Tuberculosis বিশেষ করে মেয়েদের গর্ভধারণক্ষমতা থাকার বয়স পর্যন্ত প্রভাবিত করে। এটি ইনফার্টিলিটিরও একটি কারণ।
আমার বয়স ৩৮ বছর। মেডিকেল পরীক্ষায় আমার যৌনাঙ্গে Tuberculosis পাওয়া গেছে। আমি দ্বিতীয় সন্তান নিতে ইচ্ছুক। কিন্তু এই পরিস্থিতিতে গর্ভধারণ কি সম্ভব? যদি সন্তানসম্ভবাও হই তাহলে সন্তানের জন্মের পর তারও কি এই অসুখটি দ্বারা প্রভাবিত হওয়া সম্ভাবনা রয়েছে?
গর্ভাশয়ে টিবি এমন একটি রোগ যেটি বিশেষ করে মহিলাদের যৌনাঙ্গে যেমন জরায়ু, ডিম্বাশয়, ফেলোপিয়ান টিউব, গর্ভাশয়, ইউটেরাস এবং যোনির আশেপাশের লিমফ নোডস-কে প্রভাবিত করে। রোগের লক্ষণ মোটামুটি একই সেটা শরীরের যেখানেই হোক না কেন। যেমন ওজন হ্রাস, ঘুষঘুষে জ্বর, ক্ষুদামন্দা, ক্লান্তি, অবসাদ, অতিরিক্ত ঘাম হওয়া ইত্যাদি। তলপেটে ব্যথা হয়, এবং পেটে হাত দিলে অনেক সময় শক্ত কিছু অনুমিত হয়। এই রোগ বিশেষ করে মেয়েদের গর্ভধারণক্ষমতা থাকার বয়স পর্যন্ত প্রভাবিত করে। ইনফার্টিলিটিরও একটি কারণ। জেনিটাল টিবি-র চিকিৎসা ২টি লেভেলে করা হয়। প্রথম লেভেলে ২ মাস পর্যন্ত কম করে ৩টি অ্যান্টি-টিবির ওষুধ দেওয়া হয় আর দ্বিতীয় লেভেলে ৪ থেকে ১০ মাসের জন্য কম করে ২টি অ্যান্টি-টিবি ওষুধের সঙ্গে সমানে চিকিৎসা চালানো হয় এবং জেনিটাল অংশে সার্জারির মাধ্যমে চিকিৎসা করা হয়।
চিকিৎসা চলাকালীন সবরকম নির্দেশ ঠিকমতো মেনে চলাটা খুবই গুরুত্বপূর্ণ। চিকিৎসার পর এআরটি টেকনিক দ্বারা গর্ভধারণ করতে পারেন। কিন্তু আপনাকে সম্পূর্ণ ডাক্তারের তত্ত্বাবধানে থাকতে হবে। শিশু জন্মালে তাকে বিসিজি ভ্যাকসিন দেওয়াটা অত্যন্ত জরুরি।