আপনার বেডরুম কিংবা লিভিং রুম আয়তনে ছোটো যদি হয়ও, মন খারাপ করবেন না। এক্ষেত্রে বুদ্ধি করে স্পেস বের করতে হবে। এটা নিশ্চিত ভাবে খুব চ্যালেঞ্জিং কাজ। কিন্তু, একটু ঠান্ডা মাথায় ফার্নিচার প্ল্যান করলে, স্পল্প পরিসরেও খানিকটা কমফর্ট ফিল করবেন, দেখতেও বড়ো লাগবে। এর সিক্রেট হল বেটার স্টোরেজ অ্যান্ড মাল্টিপারপাস ফার্নিচার। এগুলির সাহায্যে আপনার জীবনশৈলী যেমন সহজ হবে, গৃহকোণও তেমনই দৃষ্টিনন্দন হবে।

কাস্টমাইজড ফার্নিচার : স্ট্যান্ডার্ড ফার্নিচারের পরিবর্তে, আপনি ঘরের আকার অনুযায়ী বেড বা অন্যান্য ফার্নিচার তৈরি করান। মাস্টার বেড-এর নীচে, একটা পুলওভার বেড তৈরি করানো যায়। এটা দেরাজের মতো, টানলে আরও একটা বিছানার মতো স্পেস বেরিয়ে আসবে। এটা বাচ্চাদের জন্য কিংবা বাড়িতে অতিথি এলে এক্সট্রা বেড হিসাবে ব্যবহার করতে পারবেন। এছাড়া, ওয়াল মাউন্টেড বেডসাইড টেবিল তৈরি করান। এর ফলে মেঝেটা একটু খালি হবে। বক্স জানলার সদ্ব্যবহারের জন্য ওখানেও কিছুটা স্টোরেজের ব্যবস্থা করুন। বাচ্চাদের জন্য বাংক বেড তৈরি করান। এতে দুটো আলাদা বেড রাখা যাবে স্বাচ্ছন্দ্যে।

মিরর ম্যাজিক : ছোটো ঘরের দেয়ালে বড়ো আয়না ব্যবহার করলে, ঘরের আয়তন দ্বিগুন মনে হবে। শুধু তাই নয়, ঘরে আলোও প্রতিফলিত হবে বেশি এবং দেখতেও চমৎকার লাগবে।

স্টোরেজ স্পেস প্ল্যান করুন : সিলিং পর্যন্ত ওয়ার্ডরোব তৈরি করান, এতে মেঝেটা ফার্নিচারে ভরে উঠবে না। ওয়ার্ডরোব, ক্যাবিনেট, ড্রয়ার প্রভৃতি আপনার স্টোরেজের জন্য আদর্শ। ছোটো জায়গার জন্য দেয়ালকে এই কাজে ব্যবহার করা উচিত।

অনাবশ্যক ফার্নিচারকে বিদায় : মায়া না বাড়িয়ে ভাঙা, উইধরা পুরোনো ফার্নিচারকে বিদায় করুন। নতুন ফার্নিচার কেনার আগে দেখে নিন সেটা মাল্টিপল ইউজ-এর উপযুক্ত কিনা। আর, বেমানান ফার্নিচার বিদায় করে, স্পেস সেভিং এবং সৌন্দর্য‌বর্ধক ফার্নিচার কিনুন। বিশেষকরে সোফাসেট কেনার ক্ষেত্রে স্পেস সেভিং আর সৌন্দর্য‌বর্ধক কিনা তা দেখে নেওয়া অত্যন্ত জরুরি। কারণ, বসার ঘরের সৌন্দর্য‌ বজায় রাখা আবশ্যক।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...