পরিচালক রাহুল ভি চিট্টেল্লার হাত ধরে বলিউডে ফিরলেন Sharmila (কুসুম)। ছবির নাম গুলমোহর। এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মনোজ বাজপেয়ী (শর্মিলার ছেলে অরুণের চরিত্রে), অমল পালেকর, লাইফ অফ পাই খ্যাত অভিনেতা সুরজ শর্মা এবং সিমরণ ঋষি বাগ্গা।

মার্চের প্রথমেই ছবিটি মুক্তি পেয়েছে ওটিটি প্লাটফর্ম-এ। ডিজনি + হটস্টার-এর দর্শকরা এই ছবি দেখার সুযোগ লাভ করছেন।

দিল্লির ধনী পরিবার বাত্রা ফ্যামিলির অন্দরের কাহিনি নিয়েই ছবির গল্প এগিয়েছে। গল্পে পরিবারের প্রতিটি সদস্যকে কঠিন বাস্তব সত্যের মুখোমুখি দাঁড়িয়ে দেখা যায় ভেঙে পড়তে। দীর্ঘ ১৩ বছরের ব্রেকের পর এই ধরনের ফ্যামিলি ড্রামায় কাজ করার সুযোগ লুফে নিয়েছিলেন Sharmila। ছবিতে পরিবারের সদস্য, বিশেষ করে ছেলে অরুণের সঙ্গে মা কুসুমের জটিল সম্পর্ক শর্মিলা সুন্দর ভাবে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন।

মনোজ বাজপেয়ী স্বভাবতোই নিজের অভিনয় ক্ষমতা পুরোটা দিয়েই অভিনয় করেছেন। আইডেন্টিটি ক্রাইসিসে ভোগা উচ্চবর্ণের ব্যবসায়ীর চরিত্রটি অবশ্য তাঁর কাছে নতুন।

গল্পের শুরু বাত্রা পরিবার কে দিয়ে যেখানে ‘গুলমোহর’ নামের বাড়িটিতে তাঁদের বহু প্রজন্ম ধরে বাস। বাড়ির সংস্কারের প্রয়োজনে জিনিসপত্র যখন গোছগাছ হতে থাকে তখন একে একে পরিবারের লুকোনো ইতিহাসও সকলের সামনে উন্মোচিত হতে আরম্ভ করে। ভেঙে পড়ে সম্পর্কের রসায়ন।

মীরা নায়ারের সঙ্গে দীর্ঘদিন কাজ করার পর ‘গুলমোহর’ দিয়ে প্রথমবার ফিচার ফিলম পরিচালনায় হাত দিলেন পরিচালক রাহুল চিট্টেল্লা। অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে লিখেছেন ছবির গল্প। পুরোটাই সম্পর্কের গল্প। চরিত্রগুলির অভিনয়গুণে ছবিটি আলাদা মাত্রা পেয়েছে।

গুলমোহর সিনেমার মাধ্যমে এক যুগ পর রূপোলি পর্দায় ফিরছেন কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুর (Actress Sharmila Tagore)৷ এটি 3 মার্চ থেকে হটস্টারে দেখা যাচ্ছে ৷ শর্মিলা ঠাকুরের পাশাপাশি সিনেমায় রয়েছেন মনোজ বাজপেয়ী, সিমরান এবং সুরজ শর্মা ।

সিনেমাটিতে একটি পরিবারের তিন প্রজন্মের গল্প বলা হয়েছে৷ যে-পরিবার বছরের পর বছর পরস্পরের থেকে বিচ্ছিন্ন৷ সম্পর্কের ঘোর প্যাঁচে তিনটি প্রজন্মের পারিবারিক গুপ্তকথা উঠে এসেছে এই ছবিতে। রাহুল ভি চিট্টেলার এই ছবিতে শর্মিলা ঠাকুর অভিনীত চরিত্রের নাম কুসুম বাত্রা৷ তিনি পারিবারিক ভাবে বা উত্তরাধিকার সূত্রে পাওয়া গুলমোহর বিক্রি করে পুদুচেরিতে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন৷ তাঁর এই ঘোষনা পরিবারে আলোড়ন সৃষ্টি করে৷ পরিবারে জট জটিলতার অন্ত নেই৷ অতিমাত্রায় স্বেচ্ছাচারী নাতিকে (সুরজ শর্মা)  নিয়ে কুসুমের পুত্র অরুণ ( মনোজ বাজপেয়ী ) অতি উদ্বিগ্ন৷ এমনই নানা অভিঘাত ছুঁয়ে এগিয়ে চলে গুলমোহরের গল্প৷ ছবিতে সুর দিয়েছেন সিদ্ধার্থ খোসলা৷

আরো গল্প পড়তে ক্লিক করুন...