পরিচালক তুষার জলোটার প্রথম ছবি ‘দশভি’ । ‘Dasvi’ কথার অর্থ হল দশম শ্রেণি। সমাজে শিক্ষার ভূমিকার প্রতি এক বিশ্লেষনী দৃষ্টিভঙ্গি নিয়ে ছবির গল্প এগিয়েছে। ছবিতে দেখানো হয়েছে, মুখ্যমন্ত্রী এসএসসি ফেল। তবে ‘দশভি’ আর-পাঁচটা পলিটিক্যাল ছবির থেকে একটু আলাদা। রাজনৈতিক চাপানউতর এই ছবিতে নেই। বরং আছে হাস্যরস।অভিনেতা Abhishek Bachchan কমেডিতে মোড়া এক নতুন ইমেজ গড়তে চান এই ছবিতে৷

গঙ্গারাম চৌধুরী একজন জেলবন্দি। তার ইচ্ছে জেল থেকেই দশম শ্রেণির চৌকাঠ পেরোবে সে। এই লক্ষ্যেই জোরদার পড়াশোনা শুরু করেছে গঙ্গারাম। তবে শেষমেশ এই প্রতিকূল পরিবেশের মধ্যে সে কি  তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারল? কৌতুহল মেটাবে OTT Film ‘দশভি’র গল্প।

ছবির টিজার সম্প্রতি মুক্তি পেয়েছে৷ সেখানে দেখা যাচ্ছে গঙ্গারাম চৌধুরীর চরিত্রে রয়েছেন অভিষেক বচ্চন। ‘দশভি’ ছবির এই টিজার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বর্তমানে দশম শ্রেণির পরীক্ষার্থীদের তাদের বোর্ড পরীক্ষার জন্য একরাশ শুভেচ্ছা জানিয়েছেন ‘জুনিয়র বচ্চন’। মজা করে লিখেছেন, ‘ দশম শ্রেণির এই বোর্ডের পরীক্ষায় সকল পরীক্ষার্থীদের জন্য রইল এই ছাত্রের শুভেচ্ছা!’

ওটিটি-তে মুক্তি আসন্ন এই ছবির টিজারের একেবারে প্রথমেই দেখা যাচ্ছে নীল রঙের কুর্তা পরে বাকি বন্দিদের উদ্দেশে অভিষেক অনুরোধ জানাচ্ছেন, তাঁরা যেন একটু কম হল্লাোড় করে, কারণ তিনি পড়াশোনা করছেন। বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। এরপর মজা করে একপাক নাচতেও দেখা গেল তাঁকে।লুডোর পর একেবারে নতুন এই ইমেজকে প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর জুনিয়র বচ্চন৷

ছবিতে অভিষেক বচ্চন ছাড়াও আছেন ইয়ামি গৌতম এবং নিমরত কাউর। ইয়ামির চরিত্রের নাম ‘জ্যোতি দেশওয়াল’। নিমরত হলেন ‘বিমলা দেবী’। যেহেতু ছবিটি পলিটিক্যাল কমেডি, তাই দিল্লিতে এবং তার আশেপাশে শুটিং হয়েছে।

টিজারে নজর এড়ায়নি অভিষেকের নয়া লুক। ছোটো করে ছাঁটা চুল ও কাঁচাপাকা দাড়িতে অভিষেক ধরা দিয়েছেন বেশ অন্যরকম চেহারায়।

অভিষেকের ওটিটি ছবির শেডিউল একেবারে পরপর সাজানো রয়েছে৷  নতুন ছবি ‘বিগ বুল আন্ডার হিস কিটি’ খুব শীঘ্রই একটি ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে। সূত্র থেকে পাওয়া খবর, ১৩ বছর পর আবার জুটি বাঁধছেন জন আব্রাহাম এবং অভিষেক বচ্চন। একটি মলায়ালম ছবির হিন্দি রিমেকেও দু’জনকে আবার একসঙ্গে দেখা যাবে।

আরো গল্প পড়তে ক্লিক করুন...