আমি শর্ট স্লিভ পোশাক পরতে ভালোবাসি। কিন্তু হাতের রঙের জন্য শর্ট স্লিভ পরতে পারি না। যেটুকু, পোশাকে হাত ঢাকা থাকে সেখানটা ফরসা আর বাকি অংশ Tanning-এর ফলে কালো হয়ে গেছে। ঘরোয়া কী উপায়ে হাতের একই রকম রং ফিরিয়ে আনা যাবে? দয়া করে পরামর্শ দিন।

আমরা হয়তো অনেকেই জানি না যে, আমাদের শরীরের অন্যান্য অংশের থেকে হাতের কবজি এবং পা সবচেয়ে বেশি সেনসিটিভ। হাত বেশিরভাগ সময়েই পোশাকে ঢাকা থাকে না ফলে সূর্যের প্রখর তাপে উন্মুক্ত থেকে যায়। সে কারণে হাতের ত্বক শীঘ্রই রোদে পুড়ে কালো হয়ে যায়। রোদের তাপে হাত ও পায়ের ত্বক শুষ্ক হয়ে পড়ে। এর ফলে আরও বেশি কালো দেখতে লাগে। হাতের ও পায়ের ত্বক উজ্জ্বল দেখাবার কিছু ঘরোয়া টিপস এখানে দেওয়া হল।

বাইরে থেকে এসে হাত, পা, ঘাড়ে টক দই লাগিয়ে কিছুক্ষণ রেখে তারপর ধুয়ে ফেলুন। এছাড়া বরফের টুকরোও ত্বকের পোড়া অংশে পাঁচ মিনিট ধরে ঘষুন এবং দু’মিনিট রেখে ঈষদুষ্ণ জল দিয়ে ধুয়ে ফেলুন।

টম্যাটো, আলুর রস প্রাকৃতিক ব্লিচিং এর কাজ করে, সুতরাং রস বার করে হাতে, পায়ে লাগিয়ে ৩০মিনিট রেখে ধুয়ে ফেলুন।

হাতে পায়ের ট্যানিং দূর করতে এছাড়াও গরম জলে লেবু, নুন, শ্যাম্পু মিশিয়ে ১৫মিনিট হাত,পা ভিজিয়ে রেখে পিউমিক স্টোন দিয়ে হাত পায়ের ময়লা ঘষে পরিষ্কার করে মধু ও চিনি সহযোগে স্ক্রাব করে নিন। এরপর সরের সঙ্গে ময়দা মিশিয়ে পুরো হাত মাসাজ করুন। যদি প্যাক লাগাতে চান তাহলে বেসন, হলুদ আর দুধ মিশিয়ে প্যাক তৈরি করে নিন। ত্বকে লাগিয়ে শুকোতে দিন এবং হালকা করে ঘষে ত্বক থেকে প্যাকটি উঠিয়ে ফেলুন। স্বাভাবিক ত্বকের রং ফিরে আসবে। প্রতিদিন স্নানের সময় অল্প চিনি আর লেবুর রস মিশিয়ে হাত ও পায়ের ত্বক স্ক্রাব করুন। উপকার পাবেন। সুফল পেতে Anti Tanning Pack রোজ ব্যবহার করা যেতে পারে।

বেসনও রোদে পোড়া দাগ দূর করতে সাহায্য করে। এক কাপ বেসনের সঙ্গে দু’চামচ লেবুর রস মিশিয়ে হাতে লাগান। আধঘণ্টা পর ঘষে ঘষে তুলে দিন।

রোদে বেরোবার আগে সানস্ক্রিন লাগাতে ভুলবেন না এবং সুতির গ্লাভস পরে তবেই বাইরে বেরোবেন।

 

 

 

 

আরো গল্প পড়তে ক্লিক করুন...