সামনেই প্রিয় বান্ধবীর বিয়ে৷ তাই আপনার সাজগোজ করার ইচ্ছেটাও স্বাভাবিক ভাবে তুঙ্গে৷ কোন দিনের অনুষ্ঠানে কী পরবেন সেটাও নিশ্চয়ই ঠিক হয়ে রয়েছে৷ ট্রেন্ডি শাড়ি বা গর্জিয়াস পোশাকের সাথে আধুনিক মেকআপ তো হলো। কিন্তু চুল সামলাবেন কীভাবে? এই মরশুমে চুল খোলা রাখলেও গরম করবে না৷ তাই Fashionable Hairstyle করতে দ্বিধা করবেন না৷

বিয়ের অনুষ্ঠানে গর্জিয়াস লুক পেতে চুলের সাজ কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।এখন অনেকেই Hair Straightening চুল খোলা রাখতেই পছন্দ করেন৷ কিন্তু সবসময় কি খোলা চুলের সাদামাঠা স্টাইল দেখতে ভালো লাগে? বিশেষ করে যখন বিশেষ দিনে করছেন বিশেষ সাজ! তাই খোলা চুলের সাজ কীভাবে করবেন, কিংবা কেমন খোঁপা করবেন, তা নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে ভুগে থাকেন। মনে রাখুন, পোশাকের ধরন আর মুখের গড়নের সাথে মিল রেখে যদি চুলের সাজ নির্বাচন করতে পারেন– তাহলে আপনিই হয়ে উঠবেন আসরে অনন্যা।

চলুন জেনে নেই পোশাকের ধরন আর মুখের গড়নের সাথে মিল রেখে কীভাবে Wedding Party Hairstyle বেছে নিবেন-

যারা লম্বাটে মুখের অধিকারি তাদের চুল খোলা রেখে যেকোন স্টাইল করলে মানিয়ে যাবে। কারণ লম্বা মুখকে খানিকটা কম লম্বা দেখাতে খোলা চুল দারুণ ভূমিকা পালন করে। চুল যদি ছোটো বা মাঝারি হয়, তাহলে স্ট্রেইট করে ছেড়ে রাখতে পারেন। সামনের দিকে অবশ্যই ফ্রিঞ্জ কাটতে হবে। সামনের চুল পাফ করে ববি পিন দিয়ে আটকে গুঁজে দিতে পারেন আর্টিফিশিয়াল ফুল। আবার লম্বা মুখে যদি চুল বাধতেই চান তাহলে করতে পারেন ফ্রেঞ্চ খোঁপা। দারুণ সুন্দর এই খোঁপার এককোণে গুঁজতে পারেন ফুল বা ক্রিস্টালের কাঁটা। শাড়ির সাথে ফ্রেঞ্চ খোঁপা খুব সুন্দরভাবে মানিয়ে যায়।

যাদের চুল লম্বা তারা সামনের সিকে পাফ করে নিয়ে,  পেছনে লং কার্ল করতে পারেন। শাড়ি, সালোয়ার কামিজ, লেহেংগা বা অন্য যেকোনও পোশাকের সাথেই দারুণ মানিয়ে যাবে।

গোলগাল মুখ যাদের তারা বিভিন্ন ধরণের খোঁপা করতে পারেন। খোঁপায় বিভিন্ন ফুলের ব্যবহার সাজে স্নিগ্ধতা আনবে।বিশেষ করে শাড়ির সঙ্গে খোঁপা দারুণ মানানসই৷ বাভালি মেয়েদের রূপের চটক খোলে খোঁপাতেই৷সেটা এলো খোঁপাই হোক বা পার্লারে বাঁধা আধুনিক খোঁপা৷ এছাড়া চুল খোলা রাখতে চাইলে লং কার্ল সবথেকে স্টাইলিশ অপশন হতে পারে।

ওভাল বা চৌকো মুখের অধিকারীদের খোলা চুলে এলিগেন্ট লাগবে দেখতে। খোলা চুলেও  করে নিতে পারেন হরেক রকম স্টাইল। একসাইড থেকে বিনুনি করে ঝুড়ে দিতে পারেন খোলা চুলের সঙ্গে৷ বা গোটা চুন একটা দিকে এনে পিন করতে পারেন৷

আরো গল্প পড়তে ক্লিক করুন...