ডেইলি ওয়্যার বা অফিস ওয়্যার যেমনই পরুন না কেন, পার্টি বা অন্য অনুষ্ঠানের জন্য চাই স্পেশাল কিছু। আর এই ধরনের কেনাকাটাগুলো, সাধারণত উৎসবের মরশুমেই হয়ে থাকে। আজকাল ব্রোকেড শাড়ি বেশ জনপ্রিয় হয়েছে। বিশেষ করে ইয়ং জেনারেশন বেশ পছন্দ করছে এই ধরনের শাড়ি। এর রয়্যাল লুক, পার্টি বা বিবাহ অনুষ্ঠানের জন্য আইডিয়াল। কাজেই উৎসবে কেনা হলেও, মূল উদ্দেশ্যটা হল বছরভর নানা অনুষ্ঠানে পরা। নিউলি ওয়েডদের জন্য তাই এই ব্রোকেড এখন মাস্ট বাই হয়ে উঠেছে। মুঘল আমলে উৎকর্ষতা লাভ করেছিল এই সব শাড়ি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ঘুরে ফিরে আসে ফ্যাশন ট্রেন্ডস, তাই আবারও ব্রোকেড কালস্রোতে ফিরে, উঠেছে চাহিদার তুঙ্গে।আজকাল পার্টিওয়্যার হিসাবে অনেকেই ব্রোকেড খুব পছন্দ করছেন। একটু অর্নামেন্টাল শাড়ি, কম বয়সি কন্যাদের মধ্যে বেশ জনপ্রিয় হয়েছে। দীপাবলির রাতে নিমন্ত্রণ রক্ষা করতে গেলে পরতে পারেন।
সুন্দর পাড়- আঁচলই এই শাড়ির আকর্ষণ
শাড়ির সৌন্দর্যের অনেকটাই নির্ভর করে এর পাড় আর আঁচলের উপর। ব্রোকেড শাড়ি সেই দুটি শর্তই পূরণ করে। শাড়িগুলির বর্ণাঢ্যতা এর আঁচলের নকশায় আর পাড়ের বৈচিত্র্যে। আজকাল প্রফেশনালসরা Brocade শাড়িকে আরও সুন্দর করার দায়িত্ব নিয়েছেন। ফলে এই শাড়ির কোয়ালিটি, ডিউরেবিলিটি, ফাস্ট কালার, প্রভৃতি ফ্যাক্টরকে এখন অনেক গুরুত্ব দেওয়া হচ্ছে। এছাড়া, শেড্স এর ভ্যারিয়েশন, শাড়ির টেক্সচার ও থিকনেস প্রভৃতিকেও আরও উন্নত করা হচ্ছে। নকশার বৈচিত্র্য আনা হয়েছে বর্ডারেও। সব মিলিয়ে Brocade আবার Fashion-এ ইন
Georgette silk ফ্যাব্রিক
বয়ন শিল্পীরা সিল্ক ব্রোকেডের জন্য লুম তৈরি করেন। এতে প্রচুর কালারফুল থ্রেড ব্যবহার হচ্ছে। ফলে শুধু বিয়ের অনুষ্ঠানেই নয়, বছরভর নানা অকেশনের জন্য উপযুক্ত হয়ে উঠছে শাড়িগুলি।
Georgette silk Brocade শাড়িগুলি, smoothness, softness ও shiny look-এর জন্যই এত জনপ্রিয়তা লাভ করেছে। উজ্জ্বল কালার কম্বিনেশনও এর অন্যতম সম্পদ।
মনে রাখুন
যখনই ব্রোকেড পরবেন :
- আঁচল খুলে রাখুন ও হাতের উপর ক্যারি করুন
- বর্ডার যেন স্ট্রেট থাকে, এর ফলে খুব ডিগনিফায়েড লাগবে
- ব্রোকেড ব্লাউজই বেছে নিন। একান্তই ব্রোকেডের ব্লাউজ না পছন্দ হলে, নেট বা জর্জেটের ব্লাউজ পরতে পারেন
- শাড়ি পরা হয়ে গেলে অবশ্যই খোলা হাওয়ায় ঘাম শুকিয়ে তবেই আলমারিতে তুলবেন
অন্য Outfit
শাড়ি ছাড়াও ব্রোকেড দিয়ে এখন ব্লাউজ, লং জ্যাকেট, সালওয়ার সুট বা লহঙ্গা চোলিও তৈরি হচ্ছে। এর ডিউরেবিলিটিই এই ধরনের পোশাককে জনপ্রিয় করেছে। কাঞ্চিপুরম বা ভাগলপুরির মতো সেনসিটিভ নয় এই ফ্যাব্রিক। ফলে এগুলি ব্যবহারে অতিরিক্ত সতর্কতার প্রয়োজন নেই। ব্রোকেডের জুতো, ব্যাগ, ওয়াল হ্যাঙ্গিং, অ্যাক্সেসরিজও এখন পাওয়া যায়। নিজের পছন্দমতো শুধু বেছে নেওয়ার ভার আপনার।