ব্যাগ এবং আপনি

এই ঋতুর সেরা Fashion Accessory কী জানেন? অবশ্যই আপনার ওই চতুর্ভুজ, স্লিক হাতেধরার হ্যান্ডেলযুক্ত অ্যান্টিক লুক ব্যাগটি। মেটালিক হ্যান্ডব্যাগ এখন ফ্যাশন দুনিয়ায় সবচেয়ে হট সেলিং আইটেম। প্রয়োজনীয়তা থেকে স্টাইল, সবই বজায় রেখে আপনাকে ফ্যাশন-আইকন হিসাবে তুলে ধরতে পারে আপনার হাতব্যাগটিই। স্নিগ্ধ সাজগোজের সঙ্গে একটি লেদার ব্যাগ, আপনার গ্ল্যামারকে বহুগুণ বাড়িয়ে দিতে পারে।

ব্যাগের প্রয়োজনীয়তা আমরা দৈনন্দিনের প্রতিটি কাজে অনুভব করি। বিশেষ অনুষ্ঠান থেকে নিয়মিত অফিস যাওয়ার সময়–সবেতেই আপনার হাতব্যাগ আপনার সঙ্গী।

আজকাল বাজারে যে-ধরনের ব্যাগ পাওয়া যায়, সেগুলি সবই স্লিক, স্লিম ও হালফিল ফ্যাশনের আধুনিক মডেলে তৈরি। ব্যাগগুলির ক্ষেত্রে শুধু লুক নয়, কমফর্ট-এর বিষয়টিকেও যথেষ্ট গুরুত্ব দিয়েছেন নির্মাতারা। রঙের ক্ষেত্রেও একটা বিপ্লব ঘটে গেছে নিশ্চিত। কম্বিনেশন হিসাবে নজর কাড়ছে হট অরেঞ্জ ও উজ্জ্বল স্যাটিনের বোনা গ্রে রং। মাল্টিকালার্ড প্রিন্টও খুবই জনপ্রিয়। ব্ল্যাক ভেলভেট চিরাচরিত হলেও, এখনও অনেকেরই পয়লা পসন্দ। ‘হারাজুকা’ স্টাইলের খাটো ব্যাগ এখন আধুনিক কন্যাদের কাঁধে কাঁধে ফিরছে। ‘বান্টি আউর বাবলি’ ছবিতে, রানি মুখোপাধ্যায় এই ব্যাগ কাঁধে নিয়ে এটিকে জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছে দিয়েছেন। এখনও চলছে এর ক্রেজ৷ কাঁধ থেকে আড়াআড়িভাবে ঝুলিয়ে কোমরের উপর ঝুলিয়ে রাখুন এই ধরনের ডেকোরেটিভ ব্যাগ, স্টাইলিশ হিসাবে সুনাম হবে।

জনপ্রিয় ব্যাগ নির্মাতা ‘কিপলিং’-এর বিজনেস ম্যানেজার জানালেন, ‘এই সময়ের হটেস্ট কালার, যা কিনা মিলান থেকে নিউইয়র্ক মাতাচ্ছে, তা হল ব্ল্যাক, গ্রে’র নানা শেড, সবুজের মনকাড়া রংগুলি। পার্টিওয়্যার হিসাবে মেটাল কালার, ফাংকি প্রিন্টস, আগুনের শিখা, অ্যানিম্যাল প্রিন্ট–এসবই এখন ফ্যাশন সিম্বল। টিনএজাররা অবশ্য বেশি পছন্দ করছে ফ্লোরাল প্রিন্ট, সঙ্গে হালকা গোলাপি, লিপস্টিক রেড, সাগরনীল, টি-গ্রিন-এমন নানা শেড। ফ্যাশনেবল বড়ো স্ট্র্যাপ দেওয়া ব্যাগও এখন ফ্যাশনের তুঙ্গে।

ওয়েস্ট ব্যাগ নিলেও বেশ স্টাইলিশ লুক আসে। কোমরের উপর আলগোছে ফেলে রাখলে তা যৌন আবেদনও বাড়িয়ে দেয়। অ্যাডজাস্টেবল স্ট্র্যাপ দেওয়া এই ব্যাগ এখন তরুণীদের হট ফেভারিট। তবে আপনার কাঁধ ও পিঠের গঠন যদি সুন্দর হয়, তবে লম্বা স্ট্র্যাপের ব্যাগ নিলেই মানাবে বেশি।

হ্যাট নয় ফ্যালনা

আপনি কি কখনও হ্যাট পরে দেখেছেন, তা কতটা আপনাকে বদলে দিতে পারে? স্টাইলিশ ওয়েস্টার্ন সাজপোশাকের সঙ্গে স্টাইলিশ একটি হ্যাট আপনার গোটা ব্যক্তিত্বে আমূল বদল আনতে পারে। যে-কোনও ঋতুতেই হ্যাট পরা চলে। স্টাইলিশ, সফিসটিকেটেড বা ফাংকি, নানা ধরনের হ্যাট, ভিন্ন চেহারায় উপস্থাপিত করতে পারে আপনাকে। তবে হ্যাঁ, আপনার মুখের গড়নটিকে এক্ষেত্রে গুরুত্ব দেওয়া জরুরি। লম্বা মুখ হলে সরু ধারওয়ালা হ্যাট এড়িয়ে চলুন। বরং চওড়া বড়োসড়ো হ্যাট-ই মানাবে ভালো। সরু ধারওয়ালা হ্যাট আবার গোলাকার মুখের জন্য আদর্শ। মুখ যদি পানপাতার মতো হয়, যে-কোনও শেপের হ্যাট-ই মানাবে।

বিষয় বেল্ট

আপনার ফ্যাশনের একটি অমূল্য ঐশ্বর্য বেল্ট। আজকাল নানাধরনের ফ্যাশনের ‘ডিজাইনার বেল্ট’ পাওয়া যায়, যা আপনি পোশাকের সঙ্গে ম্যাচ করে পরতে পারেন। পোশাকের রং যদি অনুজ্জ্বল হয়, একটি অর্নামেন্টাল বেল্ট আপনাকে বহুগুণে গ্ল্যামারাস করে তুলবে। বিবরন বেল্টেরও দারুণ কদর এখন। ৭০ দশকের ফ্যাশন ট্রেন্ড এখন বহুল জনপ্রিয়। সোয়েটারে, কার্ডিগানে, এ লাইন-ড্রেসে সবেতেই নানারকম বেল্টের ব্যবহার বেড়েছে।

আজকাল শুধু ব্যাগ আর সানগ্লাসই নয়, আপনার লাইফস্টাইলের সঙ্গে অপরিহার্য হয়ে উঠছে বেল্ট, ঘড়ি, স্কার্ফ-এর মতো Fashion Accessory, যা আপনার গ্ল্যামার কোশেন্ট-কে বাড়িয়ে দিচ্ছে অনেকখানি। মহিলারা অ্যাক্সেসরি খাতে ব্যয় করছেনও বেশি। আসলে আপনার সাজকে সম্পূর্ণতা দিতে, অ্যাক্সেসরির গুরুত্বকে অস্বীকার করা চলবে না।

স্টাইলিশ স্কার্ফ

স্কার্ফেরও একটি জরুরি ভূমিকা রয়েছে আপনার সাজগোজে। পোশাকের চড়া রংকে স্তিমিত করতে, কিংবা ম্যাড়মেড়ে সাজকে স্টাইলিশ করে তুলতে, স্কার্ফের জুড়ি নেই। বেল্ট হিসাবে, চুলের বেণিতে বা গলায়, যেখানেই স্কার্ফ জড়ান না, তা আপনার সাজে আলাদা মাত্রা এনে দেবে। একটি সুন্দর স্কার্ফ খুঁজে পাওয়া বিরল নয়, বরং বাজারে স্কার্ফের যে ভ্যারাইটি মেলে, তা থেকে আপনার পছন্দের সেরাগুলি একত্রিত করা হয়তো কঠিন হতে পারে। তাই শুধু ডিজাইন বা প্রিন্ট নয়, স্কার্ফের মেটিরিয়ালকেও গুরুত্ব দিন।

জুতোও জরুরি

জুতোও এখন আপনার Fashion স্টেটমেন্টের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে গিয়েছে। ঠিক সাজটির সঙ্গে সঠিক জুতোই আপনাকে নজরকাড়া সুন্দরী করে তুলতে পারে। তবে এক্ষেত্রে ফ্যাশন এবং কমফর্ট দুই-ই বিবেচনা করা উচিত হবে। কারণ পায়ের আরামটাও একান্তভাবে জরুরি। জুতোও আপনাকে স্টাইলিশ ও সেক্সি করে তুলতে পারে। লেদার, সিল্ক, বা জুটের সম্ভ্রান্ত জুতো, স্ট্র্যাপ আর হিলের সৌন্দর্যে নজরকাড়া করে তুলবে আপনার পা দুটিকে।

সানগ্লাস-সাজ

এই জেনারেশন অনেক সাহসী। তাই সাজপোশাকেও যেমন তারা কুণ্ঠাহীন, তেমনই দুঃসাহসী অ্যাক্সেসরির ক্ষেত্রেও। সানগ্লাসেও তাই আমূল বদল ঘটেছে। বড়ো বড়ো ফ্রেমের কালার্ড ফ্রেমের সানগ্লাস এখন হাইট অফ ফ্যাশন। পিংক, অরেঞ্জ, গ্রিন, ব্লু রঙের ফ্রেমও চলছে অনায়াসে। পোশাকের সঙ্গে রং মিলিয়ে উজ্জ্বল ফ্রেমের চশমায় চোখ ঢাকছেন সুন্দরীরা। রাজবীর সিংহ (মার্কেটিং ম্যানেজার রেব্যান) জানালেন, তাঁরা বাজারে এনেছেন এমনই স্টাইলিশ কিছু সানগ্লাস যা আধুনিকাদের ব্যাক্তিত্বই শুধু নয়, যৌন আবেদনও বাড়িয়ে তুলছে অনেকগুণে। মেটাল গ্লাসেস এখন ইন। এটি চোখে পরলে অ্যাটিটিউড-এ একধরনের ফ্রেশ এনার্জি সঞ্চারিত হয়। বিশেষ করে, যে-ধরনের ফ্যাশন ট্রেন্ড চলছে, তাতে না-সাজা লুক এবং অলংকরণ— দুইয়ের মধ্যে একটা ব্যালেন্স তৈরি করছে এই ধরনের সানগ্লাসগুলি। ব্ল্যাক, রেড, ডার্ক গ্রিন, গ্রে, ব্রাউন বা গ্রে-গ্রিন–যেটিই হোক আপনার পছন্দের ফ্রেম, বেছে নেওয়ার ব্যাপারে দ্বিধা করবেন না। কারণ আপনার লাইফস্টাইল একান্তভাবে আপনারই!

 

আরো গল্প পড়তে ক্লিক করুন...