কিছু বছর আগে একটি নামি পেইন্ট কোম্পানি ‘রয়েল প্লে’ নামে একটি নতুন প্রোডাক্ট বাজারে নিয়ে আসে। এদের উদ্দেশ্য ছিল, বসতবাড়ির প্রত্যেকটি ঘরের অন্তত একটি দেয়ালকে সম্পূর্ণ আলাদা বৈশিষ্ট্যে সবার কাছে আকর্ষণীয় করে তোলা। ‘রয়েল প্লে’ এক বিশেষ ধরনের ওয়ালপেন্ট, যা ব্যবহার করতে দরকার হয় কিছু বিশেষ ধরনের সরঞ্জাম যেমন, স্পঞ্জ, র‍্যাগিং রোলারস, কোম্বস, বিশেষ ধরনের ব্রাশ, স্প্যাটুলা ইত্যাদি, যেগুলি এখন খুবই পরিচিত নাম। বেশিরভাগ গৃহকর্তা-গৃহকর্ত্রী-ই পছন্দ করেন, যে দেয়ালের গায়ে ডবল-বেড রয়েছে সেই দেয়ালটি শুধুমাত্র এই স্পেশাল পেইন্ট দিয়ে রং করাতে।

এই পেন্টগুলি মার্কেটে এখন খুবই জনপ্রিয়। একটি দেয়াল ডার্ক কালার করিয়ে অন্য তিনটি দেয়ালে হালকা কালার করানোই এখন লেটেস্ট ফ্যাশন। কিন্তু পেইন্টের রং হওয়া উচিত একটাই, যার শেড বিভিন্ন হতে পারে। এই রংগুলি লাগাবার পদ্ধতি, দেয়াল-কে থ্রি-ডাইমেনশনাল লুক এনে দেয়। বিশেষ কালার করা দেয়ালটি, পর্দা অথবা ক্যানভাস কিম্বা খোলা আকাশ অথবা একটা কুল ব্যাকড্রপের অনুভূতি এনে দেয়। এখন ধীরে ধীরে রঙের ব্যবহার কমে গিয়ে বাজারে জায়গা করে নিচ্ছে ওয়ালপেপার। ভারতের বহু শহরেই এখন ওয়ালপেপার একটি সমাদৃত সামগ্রী।

মনস্তত্ত্ব : যারা বাড়ি তৈরি করাচ্ছেন, তারা প্রায় সকলেই ইচ্ছা প্রকাশ করেন নিজের বাড়িটা হোক সকলের থেকে আলাদা। ভূসম্পত্তি বিনিয়োগের বাজারে মন্দা চললেও, জমি বেচা-কেনা অথবা নতুন বাড়ি তৈরি হওয়া বন্ধ হয়ে যায়নি। বাড়ি সাজাবার নতুন নতুন সামগ্রী রোজই বাজারের দরজায় কড়া নাড়ছে। আর্কিটেক্টরাও তাদের ক্লায়েন্টদের জন্য পুরোনো মাপ-জোপ ঝেড়ে ফেলে বোল্ড ডিজাইন এবং নতুন ধরনের সামগ্রী বেছে দিচ্ছেন। ফলস্বরূপ বাড়ির ভিতর এবং বাইরের সাজের পরিবর্তনশীল ট্রেন্ড নজরে রেখে, বাজারে আসছে চক্ষু জুড়ানো বিভিন্ন ডেকরেটিভ সামগ্রী। ওয়ালপেপার এরকমই একটি সংযোজন।

ওয়ালপেপার : ওয়ালপেপার আপনার ঘরের শোভা বাড়াতে যতটা সাহায্য করবে, কোনও পেইন্ট সেটা করতে পারবে না। ওয়ালপেপারের মধ্যে আপনি সব রকমের রং, শেড, ডিজাইন, প্যাটার্ন পাবেন যেটা সত্যিই অভাবনীয়। Wallpaper আপনার বাড়িকে দেবে সুরুচিপূর্ণ পরিবেশের ছোঁওয়া। এর সৌন্দর্য আপনি মুখে ব্যক্ত করতে পারবেন না শুধু মনে উপলব্ধি করতে পারবেন। ওয়ালপেপার দক্ষ কারিগর দিয়ে লাগিয়ে নিলে বুঝতেই পারা যায় না কী দিয়ে দেয়ালে কভার করা হয়েছে, কাপড়, কাঠ, ইট নাকি পাথর!

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...