আমি ৩০ বছর বয়সি যুবতি। একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে ভালো পদে চাকরি করি। আমি যথেষ্ট সুন্দরী এবং স্মার্ট। আমার বিয়ের জন্য মা-বাবা সম্বন্ধ দেখছেন এবং আমাকেও বলেছেন নিজের পছন্দের কোনও ছেলে থাকলে তাঁদের জানাতে। আমি প্রেমঘটিত বিবাহ করতে চাইলেও তাঁদের কোনও সমস্যা নেই। কিন্তু আমার সমস্যা হল এখনও পর্যন্ত কোনও ছেলেকেই আমার ভালো লাগেনি বা কারও সঙ্গে যৌনসম্পর্কও গড়ে ওঠেনি। বরং একটি মেয়ের সঙ্গে আমার গাঢ় বন্ধুত্ব রয়েছে এবং ৩ বছর ধরে আমরা একসঙ্গে থাকছি। আমার মা-বাবা এখন আমার বিয়ে দিয়ে দিতে চাইছেন কারণ তাঁদের একটি ছেলে পছন্দ হয়ে গেছে। কিন্তু কোনও ছেলেকে বিয়ে করে তার জীবন নষ্ট করতে চাই না আমি। এই অবস্থায় কী করব?

আপনার চিঠি পড়ে মনে হল আপনি Lesbian। সাইকোলজিস্টদের মতে, নিজের সেক্স-এর অন্য ব্যক্তির প্রতি আকর্ষণ বাড়ার কারণ, যদি নিজেকে কেউ একাকী মনে করতে থাকে। সাধারণত নিজের বাড়িতে ভালোবাসা না পেলে বা অন্য কোনও কারণবশত অপরে যদি তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে সাপোর্ট দেওয়ার চেষ্টা করে, তাহলেও অনেক সময় দু’জনে একে অপরের প্রিয় হয়ে ওঠে। রিসার্চে এও দেখা গেছে একই সেক্সের প্রতি আগ্রহ বাড়ার কারণে হরমোনের ব্যালেন্স নষ্ট হয়ে যায়। এছাড়াও বংশানুক্রমিক অথবা অন্য প্রভাবের কারণেও এমনটা হওয়া সম্ভব।

আপনার উচিত প্রথমে কোনও মেডিকেল কাউন্সিলরের পরামর্শ মতো মেডিকেল চেক-আপ করানো। তাহলেই পরিস্থিতি আপনার কাছে স্পষ্ট হবে। আপনি জীবন কার সঙ্গে এবং কীভাবে কাটাবেন এটা আপনি নিজেই ঠিক করুন।এমনিতে আমাদের সমাজ এই ধরনের সম্পর্ক ভালো চোখে দেখে না বা এখনও স্বীকার করতে পারে না। কিন্তু সুপ্রিম কোর্ট ৩৭৭ ধারা নাকচ করে, Homosexuality-কে  স্বীকৃতি দিয়েছে।

 

আরো গল্প পড়তে ক্লিক করুন...