শাক, সবজি, ডাল কিংবা মাছ, মাংস, ডিম ইত্যাদিতে একটু চিনি না দিলে যেন খেয়ে তৃপ্তি পাওয়া যায় না। তাই শারীরিক নানারকম সমস্যার কারণে অনেকের ক্ষেত্রে চিনি ‘হোয়াইট পয়জন’(white poison) হয়ে ওঠলেও, থোড়াই কেয়ার। চিনি মাস্ট। আর এই রসায়নের কথা মাথায় রেখেই হয়তো পরিচালক মৈনাক ভৌমিক ‘চিনি’ শীর্ষক ছবি উপহার দিয়েছেন এবং বাংলা ছবির দর্শকদের থেকে প্রচুর ভালোবাসাও কুড়িয়েছেন ইতিমধ্যেই। শুধু তাই নয়, সেই সাফল্যের স্বাদ জিভে রেখে আবারও তিনি বাংলা ছবির দর্শকদের উপহার দিলেন ‘চিনি ২’।

মৈনাকের আগের ‘চিনি’-তে যেমন সম্পর্কের টানাপোড়েন, মজা, আনন্দ কিংবা আড্ডার আবহ ছিল, এবার ‘চিনি ২’ ছবিতে ওসব তো থাকবেই, সেইসঙ্গে আরও ভরপুর আবেগ থাকবে বলেও জানানো হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, মা-মেয়ের ভালোবাসা আর খুনসুটিতে ভরা ছিল মৈনাকের আগের ছবি ‘চিনি’। ওই ছবিতে মা-মেয়ের চরিত্রে রূপদান করেছিলেন যথাক্রমে অপরাজিতা আঢ্য এবং মধুমিতা সরকার। এবার ‘চিনি ২’-তেও অপরাজিতা এবং মধুমিতা-কে এক ফ্রেমে দেখা যাবে ঠিকই কিন্তু মা-মেয়ের চরিত্রে নয়। ভিন্ন প্রেক্ষাপট থেকে আসা দুটো ভিন্ন সত্তা নিয়ে ‘চিনি ২’-তে আত্মপ্রকাশ করতে দেখা যাবে এই দুই অভিনেত্রীকে। তবে এঁরা ছাড়াও ‘চিনি ২’ ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রূপদান করেছেন লিলি চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী, সৌম্য মুখোপাধ্যায় এবং পিঙ্কি বন্দ্যোপাধ্যায়।

আগের ‘চিনি’ ছাড়াও অপরাজিতা এর আগে মৈনাকের ‘জেনারেশন আমি’-তে নজর কেড়েছেন। আর ‘চিনি’-র পর ‘চিনি ২’-তেও মৈনাকের ছবিতে দ্বিতীয়বার মধুমিতা সরকার–কে অভিনয় করতে দেখবেন দর্শকরা। উল্লেখ্য, মধুমিতা সরকার ‘সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস’-এর  ব্র্যান্ড অ্যাম্বাসাডর এবং এই জুয়েলারি ব্র্যান্ড-ও ‘চিনি ২’ ছবিটির সঙ্গে অ্যাসোসিয়েটেড। তাই ছবিটির মুক্তি উপলক্ষ্যে  ‘সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস’-এর এভারলাইট ব্র্যান্ড-এর  ‘জিঙ্কগো অ্যান্ড মারিপোসা কালেকশন’ প্রোমোট করলেন মধুমিতা। সেইসঙ্গে এই জুয়েলারি ব্র্যান্ড-এর বউবাজারের শোরুম-এ উপস্থিত থেকে সংবাদমাধ্যমকে জানালেন, ‘আমি সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস-এর সঙ্গে যুক্ত হতে পেরে সম্মানিত বোধ করছি। এভারলাইট -এর মারিপোসা এবং জিঙ্কগো কালেকশন-এর সঙ্গে আমার মুভির অ্যাসোসিয়েশন নিয়েও আমি উচ্ছ্বসিত। ছবিতে আমার ব্যবহৃৎ সোনার কানের দুল, নেকলেস এবং রিংগুলির একটি অত্যাশ্চর্য  বৈশিষ্ট্য রয়েছে, যা ছবির গল্প বলার একটি সুরেলা মিশ্রণ তৈরি করে।’ এই উপলক্ষ্যে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস- এর ডিরেক্টর এবং হেড অফ ডিজাইন অ্যান্ড মার্কেটিং, মিসেস জয়িতা সেন জানিয়েছেন, ‘আমরা চিনি ২ সিনেমার সঙ্গে সহযোগিতায় এভারলাইট – এর মারিপোসা কালেকশন উপস্থাপনা করতে পেরে ভীষণ খুশি।’

Film Chini 2

মাঝে কিছুদিন থ্রিলার ছবি করলেও, মৈনাক আবার ফিরছেন তাঁর চেনা পরিসরে। ‘চিনি’-র আগে ‘বর্ণ পরিচয়’ এবং ‘গোয়েন্দা জুনিয়র’ সঠিক প্রশংসা পায়নি বলেই হয়তো মৈনাক আবার চেনা পথ ধরে এগোতে চাইছেন। তবে প্রযোজনা সংস্থা  ‘এসভিএফ’ (শ্রী ভেঙ্কটেশ ফিল্মস) ‘চিনি’-র থেকেও ‘চিনি ২’ ছবির সাফল্যের ব্যাপারে আর বেশি আশাবাদী। তাঁরা জানিয়েছেন, আরও বেশি ভালোলাগার অনুভূতি নিয়ে প্রেক্ষাগৃহ থেকে বাড়ি ফিরবেন দর্শকরা।

এই ছবিতে অপরাজিতা-র চরিত্রের নাম ‘মিষ্টি’ এবং মধুমিতা-র চরিত্রের নাম ‘চিনি’। মৈনাকের মতে, ‘চিনি ২’ খুব সাধারণ একটি পারিবারিক ও সামাজিক গল্প, যেখানে একজনের সঙ্গে অন্যজনের আবেগের সম্পর্ক প্রাধান্য পেয়েছে। অপরাজিতা এবং মধুমিতা-র সঙ্গে আবার কাজ করতে পেরে আনন্দ প্রকাশ করেছেন মৈনাক। তবে জানা গেছে, মৈনাকের সঙ্গে চারটি ছবির চুক্তি ছিল ‘এসভিএফ’-এর। ‘চিনি ২’ সেই অর্থে চতুর্থ ছবি। ‘চিনি ২’-র সংগীতায়োজন করেছেন মৈনাক মজুমদার। সিনেমাটোগ্রাফি-তে মধুরা পালিত। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবিটি।

আরো গল্প পড়তে ক্লিক করুন...