টিন-এজ অর্থাৎ তের থেকে উনিশ বছর বয়সি কিশোর-কিশোরীরাও চায় প্রাইভেট স্পেস। লেখাপড়ার জন্য কিংবা বন্ধুবান্ধবীদের সঙ্গে আড্ডা মারার জন্য নিরিবিলি জায়গার ভীষণ প্রয়োজন। এইটুকু স্বাধীনতা ওরা ভোগ করতে চায় এবং ওদের সেই অধিকারও আছে। অতএব কিশোর-কিশোরীদের চাহিদার কথা মাথায় রেখে, মা-বাবার উচিত ওদের জন্য উপযুক্ত ঘর বা কক্ষ তৈরি করা। ওদের মন জেতার এটাই হোক প্রথম ধাপ।

মনে রাখতে হবে, অগোছালো ঘর এবং হইচইয়ের পরিবেশ কিশোর-কিশোরীদের কোনওভাবে আকর্ষণ করে না। অতএব, ওদের বেডরুম ডিজাইন করার সময় খুব সূক্ষ্ম বিচার-বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে। কারণ, ওদের প্রতি ভালোবাসা এবং মমত্বের অনেকটাই প্রতিফলিত হয় ওই বেররুম থেকেই। তাই জেনে নিন টিন-এজ বেডরুম সাজানোর খুঁটিনাটি বিষয়।

কক্ষের নকশা

আগে দেখে নিন কতটা জায়গা বরাদ্দ করতে পারছেন আপনার সন্তানের বেডরুম-এর জন্য। যদি বেশি জায়গা বা বড়ো ঘর হয় তাহলে সমস্যা কম কিন্তু যদি অল্প জায়গার মধ্যে বেডরুম তৈরি করতে হয়, তাহলে তা ক্রিয়েটিভলি ডেকোরেট করা প্রয়োজন। ঘরের ভিতরের অংশ এমনভাবে সাজাতে হবে, যাতে, ছোট্ট ঘরকেও অনেক বড়ো মনে হয়। মনে রাখবেন, খুব বেশি আসবাবপত্র রাখলে ঘরে হাঁটাচলার জায়গা কমে যাবে এবং দেখতেও ছোটো লাগবে।

দেয়ালের সাজ

টিন-এজারদের বেডরুম-এর দেয়াল ফাঁকা থাকলে উপযুক্ত আবহ তৈরি হবে না। তাই দেয়ালের কিছু অংশ ভরুন গুরুত্বপূর্ণ জিনিসপত্র দিয়ে যেমন শিক্ষামূলক পোস্টার্স, ক্যালেন্ডার, ম্যাপ, পার্সোনাল মেমেন্টোজ, ফ্যামিলি ফোটোগ্রাফ্স প্রভৃতি দিয়ে।

কালার

সাধারণত, কিশোর-কিশোরীরা চঞ্চল এবং দুরন্ত প্রকৃতির হয়। তাই ওরা হালকা এবং এক রং পছন্দ করে না। ওদের আনন্দ দেয় নানারকম উজ্জ্বল রং। তাই, নানা রঙে রাঙিয়ে দিন ওদের ঘরের দেয়াল।

ফার্নিশিংস

ঘরের কোথায় কী রাখলে বেশি জায়গা নষ্ট হবে না অথচ সৌন্দর্য  বাড়বে, তা দেখে নিয়ে ঘর সাজান। পড়ার জন্য চেয়ার-টেবিল রাখুন জানালার ধারে। যাতে দিনেরবেলায় অন্তত প্রাকৃতিক আলোয় লেখাপড়া করতে পারে। শুধু তাই নয়, জানালার ধারে চেয়ার-টেবিল থাকা মানেই পাবে বিশুদ্ধ প্রাকৃতিক হাওয়া এবং লেখাপড়ার ফাঁকে প্রকৃতিকে দেখে একঘেয়েমিও কাটাতে পারবে। তবে চেয়ার-টেবিল-এ অবশ্যই ফাইন আর্টওয়ার্ক চাই। টেবিল-এর ওপর রাখুন সুদৃশ্য উডেন ল্যাম্প।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...