মনে হতো ও আমাকে এতটাই ভালোবাসে যে, সবসময় আমার খেয়াল রাখছে। কিন্তু এখন মনে হচ্ছে আমার স্বাধীনতা বিঘ্নিত হচ্ছে, ও সারাক্ষণ আমার গতিবিধির উপর নজর রাখার চেষ্টা করছে। এই নিয়ে আমাদের মধ্যে প্রচুর অশান্তি হয়েছে। ওকে বললেই, ও জবাব দেয় ওর আমার উপর নজর রাখাটা, ওর আমার প্রতি ভালোবাসারাই প্রমাণ। কিন্তু আমি ওর সঙ্গে একমত নই। দয়া করে জানান আমি এই পরিস্থিতিতে কী করব?

 

সন্দেহ কখনও ভালোবাসার প্রমাণ হতে পারে না। সত্যিই যদি কেউ কাউকে ভালোবাসে তাহলে একে অপরের প্রতি বিশ্বাস স্বতঃস্ফূর্ত ভাবে চলে আসে। মন থেকে চায় নিজের ভালোবাসার মানুষটি যেন ভালো থাকে এবং সুখী হতে পারে। আমার মনে হয় আপনার ছেলে বন্ধুটি নিজেই নিজের উপর বিশ্বাস রাখতে পারছে না। তাই সবসময় আপনাকে সন্দেহ করছে যে ওকে ছেড়ে আপনি অপর কোনও পুরুষসঙ্গী খুঁজে নেবেন। এমনও হতে পারে ছোটো থেকেই ছেলেটি কারও কাছ থেকে ভালোবাসা পায়নি। তাই নিজেকে ইনফিরিয়র এবং ইনসিকিওর মনে করে।আপনি ওর স্বভাব এবং ব্যবহার নিয়ে সোজাসুজি ওর সঙ্গে আলোচনা করুন। বলুন ও যদি আপনাকে বিশ্বাস করতে না পারে তাহলে আপনাদের আলাদা হয়ে যাওয়াই বাঞ্ছনীয়। ও যদি নিজেকে বদলাতে প্রস্তুত থাকে তাহলে ওকে আর একটা সুযোগ দিন। এটা কখনওই কাম্য নয় যে, কোনও ব্যক্তি নিজের পছন্দ করা রাস্তায় অপরকে বাধ্য করবে চলতে এবং তার মনের শান্তি ব্যহত করবে। সুতরাং সময় থাকতে সাবধান হন।

 

আরো গল্প পড়তে ক্লিক করুন...