ত্বকে ইনস্ট্যান্ট গ্লো আনার জন্য Peel off Mask কতটা কার্যকরী? আমি কি এটি মধুচন্দ্রিমা যাপনের সময় ব্যবহার করতে পারব? এছাড়াও আমার ত্বক খুবই স্পর্শকাতর। ওয়্যাক্সিং করার পরই ত্বকে লাল লাল ছোপ পড়ে যায়। অথচ আমি অবাঞ্ছিত রোম থেকেও মুক্তি পেতে চাই। তাহলে আমার কী করা উচিত?

কোনও চিন্তা ছাড়াই আপনি এটি হানিমুনের সময় ব্যবহার করতে পারবেন। মার্কেটে ভালো ভালো কোম্পানির পিল অফ মাস্ক কিনতে পাওয়া যায়। এই মাস্ক বেশিরভাগ ক্ষেত্রে ফলের খোসা এবং গাছ-গাছড়া দিয়ে তৈরি করা হয়। সুতরাং এতে থাকা প্রচুর পরিমাণ অ্যান্টি অক্সিড্যান্টস, প্রাকৃতিক ভাবে ফ্রি-র‌্যাডিকলস-এর সঙ্গে লড়াই করতে সাহায্য করে। এর ফলে, বয়সজনিত কারণে ত্বকর উপর যে প্রভাব পড়ে সেই প্রক্রিয়াটির গতিও অনেক ঢিমে হয়ে যায়।

এছাড়াও এটি ত্বকের যৌবন ধরে রাখতে সাহায্য করে। ত্বকও উজ্জ্বল হয়ে ওঠে। মুখের কমপ্লেকশন ক্লিন এবং ক্লিয়ার লাগে দেখতে। রোদে বেরোবার ফলে ত্বকের ট্যানিং-এর ক্ষেত্রেও এটি খুব কার্যকরী। এটি লাগালে সহজে ট্যানিং দূর হয়। রুক্ষ শুষ্ক ত্বকে মসৃণতা আনতেও Peel Off Mask খুবই উপকারী।

ত্বকে লাল দাগ রোধ করতে ওয়্যাক্সিং-এর আগে অ্যান্টি অ্যালার্জিক ওষুধ খেতে পারেন। অবাঞ্ছিত রোম দূর করতে আপনি পাল্স লাইট ট্রিটমেন্ট-এর সিটিং নিতে পারেন। এটি একটি ইটালিয়ান টেকনোলজি, যেটি কিনা খুব দ্রুত, সুরক্ষিত এবং ব্যথা ছাড়াই অবাঞ্ছিত রোম দূর করে এবং অবশিষ্ট রোম এত পাতলা এবং হালকা রঙের হয়ে যায় যে, সেটা সহজে নজরে পড়ে না।

 

আরো গল্প পড়তে ক্লিক করুন...