আমার বয়স ১৬ বছর এবং আমার বয়ফ্রেন্ডের বয়স ১৭। ও সবসময় ওর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করার জন্য, আমাকে চাপ দিতে থাকে। আমি আপত্তি জানালে ও বলে যে আর কয়েক বছর পরেই আমরা বিয়ে করে নেব। বিয়ে করার জন্য প্রাপ্তবয়স্ক হওয়াটা জরুরি ওর জন্য। সব কিছুর পরেও যখন যৌন সম্পর্ক গড়তে আমি রাজি হইনি, ও নিজের হাতে আমার নাম ট্যাটু করে নিয়েছে আমাকে এটা বোঝাবার জন্য যে, ও সবসময় আমার হয়েই থাকবে। আমি খুব কনফিউজড। আমার কি ওর কথায় রাজি হওয়া উচিত?
আপনারা এখনও নাবালক। এই বয়সে যৌন সম্পর্ক স্থাপন করা একেবারেই অনুচিত। আপনার সামনে এখনও সারাটা জীবন পড়ে আছে। আপনি কি মনে করেন, হাতে একটা ট্যাটু করানো মানে যৌন সম্পর্ক গড়ার লাইসেন্স পেয়ে যাওয়া? ট্যাটু-টা মুছে ফেলতে বা ট্যাটুর নামটা বদলে ফেলতে কয়েক মিনিট মাত্র সময় লাগবে। আপনার প্রশ্নের উত্তরে শুধু এইটুকু বলতে পারি, যৌন সম্পর্ক গড়াটা সম্পূর্ণ আপনার ডিসিশন। বিয়ের আগে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ার বিপদ তো আছেই যেমন গর্ভসঞ্চার, সংক্রমণ এবং অবশ্যই ছেলেটির বিট্রেয়াল। যে-কোনও সময় ছেলেটি আপনাকে ছেড়ে অন্য কাউকে বেছে নিতেই পারে।
আপনি যদি নিজেকে প্রস্তুত রেখেই এই বিপদের ঝুঁকি নিতে চান তাহলে কিছু বলার নেই। কিন্তু সাধারণত একবার যদি মেয়েরা ছেলেদের দাবির সামনে মাথা নত করে, তাহলে ছেলেরা বারবার শরীরীসুখ পেতে চায় এবং আশ মিটে গেলে আকর্ষণ হারিয়ে ফেলে। কারণ ‘উদ্দেশ্য’ যতক্ষণ অধরা, ততক্ষণই পুরুষ তার পিছনে দৌড়োয়। লক্ষ্য যদি সহজেই হাতে এসে ধরা দেয়, তাহলে তার উপর আর কোনও আকর্ষণ থাকে না। ছেলেটি যদি আপনাকে ছেড়ে চলে যায় তাহলে আপনি নিজেকে চিটেড মনে করবেন আর মনে হবে নিজের কাজ উদ্ধার করতে ছেলেটি আপনাকে ব্যবহার করেছে মাত্র। খুব ভেবেচিন্তে আপনাকে এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। আপনার উচিত এখন পড়াশোনায় মন দেওয়া। একবার কেরিয়ার গড়ে নিয়ে এ ব্যাপারে চিন্তা করবেন।