অস্বীকার করার উপায় নেই যে,  রঙের সঙ্গে মানুষের মুডের সম্পর্ক আছে৷ তাই রংটা এমন হতে হবে, যাতে সেটা মনের ওপর চাপ না ফেলে। রান্নাঘর এবং ঘাবার ঘর যেহেতু বাড়ির অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি স্পেস, ফলে সেখানে রঙের ব্যবহারও ভেবেচিন্তেই করা উচিত৷আসুন Kitchen and dining room colours  নিয়ে আলোচনা করা যাক৷

প্রথমেই জেনে নেওয়া যাক, Kitchen paints কী হওয়া ভালো?  কারণ রান্নাঘরে আমাদের খাবার তৈরি হয়। যে খাবার খেয়ে আমরা আমাদের কাজের জন্য শক্তি পাই। তাই রান্না ঘরের রং অবশ্যই বাস্তুশাস্ত্র মতে হলে, সেটা আমাদের জীবনে একটি শুভ প্রভাব ফেলতে সক্ষম হবে। এমনটিই মনে করে বাস্তু শাস্ত্রবিদরা। সেক্ষেত্রে সাদা অথবা হলুদই হল আদর্শ রং৷

সাদা রং বেশির ভাগ মানুষ পছন্দ করলেও, রান্না ঘরের রং হলুদ হওয়াই সবচেয়ে ভালো। রান্নাঘর যদি দক্ষিণ-পূর্ব কোণে অবস্থিত হয়, তাহলে খুবই ভালো। রান্না ঘরের রং কখনও গাঢ় হওয়া উচিত নয়। উত্তর দিকে রান্নাঘর না হওয়াই শ্রেয়।হলুদ, রান্নাঘরের ঘরের রঙ খুব উপযুক্ত কারণ বিশেষজ্ঞরা মনে করেন যে, এই সূর্যের রঙ অনেক আশা এবং ইতিবাচক বোধ নিয়ে আসে, যা রান্নাঘরের জন্য অপরিহার্য। হলুদ হল দক্ষিণ দিকে মুখ করা রান্নাঘরের রঙ। রান্নাঘরের হলুদ রঙের ক্ষেত্রে আপনি উজ্জ্বল হলুদ, স্যান্ডেল হলুদ, সরষের হলুদ ইত্যাদির মতো বিভিন্ন শেড ব্যবহার করতে পারেন।

অনেক শেড রয়েছে যা রান্নাঘরের রঙ হিসাবে এড়ানো উচিত। বাস্তু বিশেষজ্ঞরা মনে করেন যে কালো, নীল, ধূসর ইত্যাদির মতো গাঢ় শেডগুলি রান্নাঘরের রঙ হিসাবে এড়ানো উচিত, কারণ এগুলি রান্নাঘরের ইতিবাচক শক্তিকে নষ্ট করতে পারে।অনেকের আবার কড়া হলুদে মাথা ধরে, মেজাজ বিগড়ে যায়। সে ক্ষেত্রে হলুদের এমন শেড ব্যবহার করা যেতে পারে, যেটা শান্ত, কোমল- এককথায় অপ্রখর।

আসলে ঘরের রং কেমন হবে, এটা অনেকাংশে ব্যবহারকারীর রুচি আর ব্যক্তিগত পছন্দের ওপর নির্ভর করে। হয়তো মা–বাবা এক রকম চান  কিন্তু বাচ্চার আবার অন্য রকম কিছু পছন্দ। সে ক্ষেত্রে রংটা নিরপেক্ষ ধরনের রাখা ভালো। খুব ছোটো রান্নাঘরে গাঢ় রং ব্যবহার করলে জায়গাটা আরও ছোটো মনে হতে পারে। তবে ইদানীং রান্নাঘরের একটা বা দুটো দেয়ালে ‘চিলড কালার’ রাখতে পছন্দ করেন অনেকে। এক পাশ উজ্জ্বল হলো, আরেক পাশ একটু হালকা। এক পাশ আরেক পাশের পরিপূরক হবে।

Dining Room painting

খাবার ঘরের রং ভেবেচিন্তে ব্যবহার করুন। খাবার টেবিলে বসে যদি ঘরের রঙের প্রতি আকর্ষণের অভাব ঘটে, তবে খাবারের প্রতি অনীহা তৈরি হতে পারে। খাবার ঘরের দেয়ালের রং মূলত নীল রাখুন। রং বিশেষজ্ঞদের মতে, আপনার খাবার ঘরের রং যদি হয় লাল, মানুষ ভাববে আপনি ভালো রান্না করেন। বিষয়টা হাস্যকর মনে হলেও গবেষণা জানিয়েছে, একথা সত্যি। খাবারের ঘরে বড়ো জায়গা থাকলে দেয়ালে হালকা সবুজ রঙের প্রলেপ দিতে পারেন। অনেকে আবার বলেন হলুদ খাবার ঘরের জন্য উপযুক্ত রং, কেননা, হলুদ খিদে বাড়ায়। এ জন্যই বেশির ভাগ রেস্তোরাঁর দেয়ালে হলুদ বা নীল শেডের রঙের ব্যবহার চোখে পড়ে। অন্যদিকে হলুদের বিপরীত নীল রং আবার ডায়েটে সাহায্য করবে। কম খেতে অনুপ্রাণিত করবে। ঘর রং করানোর আগে তাই এই বিষয়গুলি একবার ঝালিয়ে নিন৷ তারপর সিদ্ধান্ত নিন৷ দেখবেন আপনার বাড়ির সৌন্দর্য কয়োক গুন বেড়ে গেছে৷

আরো গল্প পড়তে ক্লিক করুন...