মূলত রোদের তাপ থেকে চোখকে রক্ষার জন্যই সানগ্লাসের প্রয়োজনীয়তা। প্রাথমিক অবস্থায় চশমা ব্যবহার করা হলেও তা থেকে তেমন কোনও উপকার না আসায় Sun shades-এর প্রয়োজনীয়তা দেখা দেয়। তবে সানগ্লাস বা রোদচশমা কেবল ফ্যাশনের জন্যই এমন ধারণা আমাদের অনেকেরই। কিন্তু সানগ্লাস ফ্যাশনের জন্যই শুধু না, রোদ থেকে চোখকে নিরাপদ রাখাতেও এটি ব্যবহার করা হয়। সূর্যের ক্ষতিকর অতি-বেগুনি রশ্মি চোখের ভেতরের অংশের ক্ষতি করে। সেজন্য চোখকে এই ক্ষতিকর রশ্মির হাত থেকে রক্ষা করার ক্ষেত্রে সানগ্লাস ব্যবহার করা জরুরি।
অনেককেই কাজের প্রয়োজনে দীর্ঘ সময় ধরে রোদে থাকতে হয়। এই অবস্থায় চোখকে সুরক্ষিত না রাখলে চোখে জ্বালাপোড়া, গ্লুকোমা, ছানিপড়া ও বয়স বাড়ার সাথে সাথে দৃষ্টিশক্তি কমে যাওয়ার শঙ্কা বেড়ে যায়। তাই দীর্ঘ সময় রোদে থাকা যাবে না। আর যদি থাকতেই হয় তবে অব্যশই সানগ্লাস ব্যবহার করতে হবে।
কিন্তু Fashionable sun glasses কেনার আগেই কয়েকটা জিনিস একটু খেয়াল রাখা দরকার। কারণ সানগ্লাস সঠিক না হলে, প্রভাব পড়তে পারে চোখে। আর আগে থেকেই যদি আপনার চোখে চশমা থাকে, তাহলেও কিন্তু আপনার চশমা কেনা নিয়ে সাবধান হওয়া উচিত। তাই প্রথমেই খেয়াল রাখুন এই বিষয়গুলি
Brand –এ ভরসা
সস্তায় স্টাইল বাড়াতে রোদ চশমা কেনাটা কাজের কথা নয়। চশমার নানারকম ধরন আছে। দাম দিয়ে চশমা কেনাটাই উচিত। ব্র্যান্ডেড রোদ-চশমা কেনার পরও যদি সেটায় আপনার চোখে অসুবিধা হয়, তাহলে চিকিৎসকের পরামর্শ নিন।
সব ঋতুতেই সানগ্লাস
শুধু গরমকালে রোদের তীব্রতা এড়াতেই রোদ-চশমা পরতে হয়, এই ধারণাটি ভুল। শীতকালেও রোদ-চশমা দরকার। কারণ, সূর্যের আলো আটকানোর পাশাপাশি, বাতাসে ভাসমান নানা ধূলিকনা থেকেও রোদ-চশমা রক্ষা করে আপনার চোখকে। একই ভাবে বর্ষাকালেও চোখের ইনফেকশন এড়াতে সানগ্লাসের প্রয়োজন।
সানগ্লাসে সঠিক পাওয়ার
আপনার চোখে পাওয়ার থাকলে, আপনি ফ্যাশনেবল হয়ে উঠতে পারবেন না এমন নয়। শুধু নির্দিষ্ট পাওয়ারের রোদ-চশমা পরা দরকার। ভুলেও দোকান থেকে কিনে সঙ্গে সঙ্গে ওই সানগ্লাস চোখে লাগিয়ে ঘুরবেন না। এতে ক্ষতি হবে আপনার চোখের।
অনলাইনে সানগ্লাস কেনা
অনলাইনে রোদ-চশমা কিনতেই পারেন। কিন্তু কেনার সময় মনে রাখবেন চোখে দেওয়ার আগে একবার চেনা দোকান বা চিকিৎসককে দেখিয়ে নেওয়া খুব দরকার। সেটি আপনার চোখের জন্য উপযুক্ত কিনা, সেটা জেনে নেওয়াই বুদ্ধিমত্তার পরিচয়।
সানগ্লাসের রকমফের
সানগ্লাসের রং এখন আর বাদামি কিংবা কালোর মধ্যে সীমাবদ্ধ নেই। বেগুনি, নীল, কমলা, সবুজ নানা রঙের সানগ্লাসও আজকের বাজারে বেশ জনপ্রিয়। স্বচ্ছ কাচের সানগ্লাসের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। রঙের ভিন্নতার সঙ্গে পেয়ে যাবেন নানা কারুকাজের বর্ডারযুক্ত সানগ্লাসও। আপনার চেহারা ও ব্যক্তিত্বের সঙ্গে মানানসই নয় অথচ ফ্যাশনের ঝোঁকে পড়ে রঙিন গ্লাস ও ডিজাইন-যুক্ত সানগ্লাস কিনলেই মুশকিল। সানগ্লাস কেনার সময় আপনার মুখের গড়ন ও গায়ে রং এই দুটি বিষয় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ।