আপনার রুচি এবং শখ-শৌখিনতার পরিচয় বহন করে আপনার অন্দরমহল। অতিথিরা অন্দরে পা রাখার পর চারিদিকে একবার চোখ ঘুরিয়ে অনেকটা বুঝে যান গৃহকর্তাকে। অবশ্য শুধু অতিথিরাই নন, আপনার এবং আপনার পরিবারের সদস্যদের আরাম-আয়াশ এবং শরীর-স্বাস্থ্যের ভালোমন্দের বিষয়টিও অনেকটা নির্ভর করে অন্দরসজ্জার উপর। কারণ, দিনভর পরিশ্রমের পর ক্লান্ত শরীর বিশ্রাম নিতে চায় এক সুন্দর পরিবেশ ও আরামদায়ক আবহে। সবকিছু যদি দৃষ্টিনন্দন হয়, আরামের আবহ থাকে অন্দরে, তাহলে অন্তরে সুখ-শান্তি বিরাজ করবেই। আর মনে স্বাচ্ছন্দ অনুভব করলেই বজায় থাকবে সুস্বাস্থ্য। অতএব, আকর্ষণীয় করে তুলুন আপনার অন্দরমহল। গুরুত্ব আরোপ করুন ঘরের রং, আলো এবং আসবাবপত্রের উপর। এ বিষয়ে আপনাকে সাহায্য করতে রইল কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ।

রঙের ব্যবহার : মনে রাখবেন, শুধু সৌন্দর্যের কথা ভেবে ঘরে রঙের ব্যবহার করলে চলবে না। জানতে হবে, ঘরে-বাইরে কোথায় কোন রং ব্যবহার করলে, সৌন্দর্যের পাশাপাশি ঠিকঠাক আলো ছড়াবে এবং চোখকে আরাম দেবে। যেমন, যে-ঘরে বাইরের পর্যাপ্ত আলো এসে পড়ে, সেই ঘরে সামান্য ডিপ কালার ব্যবহার করা যেতে পারে। কিন্তু যে-ঘরে আলো কম ঢোকে, সেই ঘরে অবশ্যই হালকা রং ব্যবহার করা উচিত। সেইসঙ্গে, ঘরের উপরিভাগ, অর্থাৎ সিলিংয়ে সবসময়ই সাদা রং ব্যবহার করা দরকার। এতে বেশি আলো ছড়াবে এবং সৌন্দর্যও বাড়বে। আর রান্নাঘরের দেয়ালে যেহেতু তেলকালি জমে, তাই রান্নাঘরের দেয়ালগুলিতে ডিপ কালার ব্যবহার করা যেতে পারে। তবে, রান্নাঘরে এক্সজস্ট ফ্যান বা চিমনির ব্যবহার অপরিহার্য। এ প্রসঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, জল বা লিকুইড সোপ দিয়ে মাঝেমধ্যে যাতে দেয়াল পরিষ্কার করা যায়, তার জন্য অবশ্যই ওয়াশেবল কালার ব্যবহার করবেন। এখন বাজারে কয়েকটি ব্র‌্যান্ডের প্লাস্টিক পেন্ট পাওয়া যায়, যা ম্যাট ফিনিশ এবং ওয়াশেবল।

রঙের ব্যবহার প্রসঙ্গে আরও একটি বিষয় মাথায় রাখবেন, দেয়ালের রঙের তুলনায় দরজা-জানলার রং অবশ্যই আলাদা এবং গাঢ় হওয়া উচিত। এতে যেমন সৌন্দর্য‌ বাড়ে, ঠিক তেমনই দেয়াল ভেবে দরজায় ধাক্কা খাওয়ার সম্ভাবনাও থাকে না। তাই অল্প আলোতেও যাতে দরজা-জানলা সহজে আইডেন্টিফাই করা যায়, তেমন রং-ই ব্যবহার করা উচিত। এছাড়া, দরজায় উডেন কালার কিংবা ব্রাউন কালার করলে, দেয়ালের রং যাই থাক, তা অবশ্যই নজর কাড়বে। আর জানলার গ্রিলে কালো রং ব্যবহার করলে, তা মানানসই হবে এবং নজর কাড়বে। তবে, দরজা-জানলা পরিষ্কার করার সুবিধার জন্য অবশ্যই অয়েল পেইন্ট ব্যবহার করা উচিত।

আরো গল্প পড়তে ক্লিক করুন...