একসময় 'আনন্দ' 'আরাধনা', 'কটি পতঙ্গ', 'অমর প্রেম', , 'খামোশি'র মতো একের পর এক ব্লকব্লাস্টার হিট দিয়ে বক্স অফিসে শোরগোলফেলে দিয়ে ছিলেন রাজেশ খন্না৷ আকাশচুম্বি ছিল জনপ্রিয়তা৷ 'সুপারস্টার' তকমাটা বলিউডে প্রথমবার তাঁর ক্ষেত্রেই ব্যবহার হয়েছিল টিনসেল টাউনে।যতই বিতর্কের কেন্দ্রে খাকুন না কেন, জনপ্রিয়তায় একসময় তাঁর ধারে পাশে কেউ ছিলেন না৷। ফলে Rajesh Khanna -কে নিয়ে Biopic হবে এটাই তো স্বাভাবিক৷

সকলেই ভাবছেন নিশ্চয়, কে নিলেন দায়িত্ব? এই বিরাট প্রোজেক্ট হাতে নিয়েছেন বলিউডের প্রযোজক নিখিল দ্বিবেদী৷ তাঁর মতো এত বিরাট মাপের রাজকীয় ব্যক্তিত্বের বহু বছর আগেই বায়োপিক হওয়া উচিত ছিল। তা যখন হয়নি, এবার তিনিই সেই দায়িত্ব সম্পূর্ণ করবেন।

প্রয়াত এই বলি-তারকার বায়োপিক প্রসঙ্গে Nikhil Dwivedi জানান, 'বলিউডের প্রথম সুপারস্টারের উদ্দেশে এই ছবি শ্রদ্ধার্ঘ্য হিসেবে পেশ করতে চাইছি আমরা। গৌতম চিন্তামণির লেখা বই ‘ডার্ক স্টার: দ্য লোনলিনেস অফ বিয়িং রাজেশ খান্না’র স্বত্বও কিনে নিয়েছি আমরা। সেই বই অনুযায়ী লেখা হবে ছবির চিত্রনাট্য। লিখবেন সেই বইয়ের লেখক গৌতম।'

রাজেশ খান্নার জীবন যখন এই বায়োপিকের উপজীব্য, স্বাভাবিক এই ব্যাপারে রিসার্চ-এর কাজ করতে বহু জিনিস প্রয়োজন৷ সে সবের অনুমতি জোগাড় করার কাজও তাই শুরু হয়েছে৷তবে নিখিল জানিয়েছেন,  এমন কিছু এই ছবিতে রাখা হবে না, যাকে ঘিরে বিতর্ক সৃষ্টি হয়৷।

আর রাজেশ খান্নার ভূমিকায় কাকে পর্দায় দেখা যাবে, তা নিয়ে এখনই বেশ কৌতুহল দানা বেঁধেছে অনুরাগীদের মনে৷ কিন্তু  নিখিলের জবাব, 'সেটি পুরোপুরি পরিচালক-ই ঠিক করবেন। এ বিষয়ে এখনও আলোচনা চলছে।'

পরিচালকের কথা উঠতেই আলোচনায় চলে এসেছে ফারহা খানের নাম৷জানা গেছে প্রাথমিকভাবে নাকি কথা চলছে ফারহা খানের সঙ্গে। ফারহা নিজেও জানিয়েছেন, তিনি খুবই আশাবাদী যে নিখিলের সঙ্গে এমন একটি প্রোজেক্ট-এ তিনি যুক্ত থাকবেন। এমনকী গৌতমের লেখা বইটি পড়ে  ফেলেছেন Farha Khan৷ তাঁর বেশ ভালো লেগেছে বায়োপিকে-এর আইডিয়া, সেকথাও খোলাখুলি ভাবে জানিয়েছেন ফারহা।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...