চিরকালই ফ্যাশনের দুটি ধারা বহমান৷ ট্র্যাডিশনাল ও ফিউশন। মানুষও এই দুই ধারায় পোশাক পরতে বেশি পছন্দ করে৷অনেকেই বেশিরভাগ সময় পোশাকে ট্র্যাডিশনাল ধারা বজায় রাখার চেষ্টা করেন। উৎসবে পার্বনে ভারতীয় সংস্ক়ৃতি ধরে রাখেন৷ কেউ আবার ফ্যাশন দুনিয়ায় হাওয়া বদলেরই পন্থি৷ তারা সময়ের সঙ্গে নিজের বসন-ভূষণে পরিবর্তন পছন্দ করেন।Trending Fashion-এর চলতি স্রোতে গা ভাসাতেই আনন্দ পান। এই দলের বেশির ভাগই তরুণ। আমাদের দেশে সেই ধারাটা অব্যাহত আছে। আগামীতেও থাকবে।

বছরজুড়েই ফ্যাশন ট্রেন্ডে বৈচিত্র্যময় ফ্যাশন নিয়ে, আধুনিক কনসেপ্টকে উপজীব্য করে নানা ফর্মে পোশাকে ডিজাইন করেন ডিজাউনাররা৷Style and Fashion বজায় রেখে  শৈল্পিক প্রতিভা ফুটিয়ে তোলার কাজটি সহজ নয়।বিষেশত যখন প্রতিটি মানুষের রুচি আলাদা৷ফ্যাশনে এখন ফিউশনের জয়জয়কার। এটা গ্লোবালাইজেশনের একটা প্রভাব। গেল কয়েক বছরের ফ্যাশনের দিকে তাকালে বোঝা যায়, পোশাকের চেয়ে বেশি পরিবর্তন এসেছে পোশাকের অলংকরণে।

ক্রমশ ফ্যাব্রিকের ধরনটাও বদলে যাচ্ছে। ক্রেতারা নতুন নতুন ফ্যাব্রিক চাইছেন। ডিজাইনাররাও প্রতিনিয়ত নতুন ফ্যাব্রিক নিয়ে পরীক্ষানিরীক্ষা করছেন। আরেকটা দিক বদলাচ্ছে, সেটা হলো কাট-প্যাটার্ন। শুধু আমাদের দেশে নয়, বহির্বিশ্বের ফ্যাশনের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।

ভারতীয় মেয়েরা মূলত তিন ধরনের পোশাক পরেন—শাড়ি, সালোয়ার-কামিজ ও টপস-জিন্স ।অনেকেই মনে করেন শাড়ি পরা অনেকটাই কমে গেছে। আসলে রেগুলার শাড়ি পরা হয়তো কিছুটা কমেছে; কিন্তু যে-কোনো উৎসব -পার্বণ বা জন্মদিনের মতো ঘরোয়া কোনো অনুষ্ঠানে তরুণীরা শাড়ি পরতে ভালোবাসেন। সালোয়ার-কামিজ অনেক দিন ধরেই পরছেন মেয়েরা।কিন্তু এর বদলে টপস বা সিঙ্গল কামিজে অনেক বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন কলেজ তরুণীরা। এর দুটি কারণ। প্রথমত, টপ বা সিঙ্গল কামিজ, লেগিংস, পালাজো বা প্যান্ট যেকোনো কিছুর সঙ্গে অনায়াসেই পরা যায়। অন্যদিকে থ্রি পিসের চেয়ে এটা বেশ সাশ্রয়ী।  রেগুলার ড্রেস হিসেবে টপস, টি-শার্ট, জিন্সের দিক থেকে মুখ ফেরানো কঠিন।

গরমে একটু ঢিলেঢালা পোশাকের প্রতি আগ্রহ থাকবে তরুণ-তরুণীদের।ফ্লোরাল মোটিফ, জিওমেট্রিক মোটিফের নানা ব্যবহার দেখা যায় গ্রীষ্ম পোশাকে৷ অনুষ্ঠানের পোষাকের ফ্যাব্রিকের মধ্যে কটনের পাশাপাশি কাতান, সিল্ক, হাফ সিল্ক—এসব বেশ চলছে আজকাল। বৈচিত্র্যময় লং ড্রেসও বাজারে এখন জনপ্রিয়৷ নাইট পার্টির পোশাক হিসেবে জায়গা করে নিয়েছে স্লিটেড শিমারি গাউন৷Summer Casuals –এর পাশাপাশি একটু ফর্মাল এবং ফিউশনই এখন ইন ৷

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...