বিদায়ী বছরের বিষণ্ণতাকে ছাপিয়ে নতুন দিনের সূচনা, নতুন করে পথচলা। নতুন প্রাণ চাঞ্চল্য, নতুন শপথ! সব কিছুই যেন একাকার হয়ে যায়, বছরের প্রথম দিনটিতে এসে। অতীতের গ্লানিকে সরিয়ে দিয়ে দিয়ে নতুন এক সময়কে বরণ করে নেওয়ার শিহরণই যেন অন্যরকম। প্রতি মুহূর্তেই চলে নতুন বছরকে বরণ করে নেওয়ার প্রস্ততি। বন্ধু, আত্মীয়, প্রিয়জনকে শুভেচ্ছা জানানোর মাধ্যমে শুরু নতুন বছরের দিন। অবসাদ ভুলে নতুনভাবে বাঁচার প্রত্যয়ে শুরু হয় নববর্ষ। যে কারণে উন্মাদনাও একটু বেশি থাকে নববর্ষকে ঘিরে। বিভিন্ন উৎসব পার্বণের মধ্য দিয়ে বরণ করে নেয় হয় নতুন বছরকে।

নতুন বছরের এ প্রভাব যেন ফ্যাশন ট্রেন্ডেও এসে পড়ে। বছরের প্রথম দিনের সাজ নিয়ে অনেকেই আগাম পরিকল্পনা করে রেখেছেন নিশ্চয়ই৷ আমরাও এগিয়ে এলাম আপনাকে হালসময়ের Fashion Trends-এর বিষয়ে সাজেশন দিতে৷ আসুন জেনে নেওয়া যাক বৈশাখের দিনগুলিতে কী পরবেন?

শাড়ি :

নববর্ষে শাড়ির মধ্যে সর্বাধিক চাহিদা হলো টাঙ্গাইলের তাঁতের শাড়ি ও জামদানি শাড়ির। এর পাশাপাশি, সামনেই বিয়ের সিজনকে মাথায় রেখেই বেনারসি, কাতানের রয়েছে বিপুল সমাদর। জর্জেট, কোটা, তসর-সহ অভিজাত নামের সব বাহারি শাড়ি মহিলাদের বিশেষ পছন্দ৷ সুতি, সিল্ক, হাফসিল্ক-সহ নানা তাঁতের শাড়ি রয়েছে মহিলাদের কালেকশন লিস্টের শীর্ষে।

মেকআপ :
বৈশাখী সাজে মেকআপের জন্য বেছে নিতে পারেন হাল্কা বেইজের কিছু। তবে তা অবশ্যই স্বাভাবিক মানের হওয়া চাই। প্রচণ্ড গরম আর রোদের তাপে মেকআপ নষ্ট হবার ভয় থাকে। তাই বেছে নিতে পারেন অয়েল ফ্রি বা ওয়াটার প্রুফ মেকআপ।

চোখে লাগাতে পারেন হাল্কা আই শ্যাডো আর মাশকারা। এ ক্ষেত্রে কাজল, আই লাইনার বা মাসকারা অবশ্যই ওয়াটার প্রুফ হতে হবে। যাদের কাজল ছড়িয়ে যায় তারা কাজল দেওয়ার পর তার ওপর হাল্কা একটু পাউডার দিয়ে নেবেন। তাতে আর কাজল ছড়ানোর ভয় থাকবে না। ঠোঁটে দিতে পারেন লাল কিংবা অন্য হালকা রঙের লিপস্টিক। কপালে ছোট বা বড় লাল টিপই বেশি মানাবে।

অক্সিডাইজড গয়না আর চুলে একটু জুঁইফুলের টাচ দিলেই আপনার সাজ কমপ্লিট৷

 

Bengali Men Fashion

ছেলেদের পাঞ্জাবি : পাঞ্জাবি ছাড়া পয়লা বৈশাখের উৎসব কোনও পুরুষ কল্পনাই করতে পারেন না। অন্য কোনও পোশাক কিনুন বা না কিননু, পাঞ্জাবি  কিনতেই হবে। এই কারণেই ফ্যাশন হাউসগুলো প্রতিবছরই পাঞ্জাবির ডিজাইন এবং রঙের ক্ষেত্রে নতুনত্ব আনতে চেষ্টা করে। ফ্যাশন হাউসগুলোর ভেতরে রীতিমতো প্রতিযোগিতা তৈরি হয়। কোন্ হাউস কত ভালো ডিজাইনের পাঞ্জাবি তৈরি করবে ৷ ডিজাইন ভেদে পাঞ্জাবির মূল্য একেক রকম।

বড়োদের পাশাপাশি বাচ্চাদের পাঞ্জাবিও পাওয়া যায়। পাঞ্জাবি-পায়জামা সেট ৫৫০ থেকে ৩ হাজার ২০০ টাকার মধ্যে পেয়ে যাবেন। আর বড়োদের পাঞ্জাবি পড়বে ৮০০ থেকে ৩ হাজার ৫০০ টাকা। অতএব পাজামা পাঞ্জাবিতেই বরণ করে নিন নতুন বছরকে৷পায়ে থাক কোলাপুরি বা চামড়ার স্যান্ডেল শু৷

আরো গল্প পড়তে ক্লিক করুন...