নিজের বাড়ি বা ফ্ল্যাট নিয়ে অনেকেরই একটা গর্ব থাকে। তাই, কিছুদিন পরপর নতুন নতুন সাজে নিজের বাসস্থানকে তারা সাজিয়ে তুলতে চান। New Look দেওয়ার বাসনাটা যদি একটু সিসটেমেটিক্যালি করতে চান, যাতে ব্যয়বাহুল্য কম করেও ইচ্ছেমতন বাড়িকে সাজিয়ে তোলা যায়-তাহলে একটু ভেবে চিন্তে বুদ্ধি করে উদ্যোগ নিতে হবে।

নিজের কাছে থাকা জিনিসপত্র গুছিয়ে রাখুন 

যারা ধনী, অর্থ ব্যয় করা যাদের কাছে কোনও বাধা নয়, তারা বাড়ি সাজানোটা খুব সহজেই করে ফেলতে পারেন। দু’হাতে অর্থ ব্যয় করে ইন্টিরিয়ার ডিজাইনার দিয়ে দু-তিন বছর অন্তর তারা বাড়ি নতুন করে সাজিয়ে নেন। দামি দামি আসবাবপত্র, পেইন্টিং, কিউরিও এধার ওধার ছড়িয়ে থাকে। এমনকী সেগুলো কোথা থেকে এসেছে বা তার মূল্য সম্পর্কেও বাড়ির মালিকের কোনও মাথাব্যথা থাকে না। কারণ সবটাই ঠিক করে ইন্টিরিয়র ডিজাইনার। এই পুরো ব্যাপারটাই খুব ইমপার্সোনাল ওয়েতে করা হয় ৷

কিন্তু এটাই একটু আলাদা করে বুদ্ধি খরচ করেও করা যেতে পারে। টাকা দিয়ে সব সময় সব কিছুর মূল্যায়ন করা চলে না। নিজের প্রাইজড পজেশন বেছে নিয়ে এক জায়গায় করুন এবং মনে রাখবেন সেই জিনিসগুলোকে তাদের যোগ্য জায়গায় রাখতে হবে যাতে সকলেই সেগুলোর যথার্থ মূল্যায়ন করতে পারে।

পুরোনো ফোটোগ্রাফ

ফেড হয়ে যাওয়া পুরোনো পারিবারিক ফটোগ্রাফ ফেলে দিতেও মন চাইছে না অথচ বাড়িতেও আলাদা আলাদা করে টাঙিয়ে রাখার জায়গার অভাব রয়েছে। চিন্তার কিছু নেই— ছবির সাইজ এবং হাইট অনুযায়ী ছবিগুলিকে গ্রুপ করুন। আয়নার ট্রেন্ড এখন ভীষণ ভাবে ইন সুতরাং মিস্টেড, ডিজাইন করা আয়নায় ছবিগুলি পেস্ট করে মেটালিক কালারের ফ্রেমিং করিয়ে নিন যাতে ওয়াল হ্যাংগিং হিসেবে সেগুলি ব্যবহার করতে পারেন।

পুরোনো ব্রাসের পটস

ঘরের কোণায় পড়ে পড়ে কালো হয়ে গেছে এক সময়ের যত্নে রাখা ব্রাস পটগুলি কোণা থেকে বার করে পালিশ করিয়ে নিন এবং এমন জায়গায় সাজিয়ে রাখুন যেখানে রাখলে ঘরে ঢুকেই চোখে পড়ে। এখন বিভিন্ন ধরনের ধাতু, মিক্স অ্যান্ড ম্যাচ করে সাজাবার যুগ, সুতরাং ব্রাসের পাত্রের সঙ্গে অন্য মেটাল ম্যাচ করিয়েও ঘর সাজাতে পারেন। পুরোনো আসবাবপত্র পুরোনো দিনের কাঠের আসবাব ফেলে দিতে মন চায় না কারণ ওই ভালো কাঠ এখন আর কেউ দেয় না। পুরোনো ফার্নিচারের সঙ্গে কনটেম্পোরারি ফার্নিচারও মিলিয়ে মিশিয়ে রাখা যেতে পারে। শুধু পুরোনো আসবাবগুলি পালিশ করে নেওয়া দরকার। রোজউড, সেগুন কাঠের ফার্নিচার পেইন্ট করালে কিন্তু তার সৌন্দর্য শেষ। সুতরাং New Look দিতে দরকার শুধু পালিশ করাবার।

কাচের বাসনপত্র

কাচের বাসনপত্র সকলেই যখন কেনে খুব শখ করে কেনে। সময়ের সঙ্গে সঙ্গে বাসনের সেট-এ একটা দুটো কাচের বাসন ভাঙতেই থাকে। সুতরাং কাচের বাসনগুলো যদি সত্যি দেখতে খুব সুন্দর হয় তাহলে বুদ্ধি করে ওগুলো প্রদর্শনের ব্যবস্থা করতে হবে। কাচের কাপ, বাটি বা বোল যদি থেকে যায় তাহলে তাই দিয়ে কনটেনার গার্ডেনিং করা যেতে পারে।

কনটেনার গার্ডেনিং ব্যাপারটা খুবই ব্যয়সাপেক্ষ। কিন্তু কাচের কনটেনার যদি নিজের কাছে থাকে তাহলে খরচাও অর্ধেক হয়ে যাবে। শুধু শিখে নিতে হবে কনটেনার গার্ডেন কীভাবে পরিষ্কার রাখবেন। বাইরে বাগান করতে গেলে যতটা পরিচর্যার দরকার পড়ে কনটেনার গার্ডেন-এর ক্ষেত্রেও ততটাই যত্নের প্রয়োজন। সুন্দর গেলাস থাকলে সেটা দিয়ে জেল ক্যান্ডেল বানিয়ে সাজিয়ে রাখতে পারেন।

 

 

আরো গল্প পড়তে ক্লিক করুন...