অবশেষে নেটফ্লিক্স প্রকাশ্যে নিয়ে এল ‘চাকদা এক্সপ্রেস’-এর টিজার। সেখানে ভারতীয় ক্রিকেট টিমের জার্সিতে বঙ্গতনয়া ঝুলনের ভূমিকায় দেখা গেল বিরাট-ঘরণি অনুষ্কা শর্মা-কে।

Anushka Sharma যে পর্দায় মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামীর  ভূমিকায় অভিনয় করবেন, তা নিশ্চিত হয়ে গিয়েছিল ২০২০ সালেই। কিন্তু তারপর হঠাৎই পরিস্থিতি বদলে দিল কোভিড। এরই মাঝে মা হলেন অনুষ্কা। সব মিলিয়ে এই ছবির পরিকল্পনা প্রায় শিকেয় উঠেছিল। কিন্তু অবশেষে আবার আলোচনায় উঠে এসেছে Jhulan Goswami –র নাম, শুরু হল ঝুলনের বায়োপিকের কাজ। অনুষ্কা অভিনীত ‘চাকদা এক্সপ্রেস’ একন সিনেপ্রমীদের কৌতূহলের শিখরে ।

বস্তুত Chakda Xpress -এর টিজার উসকে দিল ২০০৮ সালের স্মৃতি। যখন তুখর অস্ট্রেলিয়ান মহিলা ক্রিকেট টিমের সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল ভারতীয় মহিলা ক্রিকেট টিম। তফাৎ শুধু একটাই, পুরুষদের উৎসাহ দেওয়ার জন্য দর্শকাসনে যে ভীড় থাকত, মহিলাদের ম্যাচে সেখানে দর্শকদের উপস্থিতি হাতে গোনা। তবে সেই পরিস্থিতি এখন অনেকটাই বদলেছে। কীভাবে? সেই গল্পই দেখানো হবে ‘চাকদা এক্সপ্রেস’-এ।

অনুষ্কা নিজের ইন্সটাগ্রামে বহুপ্রতীক্ষিত চলচ্চিত্রটির টিজার পোস্ট করে, একটি দীর্ঘ পোস্ট লিখেছেন। তাতে তার বক্তব্য হল, ‘ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামীর জীবন ও সংগ্রামকে ভিত্তি করে ‘চাকদা এক্সপ্রেস’-এর নির্মাণ। এই ছবিটি মহিলা ক্রিকেট দুনিয়া সম্পর্কে আমাদের চোখ খুলে দেবে। ঝুলন যে-সময়ে ক্রিকেটার হয়ে দেশকে গর্বিত করবার স্বপ্ন দেখেছিল, সেই সময়ে খেলাধূলায় মহিলাদের অংশগ্রহণ সহজ ছিল না। চাকদা এক্সপ্রেস চলচ্চিত্রটিতে এমন কিছু ঘটনার নাটকীয় রূপান্তর দেখানো হবে যা, ঝুলনের জীবনের পাশাপাশি মহিলা ক্রিকেটের গতিপথ বদলে দিয়েছিল।‘

ভারতীয় মহিলা ক্রিকেটের অন্যতম মুখ হয়ে ওঠার লড়াইটিকেই রুপোলি পর্দায় তুলে ধরতে চেয়েছেন ছবির পরিচালক। ২০০২ সালে আন্তর্জাতিক অভিষেক ঘটানো ঝুলন তার পেশাদার ক্রিকেট কেরিয়ারের দ্বিতীয় দশকে পা রেখেছেন। কিংবদন্তি পেসার ১২টি টেস্ট, ১৯২টি ওয়ান ডে ও ৬৮টি টি-টোয়েন্টি ম্যাচে ভারতের প্রতিনিধিত্ব করেছেন। ২০২২ মহিলা ক্রিকেট বিশ্বকাপের জন্যে সদ্য ঘোষিত স্কোয়াডেও জায়গা পেয়েছেন ঝুলন। তিন ফরম্যাট মিলিয়ে ঝুলনের ঝুলিতে রয়েছে ৩৪০টি আন্তর্জাতিক স্বীকৃতি।

ভারতীয় মহিলা ক্রিকেট টিমের প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামীর জীবন সংগ্রাম এবং তৎকালীন মহিলা ক্রিকেট দলের পরিস্থিতির গল্প বলবে এই ছবি– যা কিনা বিশ্বের মহিলা ক্রিকেটের ইতিহাসে চোখ খুলে দেওয়ার মতো। যখন ঝুলন ক্রিকেটার হয়ে দেশকে গর্বিত করার সিদ্ধান্ত নিয়েছিলেন, তখন কিন্তু ওঁর জার্নিটা মোটেই সহজ ছিল না। কারণ, তখন মহিলারা চিন্তাই করতে পারত না যে, তারাও একদিন দেশের হয়ে ক্রিকেট খেলবে। ভারতীয় মহিলা ক্রিকেট টিম তথা ঝুলনের জীবনের অনেক অজানা কাহিনিই তুলে ধরবে এই সিনেমা।

‘চাকদা এক্সপ্রেস’-এর পরিচালকের দায়িত্বে প্রসিত রায়, যিনি এর আগে অনুষ্কা অভিনীয় পরি ছবির পরিচালনা করেছেন। সিনেমার কাহিনি লিখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রযোজনায় ক্লিন স্লেট ফিল্মস।

তাঁর মন্তব্যে অবশ্য সঠিক কথাই বলেছেন বিরাট-ঘরণি। “যে-দেশে ক্রিকেট নিয়ে এত উন্মাদনা, সে দেশে মহিলা ক্রিকেটারদের তাঁদের প্রাপ্যটা তো দিতেই হবে।” ঝুলনের বায়োপিকের মধ্য দিয়েই এই সিনেমা সেই চেতনার উদযাপন করবে এটাই বিশ্বাস প্রযোজনা সংস্থার। ভারতীয় জনমানসে ক্রিকেটের অবিশ্বাস্য আবেদনের উপর আস্থা রেখেই কিংবদন্তি ক্রিকেটারদের বায়োপিক বানানোর দিকে ঝুঁকছে বলিউড। এবার চাকদার বাঙালি মেয়ের এই জীবনচর্যায় কতটা মজেন দর্শক, প্রতীক্ষা থাকবে সেটা দেখার।

আরো গল্প পড়তে ক্লিক করুন...