একাধিক কারণে বিলম্ব- একটি মহামারী এবং দুটি লকডাউন পেরিয়ে, পরিচালক অয়ন মুখার্জি খুশি এই কারণে যে, তার স্বপ্নের প্রকল্প, “ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান শিব” একটি মেগা বাজেট ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার অবশেষে মুক্তি পেতে চলেছে সেপ্টেম্বরে৷

“ওয়েক আপ সিড” এবং “ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি”-এর মতো ছবির জন্য সবচেয়ে বেশি পরিচিত অয়ন,“ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান শিব” বলেন যে,এই ছবিটি তাকে সমসাময়িক বিশ্বের সাথে প্রাচীন ভারতীয় সংস্কৃতি এবং আধ্যাত্মিকতা মেশানোর সুযোগ দিয়েছে৷

আলিয়া-রণবীর অভিনীত বহু প্রতিক্ষীত ছবি ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে রণবীরের চরিত্র শিব। তাঁর বান্ধবী ইশার ভূমিকায় আলিয়া। এই প্রথমবার একসঙ্গে ছবিতে কাজ করছেন রণবীর আলিয়া জুটি৷ ছবিতে আরও অভিনয় করবেন অমিতাভ বচ্চন, নাগার্জুন এবং মৌনি রায়।

‘Brahmāstra Part One: Shiva’-এর ট্রেলার প্রকাশের আগেই নির্মাতারা অমিতাভ বচ্চনের ফার্স্ট লুক প্রকাশ করেছেন। পোস্টারে অমিতাভ বচ্চনকে সাদা দাড়ি ও চুলে দেখা যাচ্ছে। অভিনেতার মুখে দুটি ক্ষত রয়েছে, যেখান থেকে রক্ত ​​বের হচ্ছে। হাতে একটি তলোয়ারও ধরে আছেন তিনি। ১৫ জুন মুক্তি পাবে ছবির ট্রেলার। ছবিতে অমিতাভ বচ্চনের চরিত্রের নাম গুরু।

বস্তুত “ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা” হিন্দি, তামিল, তেলুগু, মলায়ালম এবং কন্নড় ভাষায় ৯ সেপ্টেম্বর, ২০২২-এ মুক্তি পাবে৷ এটি স্টার স্টুডিও, ধর্ম প্রোডাকশন, প্রাইম ফোকাস এবং স্টারলাইট পিকচার্সের যৌথ প্রযোজনা৷

‘ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা’ থেকে নিজের লুক প্রকাশ করে বিগ বি লিখেছেন, জ্ঞানের গঙ্গা গুরু। হাতে অস্ত্র তুলে নিয়েছে। একটি আলোই পারে পাপকে ধ্বংস করতে….. অন্ধকারকে পরাজিত করতে। এইতো গুরু! তিনিই জ্ঞানী পথপ্রদর্শক, যিনি ধারণ করেন আলোর তলোয়ার!

ব্রহ্মাস্ত্র নিয়ে অপেক্ষায় সকলেই। প্রিয় অভিনেতা Ranbir Kapoor  এবং Alia Bhatt প্রথম বারের মতো একসঙ্গে অভিনয় করতে চলেছেন বড়োপর্দায়, এটাই যথেষ্ট উত্তজনার সঞ্চার করেছে। “ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান শিব”, যা একটি পরিকল্পিত ট্রিলজি যার প্রথম, ‘দ্য অ্যাস্ট্রাভার্স’ একটি নতুন সিনেমাটিক মহাবিশ্বের সূচনা করবে।একটি উত্তেজনাপূর্ণ ব্যাকগ্রাউন্ড স্কোরে সেট করা এবং VFX দিয়ে লোড করা, ৩২-সেকেন্ড-দীর্ঘ একটি ক্লিপ প্রথমে লঞ্চ করা হয়েছিল “ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিব” -এর টিজার হিসেবে।টিজারটিতে হাই-অকটেন অ্যাকশন সিকোয়েন্সের পাশাপাশি আবেগময় মুহূর্তও ছিল।

নির্দেশকের মতে “চলচ্চিত্রটি আধুনিক ভারতের একটি নতুনতর রূপ যার ভিত্তি প্রাচীন ভারতীয় আধ্যাত্মিক শক্তি ৷ আমরা যে আধুনিক বিশ্বে বাস করি, সেখানে ভারতীয়রা কিছুটা আধ্যাত্মিক বিশ্বাসের সঙ্গে সম্পৃক্ত৷ মানবিক অনুভূতির পাশাপাশি কিছু ঐশ্বরিক শক্তি আমাদেরকে সংযুক্ত করে বা আমাদের চারপাশে ঘিরে থাকে৷”

যারা মিথ ধরনের গল্প পছন্দ করেন বা পশ্চিমি ফ্যান্টাসি ফিকশন পছন্দ করেন,  যেমন ‘লর্ড অফ দ্য রিংস’ এবং ‘হ্যারি পটার’, এই ছবি নিশ্চয়ই তাদের মন জয় করবে। হলিউড যে ব্লকবাস্টার ফিল্মগুলি তৈরি করেছিল সেগুলি বহু মানুষ পছন্দ করেছেন৷ এই ব্লকবাস্টার সিনেমা তাদের ফ্যান্টাসিকে অবশ্যই জীবন্ত করে তুলবে।

আরো গল্প পড়তে ক্লিক করুন...