আমার প্রেগনেন্সির ২ মাস হয়েছে। আমার স্বামী সহবাসের ইচ্ছা প্রকাশ করেন কিন্তু আমি সন্তানের ক্ষতি হবে ভেবে এগোতে সাহস পাই না। অনেকেই বলেন প্রথম কিছু মাস Sex করা একেবারেই অনুচিত। আমি জানতে চাই এই সময় কি যৌনসম্পর্ক স্থাপন করা উচিত হবে কিনা?

গর্ভাবস্থায় সহবাস কতটা নিরাপদ এই প্রশ্ন অনেকের মনেই উদয় হয়। এই অবস্থায় অনেকের স্বাভাবিক যৌনতার ইচ্ছা একেবারেই থাকে না আবার অনেকে বেশি করে যৌনতায় মেতে ওঠেন। কিন্তু প্রশ্ন হল এই শারীরিক অবস্থায় Sex করলে অনাগত সন্তানের কি কোনও ক্ষতি হতে পারে? বিশেষ করে গর্ভাবস্থায় প্রথম তিন মাস এবং শেষের তিন মাস সহবাস করলে অনেকেই আশঙ্কা করেন গর্ভের সন্তানের ক্ষতি হতে পারে বলে।

প্রেগনেন্সির প্রথম তিনমাস ইন্টরকোর্স বা যৌনসম্পর্ক গড়া সেফ নয়। এর ফলে গর্ভপাত হওয়ার সম্ভাবনা থাকে। তবে গর্ভাবস্থা যদি স্বাভাবিক হয় এবং যদি নির্দিষ্ট কোনও স্বাস্থ্যের জটিলতার কারণে ডাক্তার সহবাস থেকে বিরত থাকার পরামর্শ না দিয়ে থাকেন তাহলে সহবাস করা সম্পূর্ণ নিরাপদ ও ঝুঁকিমুক্ত।

তবে সবসময় যে Sex নিরাপদ বা সহজ হবে সেটা নিশ্চিত হয়ে সকলের ক্ষেত্রে বলা যায় না। স্বাভাবিক সময়ের মতো গর্ভাবস্থায় সহবাস করতে কোনও সমস্যা হলে বিভিন্নভাবে পজিশন বা অবস্থান পরিবর্তন করে চেষ্টা করাও যেতে পারে। এক্ষেত্রে স্বামী স্ত্রীর ব্যক্তিগত স্বাচ্ছন্দ্যের ব্যাপারটিই মুখ্য।

ইন্টারকোর্স করার সময় খেয়াল রাখা উচিত ফোরপ্লে এবং হৃদয়ের ভালোবাসার সংমিশ্রণ এই ক্ষেত্রে বেশি থাকা উচিত। অর্থাৎ পার্টনারের সঙ্গে জোরজবরদস্তি করা একেবারেই অনুচিত। যৌনসম্পর্কের মধ্যে দিয়ে দম্পতি উভয়ের মানসিক ভাবে আরও কাছাকাছি চলে আসেন। দ্বিতীয় তিনমাসের সময়কাল অতিবাহিত হয়ে গেলে যৌনমিলনের সময় অক্সিটোন নামক লভ হরমোন রিলিজ হয়, যার ফলে মা-বাবা ও সন্তানের মধ্যে বন্ধন আরও মজবুত হয়। সুতরাং Sex নিয়ে ঘাবড়াবার কোনও কারণ নেই। জানবেন এর ফলে নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা আরও বেড়ে যাবে। হাইজিন মেনটেইন করা অবশ্য দরকার এবং কনডোম ব্যবহার করতে ভুলবেন না। মনে রাখবেন, এনজয় সেক্স, সেফ সেক্স-এর ক্ষেত্রে ডেলিভারিও সেফ।

 

আরো গল্প পড়তে ক্লিক করুন...